Saturday, June 30, 2018

কংগ্রেস-জেডি(এস) দল ভাঙাও, কর্মীদের নির্দেশ ইয়েদুরাপ্পার

বেঙ্গালুরু: জিতেও দখল করতে পারেননি ক্ষমতা। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়াও হয়ে গিয়েছিল। তারপরেও খোয়াতে হয়েছে পদ। সংগঠন মজবুত করতে দলীয় কর্মীদের বিরোধী দল ভাঙানোর নির্দেশ দিলেন বিএস ইয়েদুরাপ্পা।

কর্ণাটক বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারেনি বিজেপি। সেই সুযোগে জোটবদ্ধ হয়ে সরকার গঠন করেছে কংগ্রেস এবং জেডি(এস)। প্রতিকূলতা থাকলেও এখনও ওই রাজ্যে শাসন করছে জোট সরকার।

সেই প্রতিকূলতার সুযোগটাকেই কর্মীদের হাতিয়ার করতে বলেছেন বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা। শাসক কংগ্রেস এবং জেডি(এস) দলের নেতা-কর্মীদের বুঝিয়ে গেরুয়া শিবিরে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। নির্বাচনের আগে কাদা ছোঁড়াছুঁড়ি করার পরে জোট গঠন দুই পক্ষের অনেক নেতা-কর্মী ভালোভাবে নেয়নি বলে দাবি করেছেন ইয়েদুরাপ্পা। কংগ্রেস এবং জেডি(এস) দলের অনেক নেতা-কর্মী বিজেপিতে নাম লেখাতে আগ্রহী বলে দাবি করেছেন তিনি।

নতুন সদস্য দলে এলে পুরনোদের গুরুত্ব কমে যেতে পারে। সেই কারণে প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার প্রস্তাব কর্মীরা ভালোভাবে নাও নিতে পারেন। এই বিষয়টি মাথায় রেখে ইয়েদুরাপ্পা বলেছেন, “এমন ভাবার কিছু নেই যে নতুন সদস্য দলে যোগ দিলে পুরনোদের গুরুত্ব কমে যাবে।” যে সকল সৎ রাজনৈতিক কর্মী বিজেপি শিবিরে নাম লেখাতে আগ্রহী তাদের বাড়ি বাড়ি গিয়ে পদ্ম পতাকা হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিএস ইয়েদুরাপ্পা।

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়ায় বিজেপি-কে সরকার গঠনের সুযোগ দিয়েছিলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী হিসেবে শপথও নিয়েছিলেন বিএস ইয়েদুরাপ্পা। সরকার গঠন নিয়ে পদ্ম শিবিরের আত্মবিশ্বাস দেখে ঘোড়া কেনাবেচার অভিযোগ করেছিল কংগ্রেস এবং জেডি(এস) সহ অন্যান্য রাজনৈতিক দল। নিজেদের বিধায়কদের আগলে রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছিল কংগ্রেস এবং জেডি(এস)।

এবার ফের বিএস ইয়েদুরাপ্পার মুখে কংগ্রেস এবং জেডি(এস) দল ভাঙানোর কথা শোনা যাওয়ায় ঘুরে ফিরে আসছে সেই তত্ত্ব। কর্ণাটকের কংগ্রেস সাংসদ নাসির হুসেন বলেছেন, “দল ভাঙাতে চেয়ে কিসের ইঙ্গিত দিচ্ছেন ইয়েদুরাপ্পা? এসব করলে ফল কি হতে পারে সবার জানা আছে।” একই সঙ্গে তিনি আরও বলেছেন, “বিজেপি দুর্বল হয়েছে বলেই জোট ভাঙার চেষ্টা করছে।”

কংগ্রেসের অভিযোগ উড়িয়ে দিয়েছে কর্ণাটক রাজ্য বিজেপি নেতৃত্ব। পদ্ম শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে যে আসন্ন লোকসভা নির্বাচনে দলের সংগঠন মজবুত করার জন্যেই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের বিজেপি-তে সামিল করার কথা বলেছেন। জোট ভাঙার কোনও উদ্দেশ্য বিজেপি-র নেই। আর শুধু নেতা-কর্মী নিয়ে জোট সরকার ভাঙা যায় না।

The post কংগ্রেস-জেডি(এস) দল ভাঙাও, কর্মীদের নির্দেশ ইয়েদুরাপ্পার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2IFXiKp

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez