Saturday, June 30, 2018

পুরসভার বিরোধী দলনেতা নিখোঁজ

পূর্ব বর্ধমান: রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন গুসকরা পুরসভার বিরোধী দলনেতা তথা সিপিএমের কাউন্সিলর মনোজ সাউ। পরিবার সূত্রে খবর, শুক্রবার সওয়া এগারোটা নাগাদ মোটর বাইক নিয়ে বেরিয়ে যান তিনি। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ মেলেনি৷

পরিবারের লোকজন, প্রতিবেশীরা অনেক খোঁজাখুজির পর জানা যায় তাঁর মোটরবাইকটি গুসকরা স্টেশন সংলগ্ন একটি মোটর সাইকেল গ্যারেজে রাখা রয়েছে। বাইকটি উদ্ধার হলেও শনিবার বিকেল পর্যন্ত মনোজ সাউয়ের সন্ধান মেলেনি৷ বাড়ি থেকে বের হওয়ার পর তাঁর মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে৷ এই ঘটনায় উদ্বিগ্ন তাঁর পরিবার।

গুসকরা ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি৷

The post পুরসভার বিরোধী দলনেতা নিখোঁজ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tFmmwe

পাড়ুইয়ে তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা

স্টাফ রিপোর্টার, বোলপুর: পঞ্চায়েত ভোট পর্ব মিটটেই ফের উত্তপ্ত হয়ে উঠল পাড়ুই৷ এলাকার এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়৷ পাড়ুইয়ের সাত্তোর তৃণমূল অঞ্চল সদস্য তিনি৷

জখম তৃণমূল নেতার নাম শেখ ইউসুফ৷ বৃহস্পতিবার রাতে শিমুলিয়া গ্রামে বাড়ি ফিরছিলেন তিনি৷ পথে কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে। সেখানেই লুটিয়ে পড়েন তৃণমূল নেতা ইউসুফ৷ পরপর বেশ কয়েকটি বোমার শব্দে ছুটে আসে গ্রামবাসীরা৷

এরপরই বিপদ বুঝে এলাকা ছাড়ে দুষ্কৃতীর দল৷ স্থানীয়রাই শেখ ইউসুফকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে৷ সেখানেই চিকিৎসা করা হয় তাঁর৷ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পাড়ুই থানার পুলিশ৷

এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়৷ বিরোধীদের অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই বোমাবাজির ঘটনা৷ যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে৷ তাদের দাবি, কোনও দলীয় কোন্দলের প্রশ্নই নেই৷ এলাকায় আতঙ্ক ছড়াতে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে৷ এলাকার লোকজনের সঙ্গে কথা বলে পাড়ুই থানার পুলিশ৷

The post পাড়ুইয়ে তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2ID3brV

সুইস ব্যাংকের অর্থ সাদা হলে কালো টাকা কোথায়? বিজেপিকে কংগ্রেস

নয়াদিল্লি: কালো টাকা নিয়ে কেন্দ্রীয় সরকার ও কংগ্রেসের মধ্যে কাজিয়া অব্যাহত৷ দুই কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি ও পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছিলেন, বিদেশের ব্যাংকের গচ্ছিত অর্থ মানেই সেটা কালো টাকা এটা ভাবা ভুল৷ এরপরেই কালো টাকা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরানো ভাষণকে হাতিয়ার করে আক্রমণ করে কংগ্রেস৷ জানতে চায় কালো টাকা নিয়ে কার অবস্থান ঠিক? মোদী নাকি দুই কেন্দ্রীয় মন্ত্রীর?

শনিবার আবারও মোদীকে আক্রমণ করতে আসরে নামেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা৷ টুইট করে লেখেন, ‘‘২২ ডিসেম্বর ২০১৩ সালে মোদী তাঁর ভাষণে বলেছিলেন দেশের বাচ্চারাও জানে সুইস ব্যাংকে কালো টাকা গচ্ছিত৷ ২৯ জুন ২০১৮ সালে আপনার অর্থমন্ত্রী বলছেন এটা ভাবা বোকামো যে সুইস ব্যাংকে সব টাকাই কালো৷’’ এরপরেই প্রধানমন্ত্রীকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি জানতে চান, এই দুই ভাষণের মধ্যে কোনটা ‘স্টুপিড’৷ যদি সুইস ব্যাংকে গচ্ছিত অর্থ সাদাই হয় তাহলে কালো টাকা কোথায়?

বৃহস্পতিবার সামনে আসে একটি রিপোর্ট৷ সেই রিপোর্টে বলা হয় সুইস ব্যাংকে ভারতীয়দের গচ্ছিত রাখা অর্থের পরিমাণ ৫০ শতাংশ বেড়ে গিয়েছে৷ তাৎপর্যপূর্ণ বিষয় হল এই বেশিরভাগটাই বৃদ্ধি হয়েছে ২০১৬ নভেম্বরের নোট বন্দির পর৷ এই পরিসংখ্যান যারপরনাই অস্বস্তিতে ফেলে বিজেপিকে৷ এরপরেই শুরু হয় কালো টাকা নিয়ে কেন্দ্রীয় সরকার ও কংগ্রেসের মধ্যে জোর তরজা৷

পরিস্থিতি সামাল দিতে গিয়ে অর্থমন্ত্রী পীযূষ গোয়েল তখন জানান, পুরো তথ্য হাতে না আসা অবধি এটা কী করে বলা যায় যে সেই টাকার পুরোটাই কালো৷ অর্থমন্ত্রীর স্বপক্ষে ব্যাট ধরেন অরুণ জেটলিও৷ ব্লগে তিনি লেখেন, সুইস ব্যাংকে যারা বেআইনিভাবে অর্থ মজুত করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার৷ কিন্তু অনেক ভারতীয় নানা কারণে বিদেশে টাকা গচ্ছিত রাখে৷ তার কিছুটা কালো টাকা হতেই পারে৷ কিন্তু বিদেশে টাকা রাখা মানেই সেটা কালো টাকা এটা ভাবা ভুল৷

এরপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল জানান, সুইজারল্যান্ড ও ভারতের মধ্যে চুক্তি হয়েছে৷ সেই চুক্তি অনুযায়ী ভারতীয়দের যাবতীয় তথ্য আসা শুরু হবে আগামী বছর জানুয়ারি মাস থেকে৷

The post সুইস ব্যাংকের অর্থ সাদা হলে কালো টাকা কোথায়? বিজেপিকে কংগ্রেস appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tJdvK9

কংগ্রেস-জেডি(এস) দল ভাঙাও, কর্মীদের নির্দেশ ইয়েদুরাপ্পার

বেঙ্গালুরু: জিতেও দখল করতে পারেননি ক্ষমতা। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়াও হয়ে গিয়েছিল। তারপরেও খোয়াতে হয়েছে পদ। সংগঠন মজবুত করতে দলীয় কর্মীদের বিরোধী দল ভাঙানোর নির্দেশ দিলেন বিএস ইয়েদুরাপ্পা।

কর্ণাটক বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারেনি বিজেপি। সেই সুযোগে জোটবদ্ধ হয়ে সরকার গঠন করেছে কংগ্রেস এবং জেডি(এস)। প্রতিকূলতা থাকলেও এখনও ওই রাজ্যে শাসন করছে জোট সরকার।

সেই প্রতিকূলতার সুযোগটাকেই কর্মীদের হাতিয়ার করতে বলেছেন বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা। শাসক কংগ্রেস এবং জেডি(এস) দলের নেতা-কর্মীদের বুঝিয়ে গেরুয়া শিবিরে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। নির্বাচনের আগে কাদা ছোঁড়াছুঁড়ি করার পরে জোট গঠন দুই পক্ষের অনেক নেতা-কর্মী ভালোভাবে নেয়নি বলে দাবি করেছেন ইয়েদুরাপ্পা। কংগ্রেস এবং জেডি(এস) দলের অনেক নেতা-কর্মী বিজেপিতে নাম লেখাতে আগ্রহী বলে দাবি করেছেন তিনি।

নতুন সদস্য দলে এলে পুরনোদের গুরুত্ব কমে যেতে পারে। সেই কারণে প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার প্রস্তাব কর্মীরা ভালোভাবে নাও নিতে পারেন। এই বিষয়টি মাথায় রেখে ইয়েদুরাপ্পা বলেছেন, “এমন ভাবার কিছু নেই যে নতুন সদস্য দলে যোগ দিলে পুরনোদের গুরুত্ব কমে যাবে।” যে সকল সৎ রাজনৈতিক কর্মী বিজেপি শিবিরে নাম লেখাতে আগ্রহী তাদের বাড়ি বাড়ি গিয়ে পদ্ম পতাকা হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিএস ইয়েদুরাপ্পা।

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়ায় বিজেপি-কে সরকার গঠনের সুযোগ দিয়েছিলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী হিসেবে শপথও নিয়েছিলেন বিএস ইয়েদুরাপ্পা। সরকার গঠন নিয়ে পদ্ম শিবিরের আত্মবিশ্বাস দেখে ঘোড়া কেনাবেচার অভিযোগ করেছিল কংগ্রেস এবং জেডি(এস) সহ অন্যান্য রাজনৈতিক দল। নিজেদের বিধায়কদের আগলে রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছিল কংগ্রেস এবং জেডি(এস)।

এবার ফের বিএস ইয়েদুরাপ্পার মুখে কংগ্রেস এবং জেডি(এস) দল ভাঙানোর কথা শোনা যাওয়ায় ঘুরে ফিরে আসছে সেই তত্ত্ব। কর্ণাটকের কংগ্রেস সাংসদ নাসির হুসেন বলেছেন, “দল ভাঙাতে চেয়ে কিসের ইঙ্গিত দিচ্ছেন ইয়েদুরাপ্পা? এসব করলে ফল কি হতে পারে সবার জানা আছে।” একই সঙ্গে তিনি আরও বলেছেন, “বিজেপি দুর্বল হয়েছে বলেই জোট ভাঙার চেষ্টা করছে।”

কংগ্রেসের অভিযোগ উড়িয়ে দিয়েছে কর্ণাটক রাজ্য বিজেপি নেতৃত্ব। পদ্ম শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে যে আসন্ন লোকসভা নির্বাচনে দলের সংগঠন মজবুত করার জন্যেই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের বিজেপি-তে সামিল করার কথা বলেছেন। জোট ভাঙার কোনও উদ্দেশ্য বিজেপি-র নেই। আর শুধু নেতা-কর্মী নিয়ে জোট সরকার ভাঙা যায় না।

The post কংগ্রেস-জেডি(এস) দল ভাঙাও, কর্মীদের নির্দেশ ইয়েদুরাপ্পার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2IFXiKp

জিএসটি-র সাফল্য ব্যর্থতা এবং ভবিষ্যৎ

নয়াদিল্লি: গত বছর ৩০জুন মধ্যরাতে সংসদে বিশেষ অধিবেশন করে চালু হয়েছিল পণ্য পরিষেবা কর৷পরোক্ষ করের ক্ষেত্রে এক দেশ এক কর ব্যবস্থা চালু করার দাবি নিয়ে এমন সংস্কার আনা হয়েছে ৷ এবার দেখে নেওয়া যাক এই অর্থনৈতিক বিপ্লবের পর একটা বছর কেমন কাটল৷

জিএসটি চালুর পর অনেকেই আশংকা করেছিলেন মুদ্রাস্ফীতি বাড়বে কিন্তু তেমনটা কিছু হয়নি৷ সম্প্রতি যে মূল্যবৃদ্ধি ঘটনা ঘটতে দেখা গিয়েছে তা মূলত জ্বালানীর দাম বৃদ্ধির জন্য এর জন্য জিএসটিকে ঠিক দায়ী করা যায় না৷

জিএসটির জেরে জাতীয় বাজার গড়ে উঠেছে৷ ফলে রাজ্যের সীমানায় থাকা চেক পোস্টে আর তেমন ভাবে ট্রাকের লাইন পড়তে দেখা যায় না৷ এই কর সংস্কারের ফলে গোটা দেশে একটাই করের হার হয়েছে ৷ এরফলে কন্যাকুমারী থেকে জম্মু কাশ্মীরে একই জিনিসের উপর একই করের হার৷

এই কর সংস্কারের ফলে স্বচ্ছ ডিজিটাল প্রসেস এসেছে যাতে ইনপুট ক্রেডিট সহজে মিলবে৷ যারফলে প্রায় ১কোটি করদাতা নিজেদের নথি ভুক্ত করেছে৷ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন সদস্য এবং আয়কর দাতার সংখ্যা বৃদ্ধিতে প্রভাব ফেলেছে এই কর সংস্কার৷

এই নয়া কর ব্যবস্থা চালুর সঙ্গে ১৭ ধরনের ট্যাক্স ও ২৩ ধরনের সেস-এর অবসান ঘটেছে৷
নয়া ব্যবস্থা চালু হলেও গোটা ব্যবস্থার পরিকাঠামোগত এখনও কিছু সমস্যা রয়েছে৷ বিশেষত তারফলে অনেক সময় রিটার্ন ফাইল করতে এবং ইনপুট ক্রেটিড পেতে সমস্যা মুখোমুখি হতে হয়েছে৷ তাছাড়া রফতানিকারকদের রিফান্ড নিয়েও সমস্যা দেখা গিয়েছে৷

তবে রাজ্যগুলির রাজস্ব আদায়ের ৩০ শতাংশ এখন জিএসটি বাইরে রয়েছে ৷ মদ পেট্রোল ডিজেল ইত্যাদি এখনও জিএসটি বাইরে থেকে গিয়েছে৷ এখন আগামী দিনে এগুলি জিএসটির আওতায় আসবে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে৷ বিশেষত সম্প্রতি হঠাৎ জ্বালানী তেলের দাম বৃদ্ধির জন্য তখন তেলে জিএসটি চালু করার কথা উঠলেও সরকার সে পথে হাঁটেনি৷ তবে পেট্রোল ডিজেল জিএসটি না বসানোর সুবিধা ভোগ করছে কেন্দ্র- রাজ্য উভয়ই৷

জিএসটি চালু হওয়ার পর জিএসটি পর্ষদ গত এক বছর ধরে পর্যালোচনা করেছে নয়া কর ব্যবস্থা নিয়ে৷ পর্ষদের ইতিমধ্যে বসা ২৭টি বৈঠকে বিভিন্ন সময়ে করের হার নতুন করে কমাতে দেখা গিয়েছে এবং পণ্যের দাম সময়ে সময়ে কমতে দেখা গিয়েছে৷ আগামী দিনে জিএসটি নিয়ে বৈঠকে বসে আদৌ পেট্রোল ডিজেলকে এর আওতায় নিয়ে আসা হবে কি না সেটাই দেখার৷

জিএসটি পর্ষদে কেন্দ্রীয় সরকারের ভোটাধিকার ৩৩ শতাংশ এবং রাজ্যগুলির ৬৬ শতাংশ৷ কোনও বিষয়ে মতবিরোধ হলে তখন কোনও সিদ্ধান্তের জন্য ভোটাভুটির সময় ৭৫ শতাংশ ভোট প্রয়োজন হয়৷ কিন্তু এতদিন পর্ষদে যে সব বৈঠক হয়েছে তাতে ভোটাভুটির প্রয়োজন হয়নি৷

নয়া পরোক্ষ কর ব্যবস্থা চালু হলেও পরিকাঠামোগত বেশ কিছু ত্রুটি রয়েছে ৷ তবে প্রাথমিক ত্রুটি কাটিয়ে করদাতার সংখ্যা বাড়তে দেখা গিয়েছে এবং আদায় বেশ স্থিতিশীল হয়েছিল৷ তবে করফাঁকির ঘটনা এখনও ঘটছে৷ বিশেষত জিএসটি চালু হওয়ার বর্ষপূর্তির কয়েকদিন আগেই দেখা গিয়েছে গত দু’মাসে কর ফাঁকির পরিমাণ ২০০০কোটি টাকা৷

The post জিএসটি-র সাফল্য ব্যর্থতা এবং ভবিষ্যৎ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2lLhqBI

১১ বছরেও খোঁজ নেই নন্দীগ্রামের দুই ‘নিখোঁজের’

স্টাফ রিপোর্টার, নন্দীগ্রাম: ২০০৭ সালে ১৪ মার্চ নন্দীগ্রামে পুলিশের গুলি চালানোর ঘটনা ঘটে৷ সেই দিন থেকে নন্দীগ্রামের রায়নগরের বাসিন্দা দূর্গাপদ মাইতির নিখোঁজ রয়েছেন। ১১ বছর কেটে গেলেও স্বামীর কোনও খোঁজ না মেলায় চলতি বছরে মার্চ মাসে দূর্গাপদ মাইতির স্ত্রী অমিতা মাইতি হলদিয়া মহকুমা আদালতে আপিল করেন। হলদিয়া আদালত নন্দীগ্রাম থানাকে নির্দেশ দেয় তাড়াতাড়ি তদন্ত করে আদালতকে জানাতে। পাশাপাশি রাজ্য সরকারের নির্দেশে সিআইডি একটি দল শনিবার নন্দীগ্রামে আসে।

২০০৭ সালে রায়নগরের বাসিন্দা দূর্গাপদ মাইতি ও ৭ নম্বর জলপাইয়ের বাসিন্দা সুব্রত সামন্ত নিখোঁজ হয়েছিল। ২০০৭ সাল ভূমি আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল নন্দীগ্রাম। ১৪ মার্চ নন্দীগ্রামে পুলিশি অভিযান শুরু হয় গোকুলনগর ও ভাংগাবেড়্যাতে। সেদিন নন্দীগ্রামের বিভিন্ন এলাকা থেকে মিছিল আসে গোকুলনগর ও ভাংগাবেড়্যাতে৷ তখন সেখানে চলছিল গৌরাঙ্গ পুজো। খেজুরির দিক দিয়ে নন্দীগ্রামে ঢোকার জন্য পুলিশ বাহিনী অভিযান চালায়। অভিযোগ ওঠে গুলি চালানোর৷ মৃত্যু হয় ১৪ জনের৷ নিখোঁজ হন অনেকেই। সরকারিভাবে ১৩ জনের দেহ পাওয়া গিয়েছিল। ১৩ জনকে সাহায্য দেওয়া হলেও ৭ নম্বর জলপাইয়ের বাসিন্দা সুব্রত সামন্তের খোঁজ মেলেনি৷ তাই নিখোঁজ হিসেবে তাঁর পরিবার কোনও সরকারি সাহায্য পায় নি।

পাশাপাশি সেদিনের ঘটনায় নিখোঁজ হন রায়নগরের বাসিন্দা দুর্গাপদ মাইতি। দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় আপিল জানিয়ে আসছে তাঁর পরিবার। চলতি বছরে মার্চ মাসে দূর্গাপদের স্ত্রী হলদিয়া আদালতে আপিল করেন৷ তিনি পুলিশি তদন্তের আবেদন করেন৷ তাঁর স্বামী জীবিত আছেন কি না সেই খবর যেন তাঁকে জানায় পুলিশ৷ স্বামী ফিরে আসবেন সেই আসায় দূর্গাপদর স্ত্রী অমিতা আজও শাঁখা সিন্দুর পরেন৷ ভূমি আন্দোলনের মিছিলে গিয়ে সুব্রত ও দূর্গাপদ আর ফেরেননি। ভাংগাবেড়্যাতে সুব্রত গুলি বিদ্ধ হয়েছিল চোখের সামনেই দেখেছে তার পরিবার৷ কিন্তু দেহ খুঁজে পায়নি তাঁরা। ভূমি আন্দোলনের মিছিলে গিয়ে দূর্গাপদর ঠিক কী হয়েছিল আজও ধোঁয়াশায় তাঁর পরিবার। স্ত্রী অমিতা চায় এগারোটা বছর কেটে গিয়েছে পুলিশ একটু তদন্ত করে দেখুক তাঁর স্বামী কোথায় আছেন৷

সেই তদন্তে সিআইডির স্পেশাল সুপারিন্টেনডেন্ট শ্রীহরি পান্ডের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল শনিবার ১২টা ৩০ মিনিট নাগাদ নন্দীগ্রাম থানায় আসেন৷ সেখান থেকে দূর্গাপদ ও সুব্রতের বাড়ি যায়৷ তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। নন্দীগ্রাম থানা সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে লক্ষ্মণ শেঠ-সহ মোট ১৫ জনের নামে এফআইআর করা হয়েছে। দুই পরিবারের তরফে জানানো হয় দোষীরা শাস্তি পাক এবং সরকারিভাবে জানানো হোক তাঁদের পরিবারের মানুষটি কোথায় আছেন এবং কেমন আছেন।

The post ১১ বছরেও খোঁজ নেই নন্দীগ্রামের দুই ‘নিখোঁজের’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KAyyIv

মেসির চোখে জল! আর্জেন্তিনাকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কাজান: রোমাঞ্চভরা ম্যাচে নারকীয় পরাজয় আর্জেন্তিনা…! এমবাপে-পগবা-গ্রিজমানদের কাছে আত্মসমপর্ণ মেসি-ডি’মারিয়াদের৷ আর্জেন্তিনাকে ৪-৩ হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স৷

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই রোমাঞ্চকর হয় ওঠে ফরাসি-আর্জেন্তাইন ফুটবলারদের লড়াই৷ ম্যাচের ৪৮ মিনিটে মেসির দুরন্ত শট পায়ে ঠেকিয়ে আর্জেন্তিনাকে ২-১ এগিয়ে দেন মাকার্ডো৷ কিন্তু এই গোলই যেন ফরাসি আক্রমণে ঘি ঢেলে দেয় আর্জেন্তিনা৷ ৫৭ মিনিটে বেঞ্জামিন পাভার্দের দুরন্ত গোলে ম্যাচে সমতা (২-২) ফেরায় ফ্রান্স৷ এর পর থেকেই আর্জেন্তিনার ডিফেন্স নিয়ে ছেলে খেলা করেন এমবাপে, পগবারা৷ মাত্র চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ১৯৯৮ এর চ্যাম্পিয়নদের ৪-২ এগিয়ে দেন এমবাপে৷ আর্জেন্তাইন ডিফেন্স তছনছ করে ৬৪ ও ৬৮ মিনিটে জোড়া গোল করেন প্যারিস সাঁ জা’র এই ফরোয়ার্ড৷ম্যাচের অতিরিক্ত সময়ে মেসির দুরন্ত পাশ থেকে ব্যাবধান কমালেও (৩-৪) বিশ্বকাপ থেকে বিদায় নিল গতবারের ফাইনালিস্টরা৷

রাশিয়া বিশ্বকাপের প্রথম নক-আউটে হাড্ডাহাড্ডি লড়াই৷ দ্রুত গতির ফরাসি ফুটবলারদের বিরুদ্ধে ম্যাচের শুরুতে কিছুটা ব্যাকফুটে ছিল আর্জেন্তিনা৷ প্রথর্মার্ধে ডি’ মারিয়ার গোল ছাড়া বিশেষ সুবিধা করতে পারেনি মেসি-ডি’ মারিয়ারা৷ প্রথমার্ধের ফ্রান্সের গোলে মাত্র দু’বার বল রাখতে পেরেছিল আর্জেন্তিনা৷ যার মধ্যে একটি ডি’ মারিয়ার দুরন্ত শটে গোল৷

কাজান এরিনায় এদিন ম্যাচের ৯ মিনিটে ফ্রান্সকে এগিয়ে নিতে পারতেন অঁতোয়ান গ্রিজমান। কিন্তু তা হয়নি৷ তবে ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন সেই গ্রিজমানই৷ প্রতি আক্রমণে মাঝ মাঠে বল পেয়ে দারুণ গতিতে এগিয়ে যাওয়া কিলিয়ান এমবাপেকে ফেলে দিয়ে ফাউল করে হলুদ কার্ড দেখেন মার্কাসো রোজো৷ স্পট-কিকের নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি গ্রিজমান৷

ফের দ্রুত গতিতে ডি-বক্সে ঢুকে যাওয়া এমবাপেকে থামাতে গিয়ে ফাউল করে হলুদ কার্ড দেখেন নিকোলাস ত্যাগলিয়াফিকো। এবার বিপজ্জনক জায়গা থেকে ফ্রি-কিক পায় ফ্রান্স। ২১ মিনিটে পল পগবার ফ্রি-কিক ক্রসবারের উপর দিয়ে যায়।

প্রথমার্ধের সময় যত ফুরিয়ে আসছিল, ততই আক্রমণাত্মক হয়ে ওঠেন মেসিরা৷ ২৫ গজ দূর থেকে ডি’ মারিয়ার শট কাঁপিয়ে দেয় ফ্রান্সের তেকাঠি। ম্যাচে সমতা ফেরায় আর্জেন্তিনা৷ স্বপ্নের প্রত্যাবর্তন সাম্পাওলির ছেলেদের৷ গ্যালারিতে লাফিয়ে ওঠেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক দিয়েগো মারাদোনা৷ প্রথমার্থ ১-১ গোলে শেষ হয়৷

এদিন প্রথম একাদশে আগুয়েরো ও হিগুয়াইনকে দলে রাখেননি আর্জেন্তাইন কোচ সাম্পাওলি৷ আক্রমণভাগে লিওনেল মেসি ও ডি’ মারিয়ার সঙ্গী ছিলেন ক্রিশ্চিয়ান প্যাভোন। কিন্তু ডেনমার্কের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ছ’টি পরিবর্তন আনা ফ্রান্স নক-আউটের প্রথম ম্যাচে দলে ফিরিয়েছে লরিস, পগবা, এমবাপে, উমতিতি, পাভার্দ এবং মাতুইদিকে।

আর্জেন্টিনা: ফ্রাঙ্কো আরমানি, মার্কোস রোজো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস ত্যাগলিয়াফিকো, গ্যাব্রিয়েল মার্কাডো, জাভিয়ের মাসচেরানো, এভার ব্যানেগা, এনজো পেরেজ, লিওনেল মেসি, ডি মারিয়া, ক্রিশ্চিয়ান প্যাভন।

ফ্রান্স: হুগো লরিস, লুকা হার্নান্ডেজ, রাফায়েল ভারানে, স্যামুয়েল উমতিতি, বেঞ্জামিন পাভার্দ, পল পগবা, এনগোলো কঁতে, ব্লেইস মাতুইদি, অলিভিয়ে জিরুদ, অঁতোয়ান গ্রিজমান, কিলিয়ান এমবাপে।

The post মেসির চোখে জল! আর্জেন্তিনাকে হারিয়ে শেষ আটে ফ্রান্স appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2IEkngk

প্রেরণা আরোরার বিরুদ্ধে মামলা দায়ের করলেন অনুষ্কা

মুম্বই : ক্রিয়ার্জ এন্টারটেনমেন্টের প্রেরণা আরোরার বিরুদ্ধে ফের উঠস অভিযোগ৷ অভিযোগ আনলেন অনুষ্কা শর্মা৷ ‘পরী’ ছবির পুরো পারিশ্রমিক এখনও পাননি অভিনেত্রী৷ লাস্ট ইনস্টলমেন্টের জন্য বহুবার যোগাযোগ করার পরও প্রেরণা আরোরা তাঁর পেমেন্ট মিটিয়ে দেননি৷ বাধ্য হয়ে প্রেরণার বিরুদ্ধে মামলা দায়ের করেন অনুষ্কা৷

এরক আগেও প্রেরণার বিরুদ্ধে বহু তারকারা অভিযোগ এনেছেন৷ জন অ্যাব্রাহাম থেকে শুরু করে ‘কেদারনাথ’র পরিচালক অভিষেক কাপুর৷ প্রত্যেকের সঙ্গেই আইনি সমস্যায় জড়িয়েছিলেন প্রেরণা৷ এ বছরের শুরু থেকেই হেডলাইনে উঠে এসেছে ক্রিয়ার্জ এন্টারটেনমেন্ট এবং প্রেরণা আরোরার নাম৷

আরও পড়ুন: ‘আমার সঙ্গে ঐন্দ্রিলার সম্পর্ক ভেঙেছে’ বিস্ফোরক বার্তা অঙ্কুশের

‘কেদারনাথ’ ছাডা়ও ‘ফান্নে খান’, ‘বত্তি গুল মিটার চালু’ এবং ‘পরমাণু’ এই প্রতিটি ছবির কাজে যুক্ত ছিলেন প্রেরণা৷ এই প্রতিটি ছবির নির্মাতা এবং ক্রিউ মেম্বাররা এই লেনদেন সংক্রান্ত সমস্যা নিয়ে অভিযোগ দায়ের করেছিলেন৷ প্রথমদিকে ক্রিয়ার্জ এন্টারটেনমেন্টকে নিয়ে তেমন কোনও সমস্যা না হলেও ইদানিং বেশ বিতর্কে উঠে আসছে এই প্রযোজনা সংস্থার নাম৷

The post প্রেরণা আরোরার বিরুদ্ধে মামলা দায়ের করলেন অনুষ্কা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Kv9RNv

বিশপের বিরুদ্ধে ১৩ বার ধর্ষণের অভিযোগ আনলেন নান

তিরুঅনন্তপুরম: খোদ চার্চের মধ্যেই ভয়ঙ্কর ঘটনা। বিশপের বিরুদ্ধেই উঠল ধর্ষণের অভিযোগ। একবার নয়, একাধিকবার। অভিযোগ জানালেন চার্চেরই এক নান। কেরলে একটি চার্চে ঘটেছে এই ঘটনা। ধর্ষণের অভিযোগ দায়ের করেছে পুলিশ।

কেরলের সিরিয়-মালাবার চার্চের এক বিশপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে পুলিশ। এক সন্ন্যাসিনী অভিযোগ করেছেন, ওই বিশপ গত ২ বছরে ১৩ বার ধর্ষণ করেছেন তাঁকে।

অভিযুক্ত বিশপের নাম ফ্রাঙ্ক মুল্লাক্কাল। তিনি কোট্টায়মের বাসিন্দা। অভিযোগকারিনী একটি কনভেন্টের মাদার সুপিরিয়র। তিনিই পুরো বিষয়টি পুলিসকে জানিয়েছেন। বিশপের দাবি, অভিযোগকারিণী তাঁকে ব্ল্যাকমেল করছেন, আগেও দিয়েছেন যৌন কেলেঙ্কারি কাণ্ডে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে তাঁকে। এ নিয়ে তিনিও অভিযোগ দায়ের করেছেন সন্ন্যাসিনীর বিরুদ্ধে।

সন্ন্যাসিনী জানিয়েছেন, ২০১৪-য় গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনার জন্য তাঁকে ডেকে পাঠান ওই বিশপ। তারপর ধর্ষণ করেন। পরের ২ বছরে ১৩ বার এভাবে ধর্ষণ করা হয়েছে তাঁকে। গত বছরই এ ব্যাপারে চার্চ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন তিনি কিন্তু কোনও পদক্ষেপ না হওয়ায় বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন। পুলিশে অভিযোগ করায় তাঁকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কোনও ব্যবস্থা না নিলে পোপের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন ওই সন্ন্যাসিনী।

The post বিশপের বিরুদ্ধে ১৩ বার ধর্ষণের অভিযোগ আনলেন নান appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2IGgEiv

‘হাত’ ছেড়ে তৃণমূলেই বিধায়ক মইনুল

ফরাক্কা: জেলা কংগ্রেসে ভাঙন অব্যাহত৷ প্রকাশ্য জনসভা থেকেই বিধায়ক ঘোষণা করে দিলেন দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন৷ সৈয়দ নুরুল হাসান কলেজ ময়দানে ফরাক্কার বিধায়ক মইনুল হকের জনসভা৷ সেই জনসভায় তৃণমূলে যোগ দেওয়ার কথা প্রকাশ্যে ঘোষণা করলেন কংগ্রেস বিধায়ক৷ মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি আবু তাহেরের পর এবার ফরাক্কার বিধায়ক মইনুল হক জনসভার মধ্যে দিয়ে শাসকদলে যোগদান করার কথা ঘোষণা করলেন৷

মুর্শিদাবাদ জেলা কংগ্রেসে ভাঙনের আভাস বেশ কিছুদিন আগেই পাওয়া গিয়েছিল৷ সম্প্রতি কর্মিসভা থেকে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়ার কথা জানিয়েছিলেন নওদার বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি আবু তাহের খান৷ মাঝে মাত্র কয়েকটা দিন৷ এরপর জেলার আরও এক কংগ্রেস বিধায়ক শাসকদলে নাম লেখানোর কথা জানালেন৷ এবং সেটা প্রকাশ্য জনসভা থেকে৷

একের পর এক বিধায়ক হারিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চোধুরী কার্যত ‘দিশেহারা’ বলে মনে করছেন কংগ্রেস শিবিরেরই কেউ কেউ৷ শুক্রবার বিকেলে ফরাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজ ময়দানে জনসভা করেন বিধায়ক মইনুল হক৷ এই মইনুল হককেই বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যেতে দেখা গিয়েছিল৷ তখন থেকেই জল্পনা ছিল কংগ্রেসের ‘হাত’ ছেড়ে জোড়াফুলে আসতে পারেন তিনি৷ দু’দিন যেতে না যেতেই আনুষ্ঠানিকভাবে সে কথা ঘোষণাও করলেন৷

মইনুল হক জানান, কংগ্রেস দুর্বল হয়ে পড়েছে৷ বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলই একমাত্র ভরসা৷ তাই তৃণমূলে যোগ দিচ্ছেন তিনি৷ ২১ জুলাইয়ের মঞ্চে তাঁকে দেখা যাবে৷ মনে করা হচ্ছে, হয়তো সেদিনই আনুষ্ঠানিকভাবে তৃণমূলের পতাকা হাতে তুলে নেবেন তিনি৷

The post ‘হাত’ ছেড়ে তৃণমূলেই বিধায়ক মইনুল appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2yZxXvw

অবিশ্বাস্য কম খরচে পুরী ঘোরাবে IRCTC

সামনেই রথযাত্রা৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে ভারতীয় রেল মন্ত্রক নিয়ে এল তীর্থযাত্রার এক সুবর্ণ সুযোগ৷ আইআরসিটিসির অধীনস্থ ‘ক্লাসিক ওড়িশা-কোনারক ডান্স অ্যান্ড ইন্টারন্যাশনাল স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল স্পেশাল’ প্যাকেজটিতে দেখানো হবে মোট চারটি জায়গা৷

এর মধ্যে রয়েছে পুরী, চিলকা এবং কোনারক। চার দিনের এই ট্যুরটি শুরু হবে ৩০ নভেম্বর, ২০১৮৷ বেলা ১২.৩০ মিনিটে চেন্নাই এয়ারপোর্ট থেকে ছাড়বে নির্দিষ্ট উড়ানটি৷ যেটি ভুবনেশ্বর পৌঁছবে দুপুর ২.১৫ মিনিটে৷

পুরো যাত্রাটিতে খরচের তালিকায় থাকছে একাধিক অপশন৷ যেখানে পূর্ণবয়স্কের জন্য খরচ থাকছে জনপ্রতি ২৪,৩৩০ টাকা৷ তবে, সেটি যদি শেয়ারিং হিসেবে হয় সেক্ষেত্রে, খরচ কমে প্রতিজনে পড়বে ১৭,৬৫৫ টাকা করে৷ তিনজনের শেয়ারিং হলে জনপ্রতি খরচ পড়বে ১৬,৫৪৫ টাকা৷ পাঁচ থেকে এগারো বছর বয়সীদের খরচ পড়বে ১৪,৩২০ টাকা৷ যাত্রীদের প্রয়োজনীয় যাবতীয় খরচ নিয়েই তৈরি করা হয়েছে হিসেবের তালিকাটি৷

যার মধ্যে থাকছে ইকোনমি ক্লাসের রিটার্ন টিকিট, পুরীতে থাকাকালীন হোটেলের খরচ, সাইডসিন, পানীয় জলের খরচ, খাওয়া-দাওয়া, ট্যুরগাইড, এন্ট্রি-ফি সহ একাধিক বিষয়ের খরচ৷ বিভিন্ন ধরণের ট্যাক্স, রুম-সার্ভিস, ব্যাক্তিগত খরচের দায়ভার কর্তৃপক্ষ কোনভাবেই গ্রহণ করবে না৷ প্যাকেজ বাতিলের ক্ষেত্রে থাকছে বেশ কিছু শর্ত৷ নির্দিষ্ট দিনের ২১ দিন আগে প্যাকেজটি বাতিল করলে দিতে হবে ৩ শতাংশ কর৷ ২১-১৫ দিন এবং ১৪-৮ দিন আগে বাতিলের জন্য দিতে হবে যথাক্রমে ৫৫ এবং ৮০ শতাংশ পর্যন্ত কর৷ আট দিন আগে টিকিট বাতিল করলে কোনরকম টাকা ফেরত পারেন না যাত্রীরা৷

The post অবিশ্বাস্য কম খরচে পুরী ঘোরাবে IRCTC appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KABiCx

ট্রেলারে দেখুন কীভাবে সাহেব-বিবি খেলায় মত্ত খলনায়ক

মুম্বই : ‘সাহেব বিবি ঔর গ্যাংস্টার থ্রি’ ঘোষণা হওয়ার পর থেকেই ছবিটি নিয়ে উত্তেজনা তুঙ্গে ছিল৷ ‘সাহেব বিবি ঔর গ্যাংস্টার’ ফ্র্যাঞ্চাইজি মানেই ট্যুইস্ট, ভায়োলেন্স, বিশ্বাসঘাতকতা আর শরীরি প্রেম৷ এ ধরণের থ্রিলার ছবিতে দর্শকদের উৎসাহ বরাবরের৷ তার ওপর গ্ল্যামারেস অভিনেত্রীদের রাফ এন্ড টাফ রোল৷ এর আগে ফ্র্যাঞ্চাইজির বাকি দুটি ছবিও হিট৷ বক্স অফিসেও সাফল্যের মুখ দেখেছে ছবিগুলি৷ তৃতীয় ইনস্টলমেন্টের জন্য সিনেপ্রেমীদের ইন্টারেস্ট বেড়ে চলেছে সঞ্জয় দত্তের কারণে৷ গ্যাংস্টারের ভূমিকায় এবার অভিযনয় করেছেন সঞ্জু৷

সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার৷ মুখ্য ভূমিকায় রয়েছেন জিমি শেরগিল, মাহি গিল, সঞ্জয় দত্ত এবং চিত্রাঙ্গদা সিং৷ ট্রেলারে গল্পের খানিক ঝলক পাওয়া গেলেও গোলক ধাঁধায় পড়ে গিয়েছে দর্শককূল৷ জিমি রয়েছেন সাহেবের ভূমিকায়৷ একটি রয়্যাল ফ্যামিলির ছেলে জিমি৷ সেই পরিবারের বউ মাহি গিল৷ জিমি এবং মাহিকে ট্রেলারের প্রথমদিকে সুখি স্বামী-স্ত্রী মনে হলেও পরের দিকে ঘুরবে তাঁদের গল্পের মোড়৷ অন্যদিকে ট্রেলারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হল সঞ্জয় দত্তের এন্ট্রি৷ গ্যাংস্টারের ভূমিকায় পুরো লাইমলাইট ছিনিয়ে নিয়েছেন সঞ্জয়৷ ধামাকেদার এন্ট্রি নিয়েছেন গ্যাংস্টারের রূপে৷ তাঁর ডায়লগও রীতিমত ভাইরাল হয়ে চলেছে সোশ্যাল মিডিয়ায়৷

আরও পড়ুন :  বলি সফরে আবারও স্বস্তিকা! সঙ্গীটি কে জানেন?

সঞ্জয় দত্তের প্রেমিকার চরিত্রে রয়েছেন চিত্রাঙ্গদা সিং৷ যিনি পেশায় একজন বাইজি৷ তাঁর এবং সঞ্জয়ের রসায়ন ট্রেলারে যা হইচই ফেলেছে, ছবি মুক্তির দিন কী হবে সেটাই দেখার বিষয়৷ ট্রেলারে সোহা আলি খানেরও একটি দৃশ্য রয়েছে৷ তবে তা হয়তো এক সেকেন্ডের জন্যও নয়৷ দর্শকের পলক ফেলতেই সোহা আলি খানের দৃশ্যটি বেরিয়ে যেতে পারে৷ লোভ, শরীরি প্রেম, উচ্চাকাঙ্খার কত ভয়ানক রূপ নিতে তাই নিয়ে এগোবে ছবির চিত্রনাট্য৷ এর আগেও নির্মাতারা জনিয়েছিলেন রাজকীয় পরিবারের স্ক্যান্ডেল নিয়ে তৈরি হবে ছবির প্লট৷ ট্রেলারে জিমি শেরগিল এবং সঞ্জয় দত্তের অ্যাকশনের কিছু দৃশ্যও রয়েছে৷

ছবিতে জিমি শেরগিল, মাহি গিল, সঞ্জয় দত্ত, চিত্রাঙ্গদা সিং, সোহা আলি খান ছাড়াও অভিনয় করেছেন নফিসা আলি, কবির বেদি, দীপক তিজোরি৷ ট্রেলারে মুখ্য চরিত্রগুলি ছাডা়ও কবির বেদি, দীপকের কিছু ঝলক দেখা গিয়েছে৷ রাজস্থানের, বিকানের হয়েছে ফিল্মের শ্যুটিং৷ এছাডা়ও যোধপুর এবং মুম্বইতেও ছবির কিছু অংশের শ্যুটিং হয়েছে৷ ছবির পরিচালক তিগমাংশু ধুলিয়া৷ প্রযোজনায় রয়েছেন রাহুল মিত্র এবং তিগমাংশু৷ সঙ্গীত পরিচালনায় রয়েছেন রানা মজুমদার, অঞ্জন ভট্টাচার্য এবং সিদ্ধার্থ পণ্ডিত৷ আগামী ২৭ জুলাই মুক্তি পেতে চলেছে ‘সাহেব বিবি ঔর গ্যাংস্টার’৷

The post ট্রেলারে দেখুন কীভাবে সাহেব-বিবি খেলায় মত্ত খলনায়ক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KsUDZF

আর্জেন্টিনা জিতলে এমনটাই দুঃসাহসিক করবেন ‘ঝুমা বৌদি’!

কলকাতা: আজকাল বৌদিকে রাখা কঠিন হয়ে দাঁড়িয়ে। মাঝে মাঝেই পাতলা শাড়ির সঙ্গে ইষৎ বক্ষবিভাজিকা সোশ্যাল মিডিয়ার হটকেক হয়ে ওঠেন তিনি। তবে আজকে যদি আর্জেন্টিনা জেতেন তাহলে সে স্বাদ আরও একবার পাবেন সাইবারবাসী। হয়ত মিলতে পারে তারও বেশি। এবার ফুটবল বিশ্বকাবে এখন ম্যাজিক দেখাতে পারেনি মেসি। তাই আজকের ম্যাচে যদি মেলে মেসি ম্যাজিক তাহলে সাদা নীল শাড়িতে আসবেন ‘দুপুর ঠাকুরপোদের বৌদি’

সম্প্রতি ‘হইচই’-এর সাইটে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে মোনালিসা বলছেন, ‘মেসিকে দেখলেই আমার মনের মধ্যে সব মিস হয়ে যায়।আমার মনে হয় আজকের ম্যাচে ও তিন তিনটে গোল করে হ্যাট্রিক করবে। আর আমি নিল আর সাদা শাড়ি পড়ে খুব খুব হট্টগোল করব’।

থার্টি-সিক্স টোয়েন্টি ফোর অ্যান্ড শোলডার টুয়েলেভ! বৌদির ফিজিক্স মেজারমেন্টের কাত ঠাকুরপোদের দল। ওয়েরের পর্দার পাশাপাশি মোনালিসার সোশ্যাল অ্যাকাউন্টে উঠেছে ঝড়। কারণ যেখানে একের পর এক উত্তেজিত ভিডিও পোস্ট করে চলেছেন ঝুমা বৌদা। যা দেখতে রীতিমতো নাজেহাল দশা বৌদির দেবরদের।

আরও পড়ুন: OMG! জিৎ কত্ত টাকার মালিক

সিজন ওয়ানে উমা বৌদি মায়াবী চোখের ইশারা, বাঁকা ঠোঁটের হাসি যে থাবা বসিয়েছে ঠাকুপোদের মনে তা বিট করতে পারল না ঝুমা বৌদি। সব কিছু থেকেও যেন কিছু একটা নেই। তাই জ্যেঠুর বউ-এ এবার পাড়ার মন মজবে কিনা তা নিয়ে একটা সন্দেহে ইতিমধ্যে তৈরি হয়েছে। তাই সিজন টু-এর বৌদি দর্শনের পর অনেকেই হতাশ হয়েছিলেন। কিন্তু কিছু সময়ের মধ্যে ছলাকলায় উমা বৌদিকে গুনে গুনে গোল দিচ্ছেন ভোজপুরী এই বৌদি।

উমাবৌদি’র পর এবার ওয়েব দুনিয়ায় হাজির নটি অ্যান্ড হটি ‘ঝুমাবৌদি’। যাঁকে দেখে ইতিমধ্যে দুপুরের ঘুম দূরে থাক রাতেরও ঘুমও উড়েছে ঠাকুরপোদের। বারবার উঁকি দিচ্ছেন ওয়েবের জানালায়। আর দেখে টুক করে একাবার নিচ্ছেন ঝুমাবৌদিকে। তবে শুধু হইচইয়ের সাইটে নয়! এই তাকঝাক চলছে মোনালিসার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও। কারন বিভিন্ন সময় নানান ভিডিও ও ছবি পোস্ট করে চলেছেন সুন্দরী। যা দেখতে রীতিমতো ভিড় উপচে পড়ছে সাইবার পাড়ায়। ওয়েব সিরিজের

তবে এটা নতুন কিছু নয়। মা বৌদি রূপে আসার আগেই ফটো সেশনে সাইবারবাসীদের পাগল করেছেন মোনালিসা। যেখানে একটিতে নায়িকা বন্দি হয়েছে স্নানের দৃশ্যে। তবে শুধু স্নান বললে একটু ভুল হবে। স্নানের আগের মুহূর্তে গায়ে হলুদ মাখছেন সুন্দরী। আর সেই মুহূর্ত চার ফ্রেমে বন্দি হয়ে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে নেট দুনিয়ায়।

আরও পড়ুন:  ‘আমাকে চুমু খাওয়ার চেষ্টা করেছিল’ বিস্ফোরক স্বরা

ভোজপুরী সিনেদুনিয়ায় জনপ্রিয় মোনালিসা। তবে বিগ বসের দশম সিজনে আসার পর থেকেই পরিচিতি বেড়েছে মোনালিসার। ভোজপুরী অভিনেতা বিক্রান্ত সিং-কে বিয়ে করেছেন তিনি। বিগ বসের ঘরেই বিয়ে হয়েছিল তাঁর। টেলিভিশনে দেখানো হয়েছিল সেই বিয়ে।

The post আর্জেন্টিনা জিতলে এমনটাই দুঃসাহসিক করবেন ‘ঝুমা বৌদি’! appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2ICEvzv

তৃণমূলে যাচ্ছেন প্রাক্তন সিপিএম সম্পাদক!

স্টাফ রিপোর্টার, বারাকপুর: শুধুমাত্র জয়ী প্রার্থী নয়, বামেদের সংগঠনেও থাবা বসাল তৃণমূল কংগ্রেস। বিশাল রাজনৈতিক কর্মশালায় প্রকাশ্য মঞ্চ থেকেই ঘাসফুলের পতাকা হাতে নিতে চলেছেন সিপিএমের গারুলিয়া লোকাল কমিটির প্রাক্তন সম্পাদক শ্যামা প্রসাদ সিনহা।

উত্তর ২৪ পরগনা জেলার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গারুলিয়া লোকাল কমিটির সম্পাদকের পদে দীর্ঘদিন ধরে বহাল ছিলেন শ্যামা প্রসাদ বাবু। দলের অনেক চড়াই-উতরাই দেখেছেন। ২০১১ সালে ক্ষমতা হারানোর পরে রাজ্যের শাসক শিবিরের হাতে প্রহৃত হওয়ার নজিরও রয়েছে।

শ্যামনগরের ফিডার রোডের বাসিন্দা সেই শ্যামা সিনহা নাকি যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে। এমনই খবর পাওয়া গিয়েছে সূত্র মারফত।

জুলাই মাসের প্রথম দিন অর্থাৎ রবিবার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কর্মীদের নিয়ে এক বিশাল রাজনৈতিক কর্মশালার আয়োজন করেছে ঘাসফুল শিবির। পলতার শান্তিনগর হেলথ সেন্টারের মাঠে অনুষ্ঠিত হবে রাজ্যের শাসকদলের সেই কর্মশালা। সূত্রের খবর, সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন শ্যামা প্রসাদ সিনহা। আরও ভালো করে বললে গারুলিয়ার সিপিএম নেতা শ্যামা সিনহা।

একদা বিরোধী শ্যমা সিনহাকে দলে স্বাগত জানাতে প্রস্তুত নোয়াপাড়ার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। একই সঙ্গে তিনি যে পয়লা জুলাই পলতার রাজনৈতিক মঞ্চ থেকে তৃণমূলের পতাকা হাতে নিতে চলেছেন তা স্বীকারও করে নিয়েছে তৃণমূল। নোয়াপাড়ার বিধায়ক তথা গারুলিয়া পুরসভার চেয়ারম্যান এই বিষয়ে বলেছেন, “পলতার রাজনৈতিক কর্মশালার মঞ্চেই তৃণমূল কংগ্রেস যোগ দেবেন শ্যামা প্রসাদ সিনহা।”

যদিও নিজের তৃণমূল যোগের বিষয়টি উড়িয়ে দিয়েছেন সিপিএমের গারুলিয়া লোকাল কমিটির প্রাক্তন সম্পাদক শ্যামা প্রসাদ সিনহা। এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমি এমন কিছু জানি না।” অদূর বা সুদূর ভবিষ্যতে তেমন কিছু সম্ভাবনা আছে? এই প্রশ্নের জবাবে তিনি শ্যামা সিনহা বলেছেন, “এই বিষয়ে আমার কিছু জানা নেই। আমার কিছু বলারও নেই।”

The post তৃণমূলে যাচ্ছেন প্রাক্তন সিপিএম সম্পাদক! appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2N9rOQi

প্রতিদিন এক কোটি ৮০ লাখ ব্যারেল তেল উত্তোলনে রেকর্ড করবে সৌদি

রিয়াধ:  জুলাই মাসে জ্বালানি তেল উত্তোলনে রেকর্ড করতে যাচ্ছে সৌদি আরব। দেশ আগামী মাসে প্রতিদিন এক কোটি ৮০ লাখ ব্যারেল তেল উত্তোলনের পরিকল্পনা নিয়েছে। তেলের দাম কমানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল উত্তোলন বাড়ানোর যে আহ্বান জানিয়েছেন তার প্রতি দ্রুত সাড়া দিয়ে সৌদি আরব তেল উৎপাদন বাড়িয়ে দেওয়ার পরিকল্পা নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আধিকারিক জানিয়েছে, সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো জুলাই মাস থেকে বাড়তি ৮০ লাখ ব্যারেল তেল উত্তোলন করবে। তেলের বাজার শান্ত করার প্রচেষ্টা হিসেবে সৌদি আরব এই পদক্ষেপ নিতে যাচ্ছে। ব্লুমবার্গের রিপোর্টে বলা হয়েছে, বাড়তি ৮০ লাখ ব্যারেল তেল উত্তোলন করলে তা হবে সৌদি আরবের জন্য এই যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি তেল রপ্তানির রেকর্ড।

২০১৬ সালের জুলাই মাসে আরামকো কোম্পানি প্রতিদিন সর্বোচ্চ এক কোটি ৭২ লাখ ব্যারেল তেল উত্তোলন করেছিল। ব্লুমবার্গ বলছে, বাড়তি তেল সরবরাহ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের ওপর যে চাপ সৃষ্টি করেছেন তাতে নজিরবিহীনভাবে সাড়া দিয়েছে রিয়াদ। আগামী নভেম্বর মাসে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে তেলের দাম কমানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্প বিশেষভাবে তৎপর হয়েছেন। সে কারণে তিনি সৌদি আরবের ওপর চাপ সৃষ্টি করে তেলের উৎপাদন বাড়াতে চান।

The post প্রতিদিন এক কোটি ৮০ লাখ ব্যারেল তেল উত্তোলনে রেকর্ড করবে সৌদি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KAoCeX

২০২৫-এ কী করবে চিন? কাঁপছে খোদ আমেরিকা

ওয়াশিংটন: আর মাত্র কয়েকটা বছর। তারপরই বিশ্ব জুড়ে জাল বিস্তার করবে চিন। বছর তিনেক আগেই সেই পরিকল্পনা নেয় বেজিং। আর তাতেই রীতিমত ভয় পেয়ে গেল খোদ ওয়াশিংটন। চিনের সেই পরিকল্পনার নাম “মেড ইন চায়না:২০২৫”। সেই মাস্টারপ্ল্যান নিয়ে রীতিমত চিন্তিত আমেরিকা।

বর্তমানে চিনে তৈরি জিনিস সস্তায় মিললেও তার গুণগত মান নিয়ে প্রশ্ন থেকেই যায়। আর সেটা দ্রুত কাটিয়ে উঠতে চায় বেজিং।

“মেড ইন চায়না:২০২৫” নামে এই পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয় ২০১৫ সালে। চিনের সবচেয়ে বড় শক্তি হল এই ম্যানুফাকচারিং। আর তাকেই এবার কাজে লাগাবে চিন। পরিকল্পনাটি তিন ধাপের। ২০২৫ সাল সেই পরিকল্পনার প্রথম ধাপ মাত্র।

চিন এতদিন যেভাবে পণ্য তৈরি করে এসেছে, সেখানে একটা আমূল বিপ্লব ঘটাতে চাইছে। পরিকল্পনাটি তিন ধাপের। ২০২৫ সাল সেই পরিকল্পনার প্রথম ধাপ মাত্র। ২০২৫ সাল নাগাদ চিন যত পণ্য তৈরি করবে, তার সবকিছুর মান তারা বাড়াতে চায়।

এমন কিছু চিনা ব্র্যান্ড তারা তৈরি করতে চায়, যেগুলো কিনতে ঝাঁপিয়ে পড়বে গোটা বিশ্ব। পরিকল্পনার দ্বিতীয় ধাপে ২০৩৫ সাল নাগাদ চিনা সংস্থাগুলো বিশ্বের বাকি সব কোম্পানিকে প্রযুক্তিতে, পণ্য মানে এবং সুনামে ছাড়িয়ে যেতে চায়।

আর ২০৪৯ সালে, আধুনিক চিন যখন তার প্রতিষ্ঠার একশো বছর উদযাপন করবে, তখন তারা ম্যানুফ্যাকচারিং এ বিশ্বের এক নম্বর শক্তি হয়ে উঠতে চায়। এজন্যে চীন দশটি গুরুত্বপূর্ণ বিষয়ও চিহ্ণিত করেছে। এর মধ্যে থাকছে সেমিকন্ডাকটার চিপ, বিমান, রোবোটিক্স, ইলেকট্রিক কার, হাইস্পিড রেল এবং ওশান ইঞ্জিনিয়ারিং। এই পরিকল্পনা সফল করতে বেসরকারি সংস্থাগুলিকেও সাহায্য করছে চিনের সরকার। আর তাতেই চিন্তায় পড়েছে আমেরিকা।

The post ২০২৫-এ কী করবে চিন? কাঁপছে খোদ আমেরিকা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2lIlH93

রাণবীরের মা’য়ের জন্মদিনে স্পেশ্যাল এফর্ট আলিয়ার

মুম্বই : বলিউডের নতুন প্রেমের জোয়ারে অনেকই মেতেছেন৷ প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু আলিয়া ভাট, কেউই বাদ নেই এই তালিকায়৷ পিগি চপস যেখানে বিদেশি বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেখানে আলিয়া টিনসেল থেকেই খুঁজে নিয়েছেন নিজের স্বপ্নের রাজপুত্তরকে৷ রণবীরের পরিবারেও আলিয়ার এন্ট্রি প্রায় পাকাপাকিভাবে হয়ে গিয়েছে আর কি৷ নীতু কাপুরের সঙ্গে আলিয়ার ঘনিষ্ঠতা৷ কাপুর পরিবারের সঙ্গে আলিয়ার ডিনার৷ নায়িকাকে ঋদ্ধিমা কাপুরের দেওয়া হীরের ব্রেসলেট৷ সবকিছুর হিসেব গিয়ে ঠেকেছে একটাই দিকে৷ খুব শিগগিরি বিয়ে করতে চলেছেন এই নিউ-কাপেল৷ আলিয়া-রণবীরের বিষয় একের পর এক চাঞ্জল্যকর তথ্য প্রকাশ হয়েই চলেছে৷ এখন শোনা যাচ্ছে, নীতু কাপুরের জন্মদিনের জন্য প্যারিস পাড়ি দেবেন আলিয়া৷

রও পড়ুন :বলি সফরে আবারও স্বস্তিকা! সঙ্গীটি কে জানেন?

কয়েক মাস আগে বুলগেরিয়াতে ‘ব্রহ্মাস্ত্র’র শ্যুটিং চলাকালীন আলিয়ার জন্মদিন পালন করা হয়েছিল সেখানে৷ নীতু কাপুর এবং ঋষি কাপুর মুম্বই থেকে সুদূর বুলগেরিয়া ছুঁটে গিয়েছিলেন৷ শুধুমাত্র আলিয়ার জন্মদিন পালন করবেন বলে৷ এছাড়াও গত সপ্তাহে আলিয়া এবং সঞ্জয় দত্তকে রণবীর এবং তাঁর পরিবারের সঙ্গে একটি পার্টিতে দেখা যায়৷ আলিয়ার সঙ্গে কাপুর ফ্যামিলির এই ঘনিষ্ঠতা বেশ চোখে লাগছে সকলের৷ তাঁদের অ্যাফেয়ারের গুঞ্জন আরও স্ট্রং হয়ে উঠছে৷ এ বছর নীতু কাপুর ৬০ এ পা দিতে চলেছেন৷ সেই জন্যই প্যারিসে ঘনিষ্ঠ কয়েকজন পরিবারের সদস্যদের নিয়ে হবে বিশেষ পার্টি৷ সেই তালিকায় উঠেছে আলিয়ার নাম৷

আলিয়াকে ডেট করার কথা তো রণবীর স্বীকার করেই নিয়েছেন৷ তারপর থেকেই বিভিন্ন মহল থেকেই খবর আসছে রণবীর-আলিয়ার বিয়ের৷ দু’জনের বয়সের তফাৎ প্রায় ১০ বছরের৷ কিন্তু প্রেম কি আর বয়স মানে? ইন্ডাস্ট্রিতে আসার পর প্রথমদিকেই তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন, বলিউডের কোনও তারকাকে বিয়ে করতে হলে রণবীর কাপুরকেই করবেন৷ মজার ছলে বলা সেই কথা এখন সত্যি হতে চলেছে৷ ২০২০ সালে বিয়ে করতে চলেছেন তাঁরা৷ এমনই খবর ঘোরাঘুরি করছে বলিপাড়ায়৷

রও পড়ুন :  OMG! জিৎ কত্ত টাকার মালিক

তবে এখন বিয়ের চিন্তাভাবনা পাশে রেখেই জমিয়ে প্রেম করছেন বলিউ লাভবার্ডস৷ একসঙ্গে লাঞ্চ, ডিনারে যাওয়া থেকে শুরু করে একই গাড়িতে ঘনিষ্ঠভাবে ধরা পড়া৷ পাপারাৎজীকে ক্যামেরার প্রিয় সেলেব্রিটি এখন তাঁরাই৷ সেই প্রেমকেই আরও গাঢ় করতে একে অপরের প্রতি যেভাবে প্রেম নিবেদন করছে তা দেখার মতো৷ যে রণবীর তাঁর কোনও সম্পর্কের ব্যাপারে আগে মুখ খোলেননি, সেখানে আলিয়াকে ডেট করার কথা বুক উঁচিয়ে বলে বেড়াচ্ছেন৷ সপরিবারে নায়িকাকে নিয় ডিনারেও যাচ্ছেন রণবীর৷ অন্যদিকে নিজের বিয়ের জানান দিচ্ছেন মিস ভাট৷ সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ৩০ বছর বয়স হওয়ার আগেই বিয়ে করে ফেলবেন আলিয়া৷ আলিয়া-রণবীরের প্রেমের প্রতিটি খবরেই এখন সরগরম বলিপাড়া৷ অন্যদিকে আলিয়া-রণবীরের প্রেমালাপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁদের ফ্যানেরাও নিজেদের উৎসাহ প্রকাশ করে চলেছে ক্রমশ৷

The post রাণবীরের মা’য়ের জন্মদিনে স্পেশ্যাল এফর্ট আলিয়ার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KAc22v

যে কোনও মুহূর্তে জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় অভিযান!

কাবুলঃ  তালিবানদের বিরুদ্ধে অস্ত্রবিরতি শেষ করার নির্দেশ দিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। শুধু অস্ত্র-বিরতি থেকে সরে আসা নয়। ইতিমধ্যে তালিবানদের শান্তি আলোচনাতে বসার কথাও জানিয়েছেন আফগান-প্রেসিডেন্ট। গনি বলেছেন, “তারা কি হত্যাকাণ্ড চালিয়ে যাবে না শান্তি প্রক্রিয়ায় যোগ দেবে। তা এখন তালিবানকেই সিদ্ধান্ত নিতে হবে।”

চলতি মাসে রমজান ও ইদ উপলক্ষে আফগানিস্তান সরকারের একতরফা অস্ত্রবিরতি ঘোষণার বিপরীতে শুধু ইদের ছুটির তিন দিন অস্ত্রবিরতিতে সম্মতি দিয়েছিল তালিবান। ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত দুপক্ষের ওই অস্ত্রবিরতির সময় তালিবানরা রাজধানী কাবুলসহ আফগানিস্তানজুড়ে শহরগুলোতে এসে সেনা, পুলিশ ও সাধারণ লোকদের সঙ্গে ইদের আনন্দ ভাগাভাগি করেছিলেন।

দুপক্ষের এই অস্ত্রবিরতি শেষ হওয়ার পর আরও ১০ দিন তালিবানের বিরুদ্ধে আক্রমণাত্মক হামলা বন্ধ রাখতে সরকারি বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছিলেন গনি। কিন্তু এর মধ্যে আফগানিস্তানে একের পর এক হামলা চালায় তালিবান জঙ্গিরা। একের পর এক বড় হামলা সত্বেও ইদের পর থেকে এতদিন আফগান নিরাপত্তা বাহিনী মূলত আত্মরক্ষামূলক অবস্থানেই ছিল।

এবার প্রেসিডেন্টের ঘোষণার পর তারা তালেবানের বিরুদ্ধে নিয়মিত অভিযান শুরু করতে পারবে। পাশাপাশি তারা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধেও অভিযান শুরু করবে, যদিও আইএসের সঙ্গে কোনো অস্ত্রবিরতির ঘোষণা দেয়নি আফগানিস্তান সরকার।

The post যে কোনও মুহূর্তে জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় অভিযান! appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Kn2UPg

ফের উত্তর প্রদেশে ভাঙল আম্বেদকরের মূর্তি

লখনউ: ফের ভাঙা হল দলিত আইকন ভিমরাও রামোজি আম্বেদকরের মূর্তি। ঘটনাস্থল আবারও সেই উত্তর প্রদেশের আজমগড়।

ঘটনাটি ঘটেছে আজমগড় জেলার কপতগঞ্জ থানা এলাকার রাজা পাত্তি গ্রামে। শনিবার সকালের দিকে গ্রামের সংবিধান প্রণেতা আম্বেদকরের ভাঙা মূর্তি দেখতে পান গ্রামবাসীরা।

খুব স্বভাবিকভাবেই বিষয়টি প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়ায় গ্রামে। খবর পেয়েই পরিস্থিতি সামাল দিতে আসরে নামে পুলিশ। গ্রামবাসীদের ক্ষোভ সামাল দিতে তড়িঘড়ি বসানো হয় নতুন মূর্তি। নতুন মূর্তি বসানোর কাজ পুলিশ নিজেই উদ্যোগ নিয়ে করে ফেলে।

এলাকায় উত্তেজনা ছড়াতেই দুষ্কৃতিরা এই মূর্তি ভাঙা হয়েছে বলে জানিয়েছেন কপতগঞ্জ থানার পুলিশ ইনস্পেক্টর দীননাথ পাণ্ডে। তাঁর কথায়, “এই ঘটনায় কোনও ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের না করায় এফআইআর করা যায়নি। তবে বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।”

এই নিয়ে গত পাঁচ মাসে তিন বার আম্বেদকরের মূর্তির উপরে হামলা চলল উত্তর প্রদেশে। যার মধ্যে দু’টি ঘটনাই আজমগড় জেলার। মার্চ মাসের ১০ তারিখে আজমগড় জেলা থেকেই শুরু হয়েছিল প্রথম ঘটনা। সেই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছিল। এরপর এপ্রিল মাসে বালিয়া জেলায় ঘটে দ্বিতীয় ঘটনা। যদিও সেই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে অভিযোগ দায়ের করা হয়েছে।

The post ফের উত্তর প্রদেশে ভাঙল আম্বেদকরের মূর্তি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2lJGauj

শিক্ষামন্ত্রীর বার্তাকে বুড়ো আঙুল, অবাধে চলছে তোলাবাজি

স্টাফ রিপোর্টার, কলকাতা: কলেজে ছাত্র ভরতির নামে তোলবাজির অভিযোগে ২ তৃণমূল ছাত্র পরিষদ সদস্যকে গ্রেফতার করল পুলিশ৷ লালাসাহেব গুপ্ত ও রীতেশ কুমার জয়সওয়াল নামের ওই দু’জন ছাত্র নেতাকে শনিবার মহারাজা শ্রীশ চন্দ্র কলেজের সামনে থেকে গ্রেফতার করা হয়৷

তোলাবাজি বন্ধ করতে একাধিক বার হুঁশিয়ারি দিয়ে এসেছেন শিক্ষামন্ত্রী৷ এবার তোলাবাজি বন্ধ করতে আরও কড়া হচ্ছে শিক্ষা দফতর৷ শনিবার সব কলেজের অধ্যক্ষদের বৈঠকে ডেকেছেন পার্থ চট্টোপাধ্যায়৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন‘‘তোলাবাজির কোনও রং হয় না৷ অভিযোগ প্রমাণ হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে৷ এর শেষ কোথায় দেখতে চাই৷’’ পড়ুয়া, অভিভাবকদের থানায় অভিযোগ জানাতেও এদিন নির্দেশ দেন তিনি৷

থেমে থাকেননি মুখ্যমন্ত্রীও৷ কলেজে কলেজে দেদার তোলাবাজির অভিযোগ পেয়েই পুলিশ কমিশনারকে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে দ্রুত খোলা হয়েছে পুলিশ হেল্পলাইন নম্বর৷ অভিযোগ প্রমাণ হলে কড়া শাস্তির কথা জিনিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর নির্দেশেই সোমবার থেকে রাজ্যের প্রতিটি কলেজে বারতি পুলিশ মোতায়ন করা হবে৷ কলেজর আশেপাশে কোনও বহিরাগতদেরও থাকা চলবে না৷ মুখ্যমন্ত্রীর সাফ কথা ‘‘ছাত্র ভরতিতে তোলাবাজি বরদাস্ত নয়৷’’

তৃণমূলের কোর কমিটির বৈঠকে ২১ জুন বাংলার যুব সমাজ তথা ছাত্র সমাজকে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ শিক্ষামন্ত্রীও একাধিকবার এই ছাত্র ভরতির নামে তোলাবাজি বন্ধ করতে নির্দেশ দিয়েছেন৷ কিন্তু কাজ হয়নি কিছুই৷ তোলাবাজি বন্ধ করতে, অনলাইনে ভরতি প্রক্রিয়া চালুর কথাও শোনা গেছে৷ কিন্তু কোথায় কি? তোলাবাজি যে তিমিরে ছিল এখনও আরও বেড়েছে বৈকি৷ রাজ্যের এক এক কলেজে এক এক রকম টাকার ডিমান্ড৷ ভরতি হতে লাগছে না নম্বর৷ ছাত্র নেতারা স্পষ্ট জানাচ্ছেন শুধু নম্বর দিয়ে কাজ হবে না, লাগবে টাকা৷ সুরেন্দ্রনাথ কলেজে ভরতি হতে লাগছে ৫০ হাজার টাকা৷ শ্রীশচন্দ্র কলেজে লাগছে ৮০ হাজার৷ বারাসত কলেজে ভরতি হতে লাগছে ১ লক্ষ ২০ হাজার৷

ছাত্র পরিষদ সভানেত্রী জয়া দত্ত সাংবাদিকদের জানান, ‘‘ দলের কেউ এরকম করল কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ দল থেকে বহিষ্কারও করা হতে পারে৷’’ তোলাবাজির অভিযোগে ধৃত দুজনকে বহিষ্কার করা হয়েছে দল থেকে৷

তবে কলকাতা বেশ কয়েকটি কলেজেই গেট আটকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ছাত্র নেতাদের৷ মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও পড়ুয়াদের কাউন্সেলিং ঘরে ঢুকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে৷ এমনকি নিজেদের ফোন নম্বর দিয়ে পরে যোগাযোগ করতে বলা হয়েছে৷ তাই মুখ্যমন্ত্রীর একাধিক ব্যবস্থা, শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারিতে আদৌ কাজ হবে কিনা তা সময়ই বলবে৷

The post শিক্ষামন্ত্রীর বার্তাকে বুড়ো আঙুল, অবাধে চলছে তোলাবাজি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tOIGD6

পুরুলিয়ায় অমিতের বিশাল সভার খরচ কোটি টাকা?

সুমন বটব্যাল, কলকাতা: এক, দু’ লাখ নয় পুরুলিয়ার শিমুলিয়ায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের জনসভার জন্য খরচ করা হয়েছে প্রায় ১ কোটি টাকা! শুধু মাত্র প্যান্ডেল তৈরির জন্যই খরচ করা হয়েছে প্রায় ৮৫ লক্ষ টাকা৷ এমনটাই দাবি শাসকদলের৷

রাজ্যের মন্ত্রী তথা পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি শান্তিরাম মাহাতো বলেন, ‘‘খোঁজ নিয়ে দেখুন, অমিত শাহর সভায় প্রায় কোটি টাকা খরচ করেছে বিজেপি৷’’ একই সঙ্গে তাঁর জোরালো অভিযোগ, ‘‘টাকার বিনিময়ে ঝাড়খন্ডের বোকারো, এরাজ্যের আসানসোল ও দুর্গাপুর থেকে গাড়িতে করে লোক এনে মাঠ ভরিয়েছিল বিজেপি৷’’

বিজেপির এরাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন৷ তিনি বলেন, ‘‘অমিত শাহের জনসভার মঞ্চের জন্য সবমিলিয়ে মাত্র ৫ লাখ টাকা খরচ করা হয়েছে৷ আসলে জঙ্গলমহলে আমাদের জনসভায় লাখো মানুষের উপস্থিতি দেখে শাসকদল ভয় পেয়ে গিয়েছে৷ তাই ওরা মিথ্যে কুৎসা করছে৷’’ একই সঙ্গে তাঁর দাবি, ‘‘আমরা নয়, শাসকদলই টাকা ছড়িয়ে, সন্ত্রাস করে পঞ্চায়েত ভোট করিয়েছে৷’’

গত বৃহস্পতিবার পুরুলিয়ার শিমুলিয়ায় ঝাড়খন্ড সীমান্তে জনসভা করেন অমিত শাহ৷ বিজেপি নেতৃত্বর দাবি, জনসভায় লাখো মানুষ হাজির হয়েছিলেন৷ সূত্রের খবর, দলের সর্বভারতীয় সভাপতির জনসভার মঞ্চের ভার দেওয়া হয়েছিল ঝাড়খন্ডের রাঁচির একটি নামী ডেকোরেটার সংস্থাকে৷ সম্পূর্ণ লোহার কাঠামোয় অত্যাধুনিক প্যান্ডেলটি তৈরি করা হয়েছিল৷

মঞ্চে দামী বসার চেয়ারের পাশাপাশি কর্মীরা যাতে দূর থেকে স্পষ্টভাবে মঞ্চের নেতাদের দেখতে পান ও তাঁদের ভাষণ পরিষ্কারভাবে শুনতে পান সেজন্য সভাস্থলের চারিদিকে লাগানো হয়েছিল একাধিক এলইডি টিভি৷ এছাড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মীদের সভাস্থলে আনতে ভাড়া করা হয়েছিল একাধিক বাস৷ রোদ্দুরে যাতে কর্মীদের কষ্ট না হয়,সেজন্য সমগ্র শিমুলিয়া ময়দান মুড়ে ফেলা হয়েছিল দামী ত্রিপলে৷

প্রকাশ্যে বিজেপি নেতারা সভার জন্য কোটি টাকা খরচের কথা মানতে না চাইলেও দলের একটি সূত্রের খবর, কোটি না হোক, সভার মঞ্চ তৈরি থেকে কর্মীদের বাসে করা আনা- সব মিলিয়ে ৫০ লাখের বেশি টাকা খরচ হয়েছে৷ প্রসঙ্গত, ভিড়ে ঠাসা ওই সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে অমিত শাহ বলছিলেন, ‘‘বাংলার মানুষ জেগে উঠেছে৷ তৃণমূল আর বেশি দিন রাজ্যের ক্ষমতায় থাকতে পারবে না৷ ২০২১ সাল বাংলায় সরকার গড়বে বিজেপি৷’’

জবাবে এদিন কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের দাপুটে মন্ত্রী তথা তৃণমূলের পুরুলিয়ার জেলা সভাপতি শান্তিরাম মাহাতো৷ তিনি বলেন, ‘‘এটা উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ নয়, এটা পশ্চিমবঙ্গ৷ টাকার বিনিময়ে বাংলাকে বিজেপি কিনতে পারবে না৷ বাংলার মানুষ ওদের চরিত্র বুঝে গিয়েছে৷ আগামী লোকসভা নির্বাচনে দেখবেন এরাজ্য থেকে বিজেপি মুছে গিয়েছে৷’’

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুকুলহীন তৃণমূলে এরাজ্যে গেরুয়া ঝড় ক্রমেই তীব্রতর হয়েছে৷ সাম্প্রতিক প্রতিটি উপ নির্বাচনেই নজিরবিহীনভাবে নিজেদের ভোট ব্যাংক বাড়াতে সক্ষম হয়েছে গেরুয়া শিবির৷ ভোটের ফলাফলের নিরিখে এই মুহূর্তে গেরুয়া শিবিরই রাজ্যের প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছে৷ এমনকি সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে নজিরবিহীন ফলাফল করেছে গেরুয়া শিবির৷ এই পরিস্থিতিতে একাধিক সভা সমাবেশ থেকে শাসকদলের নেতারা বিজেপির বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগে সরব হয়েছেন৷

স্বয়ং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিযোগের সুরে বলেছিলেন, ‘‘ওরা টাকা ছড়িয়ে বাংলা দখলের চেষ্টা করছে৷’’ যদিও বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর পাল্টা হুঁশিয়ারি, ‘‘পায়ের তলার মাটি ক্রমেই সরে যাচ্ছে, সেটা টের পেয়েই আমাদের নামে টাকা ছড়ানোর মিথ্যে কুৎসা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷’’ আপাতত বিজেপির কোটি টাকার সমাবেশকেই প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে মরিয়া শাসক৷ তবে তাতে আখেরে রাজ্যে গেরুয়া ঝড় রোখা সম্ভব হবে কি না, সময়েই মিলবে তার সদুত্তর৷

The post পুরুলিয়ায় অমিতের বিশাল সভার খরচ কোটি টাকা? appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KuaVBt

বহুতল থেকে পড়ে গুরুতর জখম অভিনেতা চিন্ময় রায়

বহুতল থেকে পড়ে গুরুতর আহত অভিনেতা চিন্ময় রায়।

বিস্তারিত আসছে…

The post বহুতল থেকে পড়ে গুরুতর জখম অভিনেতা চিন্ময় রায় appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NcDKk9

কাউন্সিলের অনুমোদন পেলে মেডিক্যাল পড়ার সুবিধা মিলবে কোচবিহারেও

স্টাফ রিপোর্টার, কোচবিহার: সব কিছু ঠিকঠাক এগোলে আগামী শিক্ষাবর্ষ থেকেই কোচবিহারে সরকারি মেডিক্যাল কলেজের পঠনপাঠন শুরু হবে৷ জেলার প্রাচীন হাসপাতাল এমজেএনকে-ই এর জন্য বেছে নেওয়া হয়েছে৷ তবে সবকিছুর আগে প্রয়োজন মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়ার অনুমোদন৷

আগামী সেপ্টেম্বরে এমসিআই-এর এক প্রতিনিধি দল কোচবিহারে পরিকাঠামো খতিয়ে দেখতে আসছেন৷ তাঁরা সবুজসঙ্কেত দিলে কোচবিহার এমজেএন হাসপাতালেই শুরু হবে মেডিক্যাল কলেজের কাজ৷ তবে পঠনপাঠনের জন্য কোচবিহার স্টেডিয়ামে অবস্থিত যুব আবাসকেই চিহ্নিত করেছে জেলা প্রশাসন৷ এমসিআই চাইলে সেখানেই অস্থায়ীভাবে পঠনপাঠন শুরু হবে৷ পরে মেডিক্যাল কলেজের জন্য নির্মীয়মান ভবনের কাজ শেষ হলে সেখানে পঠনপাঠন স্থায়ী ভাবে শুরু করা হবে৷

আরও পড়ুন: সহপাঠীকে গণধর্ষণ! সেই ভিডিও ফাঁস করার হুমকি দিয়ে চলছে হেনস্থা

কোচবিহারে একটি মেডিক্যাল কলেজের দাবি দীর্ঘদিনের৷ কোচবিহার থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের দূরত্ব প্রায় ১৮০ কিলোমিটার৷ তাই এখান থেকে কোনও রোগীর চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া সময় সাপেক্ষ৷ এবং ব্যয় সাপেক্ষও বটে। তাই দীর্ঘদিন ধরেই জেলায় একটি মেডিক্যাল কলেজের দাবি ছিল কোচবিহারবাসীর৷ বাম আমলেও এই দাবি তুলে আন্দোলনে নেমেছিলেন দলীয় নেতারা৷

এমনকী কোচবিহারে মেডিক্যাল কলেজ তৈরির দাবিতে কোচবিহার জেলাশাসকের দফতরের সামনে অবস্থানেও বসেন জেলার তৎকালীন দুই মন্ত্রী। তবে ২০১১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জেলায় মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে ভোটে লড়াই করেছিল৷

আরও পড়ুন: নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ধৃত

ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি মতো বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরিও করে কোচবিহারে৷ এবার তৈরি হতে চলেছে মেডিক্যাল কলেজ৷ শহরের কৃষি বীজ খামারের জমিতে এই মেডিক্যাল কলেজ নির্মানের কাজ এগোচ্ছে৷ আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যেই এই মেডিক্যাল কলেজের ভবন নির্মাণের কাজ শেষ হয়ে যাবে৷

ইতিমধ্যে মেডিক্যাল কলেজের জন্য একজন মেডিক্যাল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (এমএসভিপি) নিয়োগ করাও হয়ে গিয়েছে৷ ইতিমধ্যেই নীলরতন সরকার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ শৈবাল মুখোপাধ্যায় এবং চিত্তরঞ্জন ন্যাশানাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অজয় রায় কোচবিহারে এসে মেডিক্যাল কলেজ নির্মানের কাজের অগ্রগতি খতিয়ে দেখেছেন৷

আরও পড়ুন: বিয়েবাড়িতে নাচের অপরাধে খুন মহাদলিত যুবক

তাঁদের কাছেই প্রস্তাব দেওয়া হয়েছে আগামী শিক্ষবর্ষ থেকে পঠনপাঠন শুরু করার৷ তবে তার আগে দরকার মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়ার অনুমোদন৷ কোচবিহারের জেলাশাসক কৌশিক সাহা জানিয়েছেন আরও দু’বছর সময় লাগবে নতুন ভবন নির্মাণ করতে৷ তবে মেডিক্যাল কাউন্সিলের অনুমোদন পেলে আগামী বছর থেকেই অস্থায়ী ভবনে পঠনপাঠন শুরু করা যেতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে৷

The post কাউন্সিলের অনুমোদন পেলে মেডিক্যাল পড়ার সুবিধা মিলবে কোচবিহারেও appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2yTaEn6

‘আমার সঙ্গে ঐন্দ্রিলার সম্পর্ক ভেঙেছে’ বিস্ফোরক বার্তা অনুষ্কের

কলকাতা: সঞ্জনায় রূপে ফিদা হয়েছেন অঙ্কুশ। ভেঙেছে ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্ক। সম্প্রতি এমনই এক খবরে সরগরম টলিউড। লিস্টে থেকে বাদ পড়েনি সংবাদ মাধ্যমও। ‘ভেঙেছে অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্ক, এখন কে নায়কের মন জুড়ে?’ এমন নানান শিরোনাম উঠে আসছে পেজ থ্রি-তে। যা চোখে পড়তেই চমকে গেলেন নায়ক! খবরের শিরোনামের স্ক্রিন শট নিয়ে পোস্ট করলেন ট্যুইটারে। নিমেষে মুখ বন্ধ করে দিলেন নিন্দুকদের। জানিয়ে দিলেন, ” আমি মেয়েদের ব্যাপারে একটু চুজি। তাই লাভ অ্যাজ ফাস্ট সাইটে একদমই বিশ্বাসী নই।”

তবে এখন প্রশ্ন হঠাৎ কেন এমন কথা ঘুরছে লোকের মুখে মুখে। আসলে ঘটনার সূত্রপাত নায়কের ‘ফিদা’ সেটে যাওয়া নিয়ে। নে এছবিতে তিনি অভিনয় করছেন না, তাহলে কেন গেলেন সেখানে? এই প্রশ্নের উত্তরে দু’য়ে দু’য়ে চার করেছেন কিছু মানুষ। তবে এ ব্যাপারে মিডিয়াকে কোনওরকম দোষারোপ করেননি অভিনেতা। কারণ ট্যুইটারে নায়ক জানিয়ে দিয়েছেন, ” এমন খবর ছাপার জন্য তিনি মোটেও মিডিয়ার ওপর রাগ করেননি। কারণ তাঁর কাছের কোনও মানুষই ‘ফিদা’ সেটে তাঁর যাওয়ার কথা ফাঁস করেছে।” তাই গোটা ঘটনাটি থেকে নায়ক একটাই শিক্ষা নিয়েছেন। তিনি লিখেছেন, ” আর কোনও দিনও অন্যের ছবির শ্যুটিং সেটে যাব না”

আসলে অঙ্কুশের মনের মানুষ যে ঐন্দ্রিলা তা নিশ্চয় কাউকে বলে দিতে হবে না। বিগত কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁরা। এমনকি প্রথম থেকে নিজেদের ভললোবাসা নিয়ে বেশ খোলামেলা তাঁরা। প্রায়ই নিজেদের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার পর নিজেদের আরও একটা ছবি পোস্ট করেছেন নায়ক। যেখানে তাঁর প্রেমিকার ভালবাসার কথা লেখা।

আরও বলুন:  প্রথমদিনে ছক্কা হাঁকালেও ভয়ে রয়েছেন হিরানি! কেন জানেন?

প্রসঙ্গত, রোম্যান্টিক থ্রিলার নিয়ে ময়দানে নামছেন পরিচালক বাবা যাদব। নাম ‘ভিলেন’। যে মুভির পর্দায় আরও একবার ফুটে উঠবে অঙ্কুশ-মিমি কেমিস্ট্রি। এপ্রসঙ্গে পরিচালক বলেন, ” পর্দার বাইরে ওদের দু’জন বন্ধুত্বটা অনেকটা টম ও জেরি-এর মত। তাই অনস্ক্রিন এই রসায়ন মাস্ট বি হিট।”

এদিকে বাংলার প্রথম তৈরি হচ্ছে ডান্স মুভি ‘ডি4ডান্স’। হলিউড, বলিউডের পর এবার নাচ-কে কেন্দ্র করে ছবি তৈরি হচ্ছে টলিউডে। এই ছবির জন্য নিজেকে গড়ে পিটে তৈরি করছেন নায়ক। ছাপোষা বাঙালি চেহারায় এনেছেন প্যাক। নাচের প্রশিক্ষণও নিচ্ছেন জোর কদমে।

সিনেমার পরিচালক কোরিওগ্রাফার-পরিচালক বাবা যাদব। তবে সিনেমার নায়িকাকে কে, সেটা জানতে কিছু সময় অপেক্ষা করতে হবে। তবে শোনা যাচ্ছে, এই ছবিতে বেশ কিছু নতুন মুখকে দেখা যাবে। যারা অবশ্যই নাচের সঙ্গে যুক্ত। তবে কারা তারা! সময়ের সঙ্গে উঠবে যবনিকার পর্দা।

আরও বলুন: ক্যামেরা নিয়ে দেশিগার্লকে প্রবেশের অনুমতি দিল না বিশ্বভারতী

এদিকে দীর্ঘদিনের বিরতির পর ফের ছোটপর্দায় ফিরেছেন ঐন্দ্রিলা। ‘ফাগুন বউ’ সিরিয়ালে বিক্রমের বিপরীতে অভিনয় করছেন ঐন্দ্রিলা।

The post ‘আমার সঙ্গে ঐন্দ্রিলার সম্পর্ক ভেঙেছে’ বিস্ফোরক বার্তা অনুষ্কের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tGasST

বাবা-মা’কে চিরতরে হারিয়ে নিজেকে শেষ করে দিল তরুণী

স্টাফ রিপোর্টার, কলকাতা: বাবা-মাকে চিরতরে হারিয়ে নিজেকে শেষ করে দেওয়ার চরম সিদ্ধান্ত নিলেন ১৯ বছরের এক তরুণী৷ শুক্রবার রাতে কলকাতার তিলজলা থানার পুলিশ চৌবাগা রোডের বাড়ি থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করেন৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাবা-মা’কে হারিয়ে একাকিত্বের জেরেই উত্তরা চৌধুরী ওরফে জুয়েল এই চরম সিদ্ধান্ত নেয়৷ এলাকায় শান্ত স্বভাবের হিসেবেই পরিচিত ছিল উত্তরা৷ স্বভাবতই, তাঁর অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া৷

পরিবার ও স্থানীয় সূত্রের খবর, মাত্র ১৫ বছর বয়সে ২০১৪ সালে বাবাকে হারান উত্তরা৷ তখন থেকেই তিনি কার্যত মনমরা হয়েছিলেন৷ তারওপর মায়েরও শরীর ভালো ছিল না৷ বেলভিউ হাসপাতালে ভরতি ছিলেন উত্তরার মা। শুক্রবার সন্ধ্যায় তাঁর মায়ের মৃত্যু হয়৷ মাকে হারিয়ে কান্না তো দুরস্ত কার্যত গুম মেরে যান উত্তরা৷ পরিবার সূত্রের খবর, মাকে হারানোর পর থেকে একটুও কাঁদেনি উত্তরা৷ উল্টে একেবারে চুপ হয়ে গিয়েছিল সে৷

শুক্রবার রাতে স্থানীয়রা জানলা দিয়ে দেখতে পান ঘরের সিলিং ফ্যান থেকে ওড়নায় ঝুলছে উত্তরার দেহ৷ খবর পেয়ে তিলজলা থানার পুলিশ এসে দরজা ভেঙে দেহটি উদ্ধার করে৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রের খবর, মামা- মায়ের একমাত্র সন্তান ছিলেন উত্তরা৷ বাবা-মা দু’জনকেই সে বড় বেশি ভালোবাসত৷ বাবা মারা যাওয়ার পর থেকেই চুপচাপ হয়ে গিয়েছিল শান্ত স্বভাবের উত্তরা৷ মাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করলেও সেখানে বাধ সাধে নিয়তি। শুক্রবার মায়ের মৃত্যুর পর নিজেকে শেষ করে দেওয়ার চরম সিদ্ধান্ত নেয় সে৷ ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া৷

স্থানীয় ও পরিবারের অন্যদের সঙ্গে কথা বলে প্রাথমিক তদন্ত থেকে পুলিশের অনুমান, বাবা-মাকে হারিয়ে শোকে, একাকিত্বে আত্মহত্যার পথকেই বেছে নিয়েছেন বছর ১৯ এর তরুণী৷ যদিও পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

The post বাবা-মা’কে চিরতরে হারিয়ে নিজেকে শেষ করে দিল তরুণী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2yTasEo

সহপাঠীকে গণধর্ষণ! সেই ভিডিও ফাঁস করার হুমকি দিয়ে চলছে হেনস্থা

বিজয়ওয়াড়া: গণধর্ষণ ও তারপর ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেফতার করা হল ইঞ্জিনিয়ারিং কলেজের তিন প্রাক্তন ছাত্রকে। ফাইনাল ইয়ারে এক সহপাঠীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। বছর ঘুরেও দিনের পর দিন হেনস্থা করা হচ্ছে ওই ছাত্রীকে।

অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার আগিরিপল্লীর একটি ইঞ্জিনিয়ারিং কলেজে ঘটনাটি ঘটে। ২০১৭-তে ওই গণধর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন অভিযোগকারিনী। এক বন্ধুর বার্থ ডে পার্টিতে গিয়ে ঘটনার শিকার হন ওই তরুণী। তাঁকে জোর করে মদ খাইয়ে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ। একটি হোটেলে পার্টি চলাকালীন সেই ঘটনা ঘটে। সেখানেই শেষ নয়। গণধর্ষণের ভিডিও রেকর্ডও করা হয়।

গত দু’মাস ধরে অভিযুক্তদের মধ্যে একজন ফের ওই তরুণীকে ব্ল্যাকমেল করছে। ফের যৌন সম্পর্কের জন্য চাপ দিচ্ছে তরুণীকে। ওই ভিডিও অনলাইনে ফাঁস করে দেওয়ার হুমকিও দিচ্ছে সে। এই ঘটনার পরই আর কোনও উপায় না দেখে পুলিশকে অভিযোগ জানান তরুণি ও তাঁর পরিবার। অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। কৃষ্ণ ভামশি, শিবা রেড্ডি ও ডি প্রবীণ নামে তিনজনের নামে অভিযোগ দায়ের হয়েছে।

কিছুদিন আগেই একটি মেডিক্যাল কলেজে ধর্ষণের খবর প্রকাশ্যে আসে। উত্তরপ্রদেশের মেডিক্যাল কলেজে ঘটে সেই ঘটনা৷ গোরক্ষপুরের বাবা রাঘবদাস মেডিক্যাল কলেজ শিরোনামে আসে। ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা হয় ওই কলেজে।

ট্রেন ধরে সে প্রথমে লখনউয়ে আসে। স্টেশনে সোনালি নামে এক তরুণীর সঙ্গে তার আলাপ হয়। সোনালি নিজেকে নার্স বলে পরিচয় দিয়ে তাকে চাকরি দেবে বলে হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে ফোনে চার্জ দেওয়ার নাম করে ছাদে নিয়ে তাকে আফরোজের হাতে তুলে দেয় সোনালি। মেয়েটির চিৎকার শুনে লোকজন ছুটে আসায় পালিয়ে যায় আফরোজ।

The post সহপাঠীকে গণধর্ষণ! সেই ভিডিও ফাঁস করার হুমকি দিয়ে চলছে হেনস্থা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2lLYDX6

ধোনি নয়, হার্দিকের জন্য গলা ফাটাল জিভা

অন্য গাজনে মাতলেন বাঁকুড়াবাসী

স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: মা চণ্ডীর গাজন মেলাকে কেন্দ্র করে মেতে উঠেছে বাঁকুড়ার গ্রাম৷ মাত্র তিনদিনের এই মেলার জনপ্রিয়তা বলাই বাহুল্য৷ ইতিহাস ঘাটলে উঠে আসবে অনেক অজানা তথ্য৷ প্রায় দু’শো বছরেরও বেশি সময় ধরে চলে আসছে বাঁকুড়ার বড়জোড়ার মালিয়াড়া গ্রামের মা চণ্ডীর গাজন মেলা। লোকসংস্কৃতি ও মানব বন্ধনের এই তিনদিনের মেলায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

প্রাচীন প্রথা অনুযায়ী জৈষ্ঠ্য মাসের পূর্ণিমা তিথিতে শুরু হয় ব্যতিক্রমী এই চণ্ডী মাতার গাজন উৎসব৷ নানা ধরনের লোকসংস্কৃতি মূলক অনুষ্ঠানের পাশাপাশি ভক্তদের আচার অনুষ্ঠান, কুচ্ছ্রসাধন, উপবাসের মধ্য দিয়ে গাজন উৎসব উপভোগ করেন অসংখ্য মানুষ। পূরাণে কথিত আছে, কোনও মনষ্কামনা পূরণ করতে চাইলে ছাগ বলি দিলে মনষ্কামনা পূরণ হয়৷ তবে সেই নিয়ম বর্তমানেও বেশ রমরমিয়ে নিজের অস্তিত্ব বজায় রেখে চলেছে৷ এখনও মনষ্কামনা পূরণের জন্য অনেকে এখানে ছাগ বলি দেয়৷

আরও পড়ুন: আমেরিকার সঙ্গে ‘বাণিজ্যযুদ্ধে’র মধ্যেই বাংলাদেশকে খুশি করল চিন

সাধারণভাবে শিব বা শনি ঠাকুরের গাজন উৎসব দেখতে অভ্যস্ত বাঙালি। কিন্তু প্রতি বছরই সম্পূর্ণ ব্যতিক্রমী ছবি ধরা পড়ে বড়জোড়ার এই মালিয়াড়া গ্রামে। কিভাবে এই গাজন উৎসবের সূচনা? স্থানীয়রা জানালেন, বহু বছর আগে এই মালিয়াড়া এলাকার মানুষ নানা রোগে আক্রান্ত হতে শুরু করেন। বর্তমান সময়ের মতো সেই সময় চিকিৎসা বিজ্ঞানের এত সুবন্দোবস্ত ছিল না। দু’পা অন্তর ছিল না ডাক্তার কিংবা ওষুধও।

স্বাভাবিকভাবেই সাধারণ মানুষকে ওঝা, গুণীন, কবিরাজ বা গাছ-গাছালির উপর নির্ভর করে থাকতে হত। ঠিক সেই সময় বসন্ত ও কলেরা রোগের হাত থেকে রক্ষা পেতে মা চণ্ডীর আরাধনা শুরু করেন গ্রামের বাসিন্দারা। পরে মালিয়াড়া রাজবংশের তৎকালীন রাজা রাজনারায়ণের রাজত্বকালে বাগদী চণ্ডীর গাজনোৎসবের সূচনা হয়। মাত্র সাতটি ঢাক দিয়ে জনৈক গুলু বাগদী মেলার সূচনা করেন৷ তার কয়েক বছর পর দীনু ধীবর নামে অন্য একজন মা চণ্ডীর গাজনোৎসবের সূচনা করেন। সঠিক সাল-তারিখ কেউ বলতে না পারলেও সেই থেকে ধারাবাহিকভাবে এই গাজনোৎসব চলে আসছে।

আরও পড়ুন: একই দিনে উদ্ধার বিরল প্রজাতির ক্যামেলিয়ন ও প্যাঙ্গোলিন

প্রাচীন প্রথা মেনে এখনও দেবী চণ্ডী গাজনোৎসবের সময় গ্রাম পরিক্রমায় বের হন। ঢাক, ঢোল, কাঁসর আর আধুনিক সব বাদ্যযন্ত্রের সুরে মুখরিত হয় মালিয়াড়ার আকাশ-বাতাস। শোভাযাত্রায় অংশ নেন অসংখ্য ভক্ত ও সাধারণ মানুষ। গাজনোৎসবে অংশ নেওয়া এক সন্ন্যাসী বলেন, ‘‘আমরা কয়েক পুরুষ ধরে এই চণ্ডী মাতার গাজনে অংশ নিচ্ছি। পূর্ব-পুরুষদের পর আমি যেমন অংশ নিচ্ছি আমার পরবর্তী প্রজন্ম সেভাবেই অংশ নেবে।’’

মেলায় অংশ নেওয়া দর্শনার্থী রামদুলাল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বাঁকুড়া জেলার সবচেয়ে ব্যতিক্রমী মালিয়াড়ার চণ্ডী মাতার এই গাজনোৎসব। সাধারণভাবে শিবের গাজন দেখতেই অভ্যস্ত আমরা। কিন্তু আমাদের জেলায় এভাবে দেবী চণ্ডী বা কোনও নারী দেবতার গাজন সেভাবে নজরে আসেনি। সেই হিসেবে যথেষ্ট ব্যতিক্রমী এই গাজনোৎসব৷’’

The post অন্য গাজনে মাতলেন বাঁকুড়াবাসী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Ku4aj7

অমিতের কাছে রাজ্যনেতাদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মীদের

তিরুবনন্তপুরম: দলের রাজ্য স্তরের নেতাদের মধ্যে রয়েছে প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব। রাজ্যনেতাদের অনেকেই নিজের দায়িত্ব ঠিকমতো পালন করছে না। সেই কারণেই প্রস্ফুটিত হতে পারছে না পদ্ম। রাজ্যনেতাদের বিরুদ্ধে এমনই একগুচ্ছ অভিযোগ তুলল কেরলের বিজেপি কর্মীরা। অভিযোগ করা হয়েছে খোদ দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কাছে।

আরও পড়ুন- অমিতের সভায় ‘লাখো মানুষে’র সমাগম নিয়ে চিন্তিত তৃণমূল

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, চিঠি বা মেইল করে অভিযোগ জানায়ানি কেরলের বিজেপি কর্মীরা। বিজেপি সভাপতি অমিত শাহের ফেসবুক পেজের কমেন্ট করে জানানো হয়েছে অভিযোগ।

চলতি মাসের ২৭ তারিখে পশ্চিমবঙ্গের কর্মীদের সঙ্গে বৈঠকের ছবি পোস্ট করা হয়েছিল অমিত শাহের ফেসবুক পেজ থেকে। সেই পোস্টের মধ্যেই কেরলের বিজেপি কর্মীদের কমেন্টের বন্যা দেখা দেয়। প্রায় হাজার দুয়েক কমেন্টের মধ্যে অধিকাংশই ছিল দক্ষিণের রাজ্যের পদ্ম শিবিরের কর্মীদের। আর সেই সবই ছিল রাজ্য নেতাদের বিরুদ্ধে অভিযোগ।

কেরলের বিজেপি কর্মী সিথিন পাদিঞ্জারেথিল অমিত শাহকে উদ্দেশ্য করে লিখেছেন, “অবিলম্বে কেরল বিজেপি-র উপরে নজর দেওয়া হোক। শুনতে খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি যে কেরল রাজ্য বিজেপি নেতারা দ নিয়ে সক্রিয় নয়। সবাই নিজেদের গোষ্ঠী নিয়েই মেতে রয়েছে। তাদের দরকার নেই। এদের কারণে দল পিছিয়ে পড়ছে।” গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ করেছেন আরেক কর্মী মুরকান বাবু।

আরও পড়ুন- কে মিথ্যা বলছেন? প্রশ্ন তৃণমূলের

এছাড়াও গোকূল কৃষ্ণান নামের একজন অমিত শাহের উদ্দেশ্যে লিখছেন, “আপনি কি জানেন কেরলে বিজেপি কেন ব্যর্থ হচ্ছে? আমাদের নেতৃত্বের কারণে এমন হচ্ছে। সিপিএম বা এসডিপিআই-র হাতে কোনও বিজেপি কর্মী আক্রান্ত হলে নেতারা শুধু সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েই ক্ষান্ত থাকেন।” এক বিজেপি কাউন্সিলরের অফিসে সিপিএম হামলা চালানোর পর কর্মীদের সাহায্য করতে বিজেপি নেতাদের আগে কংগ্রেস নেতারা পৌঁছে গিয়েছিল বলে জানিয়েছেন গোকূল কৃষ্ণান।

লোকসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই। এরই মাঝে দলের নিচু তলার কর্মীদের ক্ষোভ প্রকাশ্যে আশায় অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। আরও বড় বিষয় হচ্ছে, কোনও চিঠি বা ইমেল নয়। যে ব্যাপারটি গোপন রাখা যাবে। কিমবা গোপন বৈঠক করে ধামাচাপা দিয়ে দেওয়া যাবে। রাজ্য নেতাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে সরব হয়েছেন কর্মীরা। এই অবস্থায় ক্ষত নিরাময়ে বিজেপি-র উচ্চ নেতৃত্ব কী ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার বিষয়।

The post অমিতের কাছে রাজ্যনেতাদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মীদের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2IE4c2S

‘পিকচার অভি বাকি হ্যয় মেরে দোস্ত’

অদ্রিকা দাস: ১৯৯২-২০১৮৷ কেটে গিয়েছে ছাব্বিশটা বছর৷ স্বপ্নের নগরী মুম্বই পাড়ি দিয়েছিল দিল্লির এক সাধারণ ছেলে৷ হিরো হওয়ার দৌড়ে সেই ছেলেটাও দাঁড়িয়েছিল ঠিকই৷ মুখের ওপর পড়া চুলের মাঝে ঝিলিক মারছে উজ্জ্বল দুটো চোখ৷ তাতে দানা বেঁধেছে অভিনেতা হওয়ার স্বপ্ন৷ এই স্বপ্নের পথচলা যে সোজা নয় তা ও জানত৷ টানা ২৬ বছর কত কীই না দেখেছে সে৷ সাফল্য, ব্যর্থতা, সুখ, দুঃখ৷ সবকিছুর সঠিক পরিমাণে ভরে উঠেছে ছেলেটার জীবন৷ এই টানা ২৬ বছরের প্রথম কয়েক বছর জীবনের কঠিতম মুহূর্তের মধ্যে দিয়ে গিয়েছিল ছেলেটা৷

কাঁধের ওপর অসংখ্য দায়িত্ব৷ সেসব পুরো করতে না পারার জ্বালা যেন কুঁড়ে কুঁড়ে খেত ওকে৷ একদিন তো রেগে গিয়ে লোকভর্তি রাস্তার মাঝে চিৎকার করে উঠেছিল৷ আর বলেছিল, “আর পারছি না এখানে থাকতে৷ ভীষণ বিরক্ত করছে আমায় এই শহরটা৷” কিন্তু সেই শহরই আজ ছেলেটার মনের কোনায় কোনায়৷ অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে আজ সে বলিউডের বাদশা৷ সেই দিল্লি কী লন্ডা হলেন শাহরুখ খান৷

আরও পড়ুন: ‘খিলজি’ ব্যাচিলর পার্টির সঙ্গী কে জানেন?

১৯৯২ সালে ‘ফৌজি’ ছবির হাত ধরে অভিনয় জগতে পাড়ি দিলেন শাহরুখ৷ থিয়েটার অভিনেতার কাছ থেকে দেখার সুযোগ হেলায় হারাননি তিনি৷ অভিনয়ের প্রশিক্ষণ নাটকের মঞ্চ থেকেই পেয়েছেন তিনি৷ দিল্লি ছেড়ে মুম্বইয়ের বেঞ্চে কাটানো রাতের পর রাত৷ কোনও তারকার ছেলে নন, সেসময় তেমন ভালো দেখতেও ছিল না বলে রিজেকশনের লাল চিহ্ন বারে বারে পড়েছে তাঁর পোর্টফোলিওয়ে৷ ভেঙে পড়ে, হাল ছেড়ে অন্য প্রফেশন চলে যাওয়ার যথেষ্ট কারণ তাঁকে দিয়েছিল এই বলিউডের কয়েকজন মানুষ৷

সেই সময় তাঁর ঝুলিতে এসে পড়ল ‘দিওয়ানা’৷ দিব্যা ভারতীর মতো অভিনেত্রীর বিপরীতে শাহরুখ খান৷ তখনও কোনও জায়গা অর্জন করতে পারেননি তিনি৷ খুব সহজেই দর্শকের চোখ এড়িয়ে যেতে পারত তাঁর চরিত্র৷ কিন্তু নিজের অভিনয় গুণে, স্ক্রিন প্রেজেন্সে ছক্কা মারলেন কিং অফ দ্য বলিউড৷ তার পর থেকেই শুরু হল টিনসেলে ঝকঝকে সিঁড়ি বেয়ে আকাশ ছোঁয়ার পথচলা৷ নিজের ‘দিওয়ানা’পনে দর্শককে মজিয়ে হয়ে উঠলেন ‘জেন্টলম্যান’৷

আরও পড়ুন:  ফুল প্যাকেজ অফ সারপ্রাইজসেস: সঞ্জু

একের পর এক ভিন্ন ধারার চরিত্রে অভিনয় করে নিজের জাত চেনালেন শাহরুখ৷ কেরিয়ারের পিক টাইমে হয়ে উঠলেন অ্যান্টি হিরো৷ ‘বাজিগর’, ‘ডর’, ‘আন্দাজ’৷ বেশ প্রশংসিত হয়েছিল তাঁর পারফরমেন্স৷ খুব সহজেই বলিউড তাঁকে টাইপকাস্ট করে দিতে পারত৷ তবুও রিস্ক নিয়েছিলেন৷ কখনও হিরো তো কখনও অ্যান্টি হিরো৷ আবার একই ছবিতে নায়ক এবং ভিলেনের চরিত্র নিখুঁতভাবে ফুটিয়ে তুললেন শাহরুখ৷ যেখানে তাঁর সমসাময়িক অভিনেতারা হিরোর রোল ছাড়া অন্য কোনো দিকে ভুলেও যেতেন না৷ সেখানে দাঁড়িয়ে পর পর কতগুলি ফিল্মে ভিলেনের চরিত্রে জোরদার অভিনয় করে মুগ্ধ করলেন অভিনেতা৷

এরপরই এল তাঁর জীবনের সেই মুহূর্ত, যা চিরকালের জন্য গেঁথে গেল দর্শকের মনে৷ প্রেমের নয়া পাঠ পড়াতে ক্যামেরার সামনে হাজির হল ‘রাজ’৷ দু’হাত বাড়িয়ে রাজের শুধু দাঁড়ানোর অপেক্ষা৷ ব্যস! কত মেয়েই যে নিজের হুঁশ হারিয়েছে তা বলা মুশকিল৷ নিজের ক্রাশকে দেখলেই জেন ওয়াইয়ের ছেলেরাও মনে মনে আওরায় রাজের সেই ‘পালট, পালট, পালট’৷ যশ চোপড়ার সুবাদে গোটা দেশ পেল ভালবাসার এই মানুষকে৷ সিনেপ্রমীরা পেল আল্টিমেট রোম্যান্স কিং৷

এখান থেকে ‘দ্য কিং অফ বলিউড’ হয়ে উঠতে আর বেশি সময় লাগল না৷ যারা তাঁকে রোম্যান্টিক হিরো বলে টাইপকাস্ট করা শুরু করল তাদের গালে সপাটে চর বসালো ‘চক দে ইণ্ডিয়া’৷ এই ছবিতে না ছিল গ্ল্যামার, না ছিল রোম্যান্স৷ ‘কবির খান’র দৃঢ় সেই চোখ বলিপাড়াকে মনে করালো ‘রাজ’র খোলস ছেড়ে বেরিয়ে ভিন্ন ধারার ছবিতেও অভিনয় করার ক্ষমতা রাখেন তিনি৷

‘দেবদাস’ এবং ‘কল হো না হো’এ বলিউডকে তিনি শিখিয়ে দিলেন মৃত্যু কখনই প্রেমের বেড়াজাল নয়৷ ভালবাসা বেঁচে থাকে মৃত্যুর পরও৷ খুব কম বয়সে মা-বাবাকে হারিয়ে বনের দায়িত্ব নিতে হয় তাঁকে৷ গৌরির পাশে থাকায় প্রতিবার নিজের ওপর ভরসা করতে পেরেছেন অভিনেতা৷ আরিয়ান এবং সুহানাকে নিয়ে তৈরি হল তাঁদের ছোট্ট পরিবার৷ সেই পরিবারে বহু বছর পর এলো আব্রাম৷ পূর্ণ হল শাহরুখ-গৌরির সম্পর্ক৷ শাহরুখের মতে, স্ত্রী, বোন এবং তিন ছেলে-মেয়ে নিয়ে আজ তিনি পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি৷

আর পাঁচজন অভিনেতার মতো শখে অভিনয় করতে আসেননি, এসেছিলেন অভিনয় করার পরিবর্তে নিজের দুঃখ ভুলিয়ে রাখতে৷ তিনি মনে করেন, যেদিন তাঁর জীবনে দুঃখের ভাণ্ডার শেষ হয়ে যাবে, সেইদিন তিনি অভিনয় জগত থেকে বেরিয়ে আসবেন৷ নানা ওঠাপড়ার মধ্য দিয়ে বলিউডে ২৬ বছর কাটাবার পর আজ সেই নস্ট্যালজিয়ার পথ ধরে হেঁটে চললেন শাহরুখ৷ ট্যুইটারে শাহরুখের একটি শেয়ার করেছেন গৌরি৷ যা আপনাকেও এক তুড়িতে নিয়ে যাবে ১৯৯২ সালে৷ এক নিমেষে চোখের সামনে রেখে দেবে গোটা ২৬ টা বছরের শাহরুখের অভিজ্ঞতা৷ ‘দ্য কিং অফ বলিউড’ হয়ে ওঠার কাহিনি৷

The post ‘পিকচার অভি বাকি হ্যয় মেরে দোস্ত’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KCSlas

আমেরিকার সঙ্গে ‘বাণিজ্যযুদ্ধে’র মধ্যেই বাংলাদেশকে খুশি করল চিন

ঢাকাঃ  আমেরিকার সঙ্গে বাণিজ্যিক বিরোধের মধ্যে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের পণ্যে আমদানি শুল্ক কমিয়ে দিল চিন। বিশ্বের অর্থনৈতিকভাবে শক্তিশালী চিনের এই পদক্ষেপকে বাংলাদেশের রপ্তানি খাতের জন্য শুভ মনে করেছেন দেশের ব্যবসায়ীরা। জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়া, ভারত, বাংলাদেশ, লাওস ও শ্রীলংকার কিছু পণ্য আমদানিতে চিনের শুল্ক ছাড়ের কথা উঠে আসে।

২০০১ সালে স্বাক্ষরিত এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্টের আওতায় এই পদক্ষেপ নিয়েছে চিন। এই সিদ্ধান্ত জুলাই থেকে কার্যকর হবে বলেও জানিয়েছে চিনের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। চিনের এই উদ্যোগ বাংলাদেশের রপ্তানি খাতের জন্য ‘ইতিবাচক’ ভূমিকা রাখবে বলে মনে করেন বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। বাংলাদেশের পোশাক শিল্পে চিনসহ আরও কয়েকটি দেশে আগে থেকেই ‘ডিউটি ফ্রি’ সুবিধা পেয়ে থাকে উল্লেখ করে তিনি বলেন, “এখন ট্যারিফ নীতিতে ইতিবাচক পদক্ষেপ রপ্তানির সম্ভাবনাকে আরও বাড়াবে।”

চিন ও মার্কিন বাণিজ্যিক বিরোধের প্রসঙ্গে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র বড় অর্থনীতির দেশ। চিনের পণ্যের ওপর ট্যারিফ আরোপের পদক্ষেপ সেই দেশে তেমন প্রভাব না ফেললেও চিনের বাজারে বেশ প্রভাব পড়বে। চিন থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানির আকার বেশ বড়। তাই তারা অন্যান্য দেশের সঙ্গে এধরনের পদক্ষেপ নিয়ে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাবে।”

চলতি বছরের শুরু থেকেই আমেরিকা ও চিন একে অন্যের পণ্যে একের পর এক শুল্ক আরোপ করছে। কিন্তু চিন সরকার বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলো থেকে সয়াবিন আমদানির ওপর বিদ্যমান তিন শতাংশ শুল্ক তুলে নিচ্ছে। সয়াখাদ্যের উপর থেকেও বিদ্যমান ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার হচ্ছে। এছাড়াও রাসায়নিক দ্রব্য, কৃষিপণ্য, মেডিকেল যন্ত্রাংশ, পোশাক, স্টিল, নন ফেরোস মেটাল, তরল পেট্রোলিয়াম পণ্যে ২ থেকে ৩ শতাংশ হারে শুল্ক প্রত্যাহার হবে।

The post আমেরিকার সঙ্গে ‘বাণিজ্যযুদ্ধে’র মধ্যেই বাংলাদেশকে খুশি করল চিন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2IE4jvk

জঞ্জাল ঘিরে তরজায় বর্তমান ও প্রাক্তন পুরপ্রধান

স্টাফ রিপোর্টার, মালদহ: ইস্যু জঞ্জাল৷ আর তা নিয়েই প্রকাশ্যে পরস্পরকে দুষলেন শাসকদলের বর্তমান ও প্রাক্তন পুরপ্রধান৷ ঘটনাটি মালদহর ইংরেজ বাজার পুরসভা এলাকার৷ ফলে শাসকদলের বর্তমান ও প্রাক্তন পুরপ্রধানের কোন্দলের জেরে এলাকার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷

ইংরেজবাজার পুরসভাটি তৃণমূলের দখলে৷ সংশ্লিষ্ট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর অভিযোগ, ‘‘ বর্তমান পুরপ্রধানের কনও যোগ্যতা নেই৷ তাই ওঁর আমলে শহর কার্যত নরক কুন্ডে পরিণত হয়েছে৷’’ একই সঙ্গে বর্তমান পুরপ্রধান নিহার রঞ্জন ঘোষকে ব্যক্তিগতভাবে তীব্র আক্রমণ করে তিনি বলছেন, ‘‘নিহারবাবু তো অন্য দল থেকে উড়ে এসে জুড়ে বসেছেন। উনি তৃণমূলের মর্ম কি বুঝবেন? উনি এতটাই খারাপ কাজ করছেন, যাতে দলটাই না থাকে মালদহে।’’

আরও পড়ুন: একই দিনে উদ্ধার বিরল প্রজাতির ক্যামেলিয়ন ও প্যাঙ্গোলিন

থেমে থাকেননি বর্তমান পুরপ্রধান নিহারবাবুও৷ কৃষ্ণেন্দু চৌধুরীকে পাল্টা আক্রমণ করে তিনি বলেছেন, ‘‘কৃষ্ণেন্দুবাবু যদি দলের একনিষ্ঠ সদস্য হতেন তাহলে দলকে ভালোবাসতেন। এভাবে প্রকাশ্যে গালমন্দ না করে ওঁনার সমস্যার করা পুরসভার বৈঠকে বা দলের অন্দরে বলতে পারতেন৷ এর থেকেই স্পষ্ট ওঁনার অন্য কোনও অভিসন্ধি রয়েছে। বিরোধীদের সুবিধে পাইয়ে দেওয়ার জন্যই উনি মিথ্যে কুৎসা করছেন।’’

প্রসঙ্গত, বিগত বেশ কিছুদিন ধরেই জঞ্জালময় হয়ে রয়েছে মালদহের ইংরেজবাজার শহর। ফলে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে গোটা এলাকাবাসীকে। অভিযোগ, আবর্জনার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মশার দাপট। এলাকায় বাড়ছে মশাবাহিত রোগের প্রকোপ৷ কৃষ্ণেন্দুবাবুর অভিযোগ, ‘‘২০০৪ সালে তাঁর আমলে এই ইংরেজবাজার পুরসভাকে তৎকালীন কেন্দ্রীয় ও রাজ্য সরকার পরিবেশ বান্ধব পুরসভা বলে ‘এনভারমেন্ট অফ এক্সেলেন্স’ উপাধী দিয়েছিল। সমগ্র এলাকার সুস্থ পরিবেশ এবং সঠিকভাবে পুরনো শহরকে পরিকল্পনা মাফিক সাজানোর জন্যই এই পুরস্কার পাওয়া গিয়েছিল। কিন্তু বর্তমান পুরবোর্ড শহরকে কার্যত নরক কুন্ডে পরিণত করেছে। বর্তমান চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষের যোগ্যতা নেই তাই শহরের সাধারণ মানুষকে প্রতিনিয়ত নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। নিয়মিত জঞ্জাল পরিষ্কার হচ্ছে না৷ যার ফলে বিভিন্ন রোগের প্রকোপ দেখা দিচ্ছে৷ পাশাপাশি যানজট শহরের নিত্যদিনের সমস্যা হয়ে উঠেছে৷’’

আরও পড়ুন: কলেজে ভরতিতে অনিয়ম রুখতে পুলিশকে কড়া নির্দেশ মমতার

পাল্টা হিসেবে বর্তমান পুরপ্রধান নিহার রঞ্জন ঘোষ বলেন, ‘‘কৃষ্ণেন্দুবাবু যে অভিযোগ করছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর আমলের থেকে বর্তমান পুরবোর্ড অনেক ভালো পরিষেবা দিচ্ছে। সংবাদমাধ্যমের সামনে এসব অভিযোগ না করে তিনি বোর্ড অফ কাউন্সিলরদের মিটিংয়ে সেই কথা বলতে পারতেন। নিজের দলকে ছোট করে নিজেকে বড় প্রমাণ করা এর পেছনে তাঁর কোনও রাজনৈতিক অভিসন্ধি রয়েছে।’’

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বর্তমান পুরপ্রধান বনাম প্রাক্তন পুরপ্রধানের এই তরজার জেরে শহর ক্রমেই জঞ্জালময়হয়ে উঠছে৷ সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

The post জঞ্জাল ঘিরে তরজায় বর্তমান ও প্রাক্তন পুরপ্রধান appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KApuQw

‘পাকিস্তানের সঙ্গে ভারতকে অবশ্যই সম্পর্ক রক্ষা করতে হবে’

ইসলামাবাদঃ পাকিস্তানের সঙ্গে ভারতকে অবশ্যই সম্পর্ক রক্ষা করতে হবে। এমনটাই মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল নাসের জানজুয়া। ইসলামাবাদ গবেষণা প্রতিষ্ঠান ‘পাকিস্তান ইনস্টিটিউট ফর পিস স্টাডিজ’ আয়োজিত তিনদিনের আঞ্চলিক সম্মলনের দ্বিতীয় দিনে নাসের জানজুয়া এমনটাই মন্তব্য করেন।

‘আঞ্চলিক কানেক্টিভিটি এবং দক্ষিণ এশিয়ার ভূ-অর্থনীতি’ শীর্ষক এ সম্মেলনে অন্য বক্তরা বলেছেন, কয়েকবারের যুদ্ধ এবং পরমাণু শক্তিকেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা থাকার পরও এ অঞ্চলের জন্য পাকিস্তান ও ভারতের মধ্যে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ হওয়া উচিত।

নাসের জানজুয়া চলতি সপ্তাহে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে অব্যাহতি নিয়েছেন। পাকিস্তানে জাতীয় নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় তিনি পদত্যাগ করেন। জানজুয়া বলেন, পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্মানজনক সম্পর্ক রাখা উচিত। তিনি বলেন, অন্যদের সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে অর্থনীতি ও নিরাপত্তা হচ্ছে মুদ্রার এপিঠ-ওপিঠ। তিনি বলেন, একমাত্র আঞ্চলিক কানেক্টিভিটির মাধ্যমে দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি আনা সম্ভব যা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখবে।

জেনারেল জানজুয়া বলেন, ভারতের অর্থনীতির দ্রুত বিকাশের জন্য মধ্য এশিয়ার ভেতর দিয়ে ইউরোপের সমৃদ্ধ বাজারে প্রবেশ জরুরি এবং ভারত যদি সত্যিই আগ্রহী হয় তাহলে একমাত্র পাকিস্তানই দিল্লিকে সে সুযোগ করে দিতে পারে।

The post ‘পাকিস্তানের সঙ্গে ভারতকে অবশ্যই সম্পর্ক রক্ষা করতে হবে’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tFT3tG

ধুমধাম করে পালিত হল হুল উৎসব

স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: সমগ্র রাজ্যের সঙ্গে বাঁকুড়াতেও সরকারি-বেসরকারি উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ‘হুল উৎসব’৷ জেলা প্রশাসনের উদ্যোগে এদিন মূল অনুষ্ঠানটি হয় বাঁকুড়া শহরের জেলা স্কুলে। উপস্থিত ছিলেন জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস, রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা, জেলা পরিষদের ‘বিদায়ী’ সভাধিপতি অরুপ চক্রবর্তী এবং বিধায়ক অরুপ খাঁ প্রমুখ।

আরও পড়ুন: ‘আমাকে চুমু খাওয়ার চেষ্টা করেছিল’ বিস্ফোরক স্বরা

সাঁওতাল বিদ্রোহের বীর শহিদ সিধু-কানুর মূর্তিতে মালা দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। জেলাশাসক উমাশঙ্কর এস সহ উপস্থিত বিশিষ্টরা ‘হুল উৎসবে’র তাৎপর্য বাখ্যা করে বক্তব্য রাখেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে এদিন আদিবাসী সমাজের বিশিষ্ট জনদের সম্বর্ধিত করা হয়। বাঁকুড়া শহর সংলগ্ন হেবির মোড়ে নিদর্শন সাহিত্য পত্রিকা গোষ্ঠীর পক্ষ থেকেও ‘হুল উৎসব’ পালন করা হয়। পত্রিকা গোষ্ঠীর পক্ষে বিপ্লব বরাট বলেন, ‘‘বীর বিপ্লবী সিধু-কানুর মূর্তিতে মালা দেওয়ার পাশাপাশি এদিন তাঁদের লড়াই সংগ্রামের কথা তুলে ধরা হয়। এই অনুষ্ঠানে অসংখ্য আদিবাসী সমাজের মানুষের পাশাপাশি অনেক অ-আদিবাসী মানুষ উপস্থিত ছিলেন৷ সকলে মিলে এই ‘হুল উৎসব’ উদযাপন করা হয়৷’’

আরও পড়ুন: জেলা কেন্দ্রীয় সংশোধনাগারে উদ্ধার রক্তাক্ত বিচারাধীন বন্দি

অন্যদিকে, বিষ্ণুপুরের বাবলাবনী মিলন ঝর্ণা দুলৌড় গাওতার উদ্যোগে ঐতিহাসিক ‘হুল উৎসব’ উপলক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই শিবিরে রক্তদাতাদের আদিবাসী প্রথা মেনে বরণ করা হয়। শিবিরে এদিন ৭ জন মহিলা সহ ৩০ জন রক্তদান করেছেন। ‘হুল উৎসব’ পালনে পিছিয়ে নেই শাসক দল তৃণমূলও। তৃণমূলের পক্ষ থেকে এদিন ইন্দাস, পাত্রসায়র, বিষ্ণুপুর, সিমলাপাল, খাতড়া, রানিবাঁধ, তালডাংরা সহ জেলার সব কটি ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরে হুল উৎসব পালন করা হয়। এছাড়াও তালডাংরার হাসপাতাল মোড়ে একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে হুল উৎসব পালন করা হয়৷ সংগঠনের তরফে শেখ মোবারক বলেন, ‘‘প্রতি বছরের মতো এই বছরও আমরা হুল উৎসব পালন করলাম। প্রত্যন্ত গ্রামীণ এলাকার এই অনুষ্ঠানে সাধারণ মানুষের মধ্যে বাড়তি উৎসাহ ও প্রেরণা দেয়।’’

The post ধুমধাম করে পালিত হল হুল উৎসব appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KApkso

কলেজে ভরতিতে অনিয়ম রুখতে পুলিশকে কড়া নির্দেশ মমতার

স্টাফ রিপোর্টার, কলকাতা: কলেজে কলেজে ভরতি নিয়ে চলছে তোলাবাজি। বিষয়টি জানার পরে পুলিশকে হেল্পলাইন চালু করার নির্দেশ দিলেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত কয়েকদিন ধরেই কলেজে ভরতি নিয়ে অনিয়মের অভিযোগ প্রকাশ্যে এসেছে। রাজ্যের সব প্রান্ত থেকেই কলেজে ভরতির জন্য বিপুল পরিমাণ তোলা চাওয়ার অভিযোগ উঠেছে। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। যদিও সম্পূর্ণ সুরাহা মেলেনি।

বিস্তারিত আসছে…।

The post কলেজে ভরতিতে অনিয়ম রুখতে পুলিশকে কড়া নির্দেশ মমতার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Klm7AT

কে মিথ্যা বলছেন? প্রশ্ন তৃণমূলের

কলকাতা:  কে মিথ্যা বলছেন? নরেন্দ্র মোদী না অমিত শাহ? প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস৷ বৃহস্পতিবার পুরুলিয়ায় সভা করে দিল্লি ফিরে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ তবে অমিত ফিরে যাওয়ার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷

সূত্রপাত একটি ট্যুইটে৷ তৃণমূল কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডেল – এআইটিসি অফিসিয়াল সম্প্রতি একটি ছবি পোস্ট করা হয়েছে৷ ছবিতে পাশাপাশি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ট্যুইটের স্ক্রিনশট দেখা যাচ্ছে৷ দেশের প্রধানমন্ত্রী নিজের ট্যুইটে বলেছেন, ‘‘২৮ এপ্রিল ২০১৮ ভারতের উন্নয়ন যাত্রার একটি ঐতিহাসিক দিন৷ গতকাল (ট্যুইটটির সময় ১০টা২৮, ২৯ এপ্রিল) আমরা একটি দায়বদ্ধতা পরিপূর্ণ করেছি৷ অনেক ভারতীয় জীবন পরিবর্তন হতে চলেছে৷ আমি আনন্দিত যে, দেশের প্রতিটি গ্রামে এখন বিদ্যুত সংযোগ রয়েছে৷’’

অন্য ট্যুইটে, বিজেপি সভাপতি অমিত শাহ পশ্চিমবঙ্গের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ‘‘পশ্চিমবঙ্গে একটি বিশাল জনসভায় বক্তব্য রাখলাম৷ মমতা-সরকার প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ এবং মানুষ জীবনের প্রাথমিক চাহিদা, যেমন পানীয় জল, বিদ্যুৎ, রেশন পায়না৷ সাধারণ মানুষের উন্নতি নেই, তৃণমূলের গুণ্ডারা ফুলেফেঁপে উঠেছে৷’’

তৃণমূলের প্রশ্ন, কে মিথ্যা বলছেন? নরেন্দ্র মোদী না অমিত শাহ? জুন মাসে কলকাতায় ঘুরে গেলেন অমিত৷ ডিসেম্বরেই কলকাতায় ভাষণ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আকও ট্যুইট-যুদ্ধের অপেক্ষায় রয়েছে আম জনতা৷

The post কে মিথ্যা বলছেন? প্রশ্ন তৃণমূলের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2N996bw

‘আমাকে চুমু খাওয়ার চেষ্টা করেছিল’ বিস্ফোরক স্বরা

মুম্বই: ‘গুজারিস’, ‘তনু ওয়েডস মনু’, ‘রাঞ্জনা’-তিন ছবি আর ডাইরেক্ট সহকারী অভিনেত্রী থেকে নায়িকা। ‘নীল বাট্টে সান্নাটা’ জমিয়ে অভিনয়। আর তাতেই বলিউডে নিজের জায়গা তৈরি করে ফেলেছেন স্বরা ভাস্কর। কিন্তু অভিনয়ে তুখড় হয়েও রেহাই পাননি তিনি। বলিউডের কাস্টিং কাউচ নিয়ে তিনি আগেই মুখ খুলেছিলেন। সঙ্গে শেয়ার করেছিলেন তাঁর সঙ্গে ঘটা তিক্ত অভিজ্ঞতার কথা। তবে এবার মিডিয়ার বুমের সামনে বিস্ফোরক তথ্য শেয়ার করলেন নায়িকা।

২০০৯ সালে কেরিয়ার শুরু করেন স্বরা। কিন্তু প্রথম ছবি রিলিজ করল না। ভেঙে পড়েছিলেন স্বরা। কিন্তু নিজের ওপর বিশ্বাস হারানি। তাইতো বছর গড়াতে না গড়াতেই তিন তিনটি ছবির অফার আসে ঝুলিতে। কিন্তু এই পথ মটেও মসৃণ ছিল না। নানান রকম ভাবে উত্যক্ত করা হত তাঁকে। তিনি বলছেন, “একজন আমার কানে চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন। পেছন থেকে সেই ব্যক্তি আমার কানে কাছে এসে বলে ‘আই লাভ ইউ’। সে এতটাই আমার কাছে এসেছিল যে আমার চুলে তার সারা মুখ ঢেকে গিয়েছিল।”

তবে এমন আচরণকে মোটেই প্রশ্রয় দেননি অভিনেত্রী। তিনি এই বিষয়ে কথা বলেন একসিকিউটিভ প্রোডিউসারের সঙ্গে। কোনও রকম আপোষ করে নয়। তিনি নিজের যোগ্যতায় বলিউডে জায়গা তৈরি করে নিয়েছেন।

আরও পড়ুন: দেশীগার্লের আবেদনে মজে বিশ্ববাসী, মিলল ‘WORLD HOTTEST’ তকমা

প্রসঙ্গত, তিনি আগেও জানিয়েছিলেন, একবার শ্যুটিং চলাকালীন তাঁর ঘরে ঢুকে একটি ছবিতে অভিনয়ের প্রস্তাবের বিনিময়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের দাবি করে এক ছবির নির্দেশক৷ তাঁকে জোর করে আলিঙ্গন করতে চায়, যা খুবই ভয়ঙ্কর ছিল৷ একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় আরও অনেক কথাই প্রকাশ্যে আনেন তিনি৷

স্বরা জানান, একবার একটি ছবির টিমের সঙ্গে ৫৬দিনের জন্য আউটডোর শ্যুটিংয়ে যান তিনি৷ সে সময় একেবারেই নতুন ছিলেন তিনি বলিউড ইন্চাস্ট্রিতে৷ আর তাঁকে খুবই উত্যক্ত করে সেই ছবির পরিচালক৷ নৈশভোজের জন্য জোর থেকে শুরু করে তাকে নানা অছিলায় ডেকে পাঠানো, তার পিছু করা, এমনই সব অভিযোগ স্বরা এনেছেন সেই পরিচালকের বিরুদ্ধে৷ যদিও তিনি কোনও নামই তুলে ধরেননি৷ একদিন মদ্যপ অবস্থায় সেই পরিচালক তাঁকে অশ্লীল কথা বলেন, যা শুনে স্বরা ভয় পান৷ আর সেই ভয় থেকেই তিনি শ্যুটিংয়ের পর রাতে মেক আপ তুলতেন আলো না জ্বালিয়ে, যাতে ওই পরিচালকের মনে হয় যে স্বরা ঘুমিয়ে পড়েছেন৷ আর এই যৌন হয়রানি এমন পর্যায়ে পৌঁছেছিল যে স্বরা ছবির একসিকিউটিভ প্রোডিউসারের সঙ্গে এই বিষয়ে কথা বলতে বাধ্য হন, যাতে শ্যুটিং ফ্লোরে তাঁকে কোনওভাবেই একা না রাখা হয়৷

প্রসঙ্গত, ‘বীরে দি ওয়েডিং’ এ একটি দৃশ্যের জেরে স্বরাকে যা নয় তাই শুনতে হচ্ছে৷ ছবিতে একটি দৃশ্যে হস্তমৈথুন করতে দেখা গিয়েছে নায়িকাকে৷ যার কারণে বিভিন্ন খারাপ কমেন্টের স্বীকার হয়েছেন নায়িকা৷ যে জন্য ভরে উঠেছে সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড৷ স্বরার এই দৃশ্যে বহু দর্শক হতাশ হয়েছেন৷ এ ধরণের দৃশ্য তারা নাকি কোনও কমার্শিয়াল ছবিতে আশা করেননি৷

আরও পড়ুন:  ফুল প্যাকেজ অফ সারপ্রাইজসেস: সঞ্জু

একজন ট্যুইট করে বলেন, “আমি আমার দিদিমার সঙ্গে ছবিটি দেখতে গিয়েছিলাম৷ স্বরার মাস্টারবেশনের দৃশ্য আসতেই আমায় ভীষণ লজ্জায় পড়ে যেতে হয়৷ আমার দিদা হল থেকে বেড়িয়ে বলেছিলেন তাঁর এই ছবিটা দেখে রীতিমত ঘেন্না লেগেছে৷” এ ধরণের বিভিন্ন ট্রোলের স্বারা লিখেছিলেন, “এইসব কমেন্টের জন্য কে কত টাকা পাচ্ছে কে জানে! এগুলো তো নির্ঘাত পেড ট্রোলস৷” অভিনেত্রীর এই ট্যুইটের পর বেশ কিছু নেটিজেন তাঁর সমর্থনে কথা বলেছেন৷ সমর্থনের থেকে তবুও ট্রোলিংয়ের সংখ্যাই অনেক বেশি৷ নায়িকা যে এতে একটুও প্রভাবিত হননি সেটা বলাই বাহুল্য৷

The post ‘আমাকে চুমু খাওয়ার চেষ্টা করেছিল’ বিস্ফোরক স্বরা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2IBgDMR

একই দিনে উদ্ধার বিরল প্রজাতির ক্যামেলিয়ন ও প্যাঙ্গোলিন

স্টাফ রিপোর্টার, বাঁকুড়া ও বীরভূম: প্রচণ্ড দাবদাহের পরই রাজ্যে প্রবেশ করেছে বর্ষা৷ আর বর্ষা মানেই নিজেদের গোপন আস্তানা থেকে বেরিয়ে আসে বিভিন্ন প্রজাতির প্রাণীরা৷ এবার ‘বিরল প্রজাতি’র ক্যামেলিয়ন উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া শহরের লালবাজার-কেরানীবাঁধ এলাকায়। অন্যদিকে এদিনই বীরভূমের পাড়ুইয়ের বাতিকার গ্রামের জঙ্গল থেকে উদ্ধার হয়েছে বনরুই বা প্যাঙ্গোলিন নামে এক বিরল প্রজাতির প্রাণী৷ মূলত চিন দেশে এই ধরনের প্রাণী বেশি দেখতে পাওয়া যায়৷ দুটি ক্ষেত্রেই খবর পেয়েবিরল প্রজাতির প্রাণী দুটিকে উদ্ধার করেছেন বন দফতরের কর্তারা৷

আরও পড়ুন: কাশ্মীরে ফিরলেন নিখোঁজ ৯ জওয়ান

স্থানীয় সূত্রের খবর, শনিবার বাঁকুড়া শহরের লালবাজার-কেরানীবাঁধ এলাকার একটি বস্তি সংলগ্ন ঝোপের মধ্যে ক্যামেলিয়নটিকে দেখতে পান স্থানীয়রা৷ ক্যামেলিয়নটিকে উদ্ধার করে স্থানীয় এক বাসিন্দা সেটিকে খাঁচা বন্দি করে রাখেন। বিরল প্রজাতির ক্যামেলিয়নটিকে দেখতে এলাকার মানুষ ভিড় জমান৷ তার মধ্যে এলাকার কচি-কাঁচাদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। স্থানীয় বাসিন্দা দয়াল মালাকার বলেন, ‘‘বাড়ির পাশের ঝোপ থেকে ক্যামেলিয়নটিকে উদ্ধার করি। এটি ক্যামেলিয়ন প্রজাতির গিরগিটি হতে পারে। যদিও এই বিষয়ে আমাদের সম্যক কোনও ধারণা নেই।’’ খবর পেয়ে বনদফতরের কর্তারা ক্যামলিয়নটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেয়৷

আরও পড়ুন: এই উপায়ে বিনামূল্যে মুহূর্তে হাতে পেয়ে যাবেন প্যান কার্ড

অন্যদিকে এদিনই বীরভূমের পাড়ুইয়ের বাতিকার গ্রামের জঙ্গল থেকে উদ্ধার হল বনরুই বা প্যাঙ্গোলিন নামে এক বিরল প্রজাতির প্রাণী৷ বন দফতর সূত্রের খবর, মূলত চিন দেশে এই ধরনের প্রাণী বেশি দেখতে পাওয়া যায়৷ সকালে গ্রামবাসীরা রাস্তা দিয়ে যাওয়ার পথে বনরুইটিকে দেখতে পায়৷ তাঁরা বনদফতরের কর্মীদের খবর দিলে সিউড়ি থেকে বনদফতরের কর্মীরা গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে৷ বনদফতর সূত্রে জানা গিয়েছে, প্রাণীটি ভয় পেয়ে দুর্বল হয়ে পড়েছিল৷ তাই চিকিৎসার পাশাপাশি বিরল প্রজাতির ওই প্যাঙ্গোলিনটিকে আপাতত পর্যবেক্ষণে রেখেছেন বনদফতরের আধিকারিকরা৷

আরও পড়ুন: কোটা সংস্কার: আন্দোলনকারীদের মারধরে অভিযুক্ত ছাত্র লিগ

The post একই দিনে উদ্ধার বিরল প্রজাতির ক্যামেলিয়ন ও প্যাঙ্গোলিন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MBVm7U

ব্যাঙ্কের মিত্র শাখায় লক্ষাধিক টাকার জালিয়াতি

স্টাফ রিপোর্টার, তমলুক: ব্যাংকের মিত্র শাখায় লক্ষাধিক টাকার জালিয়াতির জেরে সর্বস্বান্ত হলেন ৩০ জন গ্রাহক। ঘটনাটি ঘটেছে মহিষাদল থানার কেশবপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মিত্র শাখায়। পুলিশ সূত্রের খবর, প্রায় আড়াই বছর আগে সিদ্ধার্থ পাত্র নামে এক ব্যক্তি নন্দীগ্রামের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি মিত্র শাখা খুলেছিলেন মহিষাদল থানার কেশবপুরে। বর্তমানে সংশ্লিষ্ট ব্যাংকের মিত্র শাখায় গ্রাহক সংখ্যা প্রায় ৩০০৷ অধিকাংশ গ্রাহকই মহিলা৷

আরও পড়ুন: দারুণ খবর! কর্মচারীদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার

ওই মিত্র শাখার এক গ্রাহক সুখদা জানার অভিযোগ, ব্যাংকে গিয়ে পাশবই আপ টু ডেট করতে গিয়ে দেখেন কয়েক দফায় তার অ্যাকাউন্ট থেকে প্রায় ৫২ হাজার টাকা তোলা হয়েছে। অভিযোগ, মিত্র শাখায় গিয়ে বিষয়টি জানালে তারা কোনও গুরুত্ব দেননি৷ ঘটনার কথা জানাজানি হতেই বাকি গ্রাহকদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়৷ সন্দেহ হওয়ায় অন্য গ্রাহকরাও পাশবই আপ টু ডেট করতে গিয়ে দেখেন, কারও ১০ হাজার তো কারও আবার ২৩ হাজার টাকা তোলা হয়েছে। এরপরই শুক্রবার সকল গ্রাহক সহ স্থানীয় বাসিন্দারা সিদ্ধার্থ পাত্রকে আটক করে ঘটনার কারণ জানতে চানয়। তবে তিনি কোনও সদুত্তর না দেওয়ায় গ্রাহকরা মহিষাদল থানায় সিদ্ধার্থ পাত্রর বিরুদ্ধে অভিযোগ জানান৷ পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে৷

শনিবার ফের মিত্র শাখার গ্রাহকেরা নন্দীগ্রামের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তেরপেখ্যা শাখায় গিয়ে পাশবই আপ টু ডেট করে নিজেদের অ্যাকাউন্ট চেক করে দেখেন৷ গ্রাহকদের অভিযোগ, তিরিশ জন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা জালিয়াতি করা হয়েছে। ব্যাংকগুলি তাদের গ্রাহক বাড়াতে ও গ্রামের মানুষের কাছে ব্যাংকের পরিষেবা পৌঁছে দিতে এই মিত্র শাখাগুলি চালু করে। কিন্ত এই ঘটনার পর সাধারন মানুষের মনে এখন একটাই প্রশ্ন, কতটা সুরক্ষিত এই মিত্র শাখাগুলি?

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দিতায় জেতা আসন নিয়ে কী রায় দেবে শীর্ষ আদালত?

The post ব্যাঙ্কের মিত্র শাখায় লক্ষাধিক টাকার জালিয়াতি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KAM6R5

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez