Saturday, June 30, 2018

অমিতের কাছে রাজ্যনেতাদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মীদের

তিরুবনন্তপুরম: দলের রাজ্য স্তরের নেতাদের মধ্যে রয়েছে প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব। রাজ্যনেতাদের অনেকেই নিজের দায়িত্ব ঠিকমতো পালন করছে না। সেই কারণেই প্রস্ফুটিত হতে পারছে না পদ্ম। রাজ্যনেতাদের বিরুদ্ধে এমনই একগুচ্ছ অভিযোগ তুলল কেরলের বিজেপি কর্মীরা। অভিযোগ করা হয়েছে খোদ দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কাছে।

আরও পড়ুন- অমিতের সভায় ‘লাখো মানুষে’র সমাগম নিয়ে চিন্তিত তৃণমূল

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, চিঠি বা মেইল করে অভিযোগ জানায়ানি কেরলের বিজেপি কর্মীরা। বিজেপি সভাপতি অমিত শাহের ফেসবুক পেজের কমেন্ট করে জানানো হয়েছে অভিযোগ।

চলতি মাসের ২৭ তারিখে পশ্চিমবঙ্গের কর্মীদের সঙ্গে বৈঠকের ছবি পোস্ট করা হয়েছিল অমিত শাহের ফেসবুক পেজ থেকে। সেই পোস্টের মধ্যেই কেরলের বিজেপি কর্মীদের কমেন্টের বন্যা দেখা দেয়। প্রায় হাজার দুয়েক কমেন্টের মধ্যে অধিকাংশই ছিল দক্ষিণের রাজ্যের পদ্ম শিবিরের কর্মীদের। আর সেই সবই ছিল রাজ্য নেতাদের বিরুদ্ধে অভিযোগ।

কেরলের বিজেপি কর্মী সিথিন পাদিঞ্জারেথিল অমিত শাহকে উদ্দেশ্য করে লিখেছেন, “অবিলম্বে কেরল বিজেপি-র উপরে নজর দেওয়া হোক। শুনতে খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি যে কেরল রাজ্য বিজেপি নেতারা দ নিয়ে সক্রিয় নয়। সবাই নিজেদের গোষ্ঠী নিয়েই মেতে রয়েছে। তাদের দরকার নেই। এদের কারণে দল পিছিয়ে পড়ছে।” গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ করেছেন আরেক কর্মী মুরকান বাবু।

আরও পড়ুন- কে মিথ্যা বলছেন? প্রশ্ন তৃণমূলের

এছাড়াও গোকূল কৃষ্ণান নামের একজন অমিত শাহের উদ্দেশ্যে লিখছেন, “আপনি কি জানেন কেরলে বিজেপি কেন ব্যর্থ হচ্ছে? আমাদের নেতৃত্বের কারণে এমন হচ্ছে। সিপিএম বা এসডিপিআই-র হাতে কোনও বিজেপি কর্মী আক্রান্ত হলে নেতারা শুধু সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েই ক্ষান্ত থাকেন।” এক বিজেপি কাউন্সিলরের অফিসে সিপিএম হামলা চালানোর পর কর্মীদের সাহায্য করতে বিজেপি নেতাদের আগে কংগ্রেস নেতারা পৌঁছে গিয়েছিল বলে জানিয়েছেন গোকূল কৃষ্ণান।

লোকসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই। এরই মাঝে দলের নিচু তলার কর্মীদের ক্ষোভ প্রকাশ্যে আশায় অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। আরও বড় বিষয় হচ্ছে, কোনও চিঠি বা ইমেল নয়। যে ব্যাপারটি গোপন রাখা যাবে। কিমবা গোপন বৈঠক করে ধামাচাপা দিয়ে দেওয়া যাবে। রাজ্য নেতাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে সরব হয়েছেন কর্মীরা। এই অবস্থায় ক্ষত নিরাময়ে বিজেপি-র উচ্চ নেতৃত্ব কী ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার বিষয়।

The post অমিতের কাছে রাজ্যনেতাদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মীদের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2IE4c2S

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez