স্টাফ রিপোর্টার, কোচবিহার: সব কিছু ঠিকঠাক এগোলে আগামী শিক্ষাবর্ষ থেকেই কোচবিহারে সরকারি মেডিক্যাল কলেজের পঠনপাঠন শুরু হবে৷ জেলার প্রাচীন হাসপাতাল এমজেএনকে-ই এর জন্য বেছে নেওয়া হয়েছে৷ তবে সবকিছুর আগে প্রয়োজন মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়ার অনুমোদন৷
আগামী সেপ্টেম্বরে এমসিআই-এর এক প্রতিনিধি দল কোচবিহারে পরিকাঠামো খতিয়ে দেখতে আসছেন৷ তাঁরা সবুজসঙ্কেত দিলে কোচবিহার এমজেএন হাসপাতালেই শুরু হবে মেডিক্যাল কলেজের কাজ৷ তবে পঠনপাঠনের জন্য কোচবিহার স্টেডিয়ামে অবস্থিত যুব আবাসকেই চিহ্নিত করেছে জেলা প্রশাসন৷ এমসিআই চাইলে সেখানেই অস্থায়ীভাবে পঠনপাঠন শুরু হবে৷ পরে মেডিক্যাল কলেজের জন্য নির্মীয়মান ভবনের কাজ শেষ হলে সেখানে পঠনপাঠন স্থায়ী ভাবে শুরু করা হবে৷
আরও পড়ুন: সহপাঠীকে গণধর্ষণ! সেই ভিডিও ফাঁস করার হুমকি দিয়ে চলছে হেনস্থা
কোচবিহারে একটি মেডিক্যাল কলেজের দাবি দীর্ঘদিনের৷ কোচবিহার থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের দূরত্ব প্রায় ১৮০ কিলোমিটার৷ তাই এখান থেকে কোনও রোগীর চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া সময় সাপেক্ষ৷ এবং ব্যয় সাপেক্ষও বটে। তাই দীর্ঘদিন ধরেই জেলায় একটি মেডিক্যাল কলেজের দাবি ছিল কোচবিহারবাসীর৷ বাম আমলেও এই দাবি তুলে আন্দোলনে নেমেছিলেন দলীয় নেতারা৷
এমনকী কোচবিহারে মেডিক্যাল কলেজ তৈরির দাবিতে কোচবিহার জেলাশাসকের দফতরের সামনে অবস্থানেও বসেন জেলার তৎকালীন দুই মন্ত্রী। তবে ২০১১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জেলায় মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে ভোটে লড়াই করেছিল৷
আরও পড়ুন: নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ধৃত
ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি মতো বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরিও করে কোচবিহারে৷ এবার তৈরি হতে চলেছে মেডিক্যাল কলেজ৷ শহরের কৃষি বীজ খামারের জমিতে এই মেডিক্যাল কলেজ নির্মানের কাজ এগোচ্ছে৷ আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যেই এই মেডিক্যাল কলেজের ভবন নির্মাণের কাজ শেষ হয়ে যাবে৷
ইতিমধ্যে মেডিক্যাল কলেজের জন্য একজন মেডিক্যাল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (এমএসভিপি) নিয়োগ করাও হয়ে গিয়েছে৷ ইতিমধ্যেই নীলরতন সরকার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ শৈবাল মুখোপাধ্যায় এবং চিত্তরঞ্জন ন্যাশানাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অজয় রায় কোচবিহারে এসে মেডিক্যাল কলেজ নির্মানের কাজের অগ্রগতি খতিয়ে দেখেছেন৷
আরও পড়ুন: বিয়েবাড়িতে নাচের অপরাধে খুন মহাদলিত যুবক
তাঁদের কাছেই প্রস্তাব দেওয়া হয়েছে আগামী শিক্ষবর্ষ থেকে পঠনপাঠন শুরু করার৷ তবে তার আগে দরকার মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়ার অনুমোদন৷ কোচবিহারের জেলাশাসক কৌশিক সাহা জানিয়েছেন আরও দু’বছর সময় লাগবে নতুন ভবন নির্মাণ করতে৷ তবে মেডিক্যাল কাউন্সিলের অনুমোদন পেলে আগামী বছর থেকেই অস্থায়ী ভবনে পঠনপাঠন শুরু করা যেতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে৷
The post কাউন্সিলের অনুমোদন পেলে মেডিক্যাল পড়ার সুবিধা মিলবে কোচবিহারেও appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2yTaEn6
No comments:
Post a Comment