লখনউ: ফের ভাঙা হল দলিত আইকন ভিমরাও রামোজি আম্বেদকরের মূর্তি। ঘটনাস্থল আবারও সেই উত্তর প্রদেশের আজমগড়।
ঘটনাটি ঘটেছে আজমগড় জেলার কপতগঞ্জ থানা এলাকার রাজা পাত্তি গ্রামে। শনিবার সকালের দিকে গ্রামের সংবিধান প্রণেতা আম্বেদকরের ভাঙা মূর্তি দেখতে পান গ্রামবাসীরা।
খুব স্বভাবিকভাবেই বিষয়টি প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়ায় গ্রামে। খবর পেয়েই পরিস্থিতি সামাল দিতে আসরে নামে পুলিশ। গ্রামবাসীদের ক্ষোভ সামাল দিতে তড়িঘড়ি বসানো হয় নতুন মূর্তি। নতুন মূর্তি বসানোর কাজ পুলিশ নিজেই উদ্যোগ নিয়ে করে ফেলে।
এলাকায় উত্তেজনা ছড়াতেই দুষ্কৃতিরা এই মূর্তি ভাঙা হয়েছে বলে জানিয়েছেন কপতগঞ্জ থানার পুলিশ ইনস্পেক্টর দীননাথ পাণ্ডে। তাঁর কথায়, “এই ঘটনায় কোনও ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের না করায় এফআইআর করা যায়নি। তবে বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।”
এই নিয়ে গত পাঁচ মাসে তিন বার আম্বেদকরের মূর্তির উপরে হামলা চলল উত্তর প্রদেশে। যার মধ্যে দু’টি ঘটনাই আজমগড় জেলার। মার্চ মাসের ১০ তারিখে আজমগড় জেলা থেকেই শুরু হয়েছিল প্রথম ঘটনা। সেই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছিল। এরপর এপ্রিল মাসে বালিয়া জেলায় ঘটে দ্বিতীয় ঘটনা। যদিও সেই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে অভিযোগ দায়ের করা হয়েছে।
The post ফের উত্তর প্রদেশে ভাঙল আম্বেদকরের মূর্তি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2lJGauj
No comments:
Post a Comment