স্টাফ রিপোর্টার, তমলুক: ব্যাংকের মিত্র শাখায় লক্ষাধিক টাকার জালিয়াতির জেরে সর্বস্বান্ত হলেন ৩০ জন গ্রাহক। ঘটনাটি ঘটেছে মহিষাদল থানার কেশবপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মিত্র শাখায়। পুলিশ সূত্রের খবর, প্রায় আড়াই বছর আগে সিদ্ধার্থ পাত্র নামে এক ব্যক্তি নন্দীগ্রামের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি মিত্র শাখা খুলেছিলেন মহিষাদল থানার কেশবপুরে। বর্তমানে সংশ্লিষ্ট ব্যাংকের মিত্র শাখায় গ্রাহক সংখ্যা প্রায় ৩০০৷ অধিকাংশ গ্রাহকই মহিলা৷
আরও পড়ুন: দারুণ খবর! কর্মচারীদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার
ওই মিত্র শাখার এক গ্রাহক সুখদা জানার অভিযোগ, ব্যাংকে গিয়ে পাশবই আপ টু ডেট করতে গিয়ে দেখেন কয়েক দফায় তার অ্যাকাউন্ট থেকে প্রায় ৫২ হাজার টাকা তোলা হয়েছে। অভিযোগ, মিত্র শাখায় গিয়ে বিষয়টি জানালে তারা কোনও গুরুত্ব দেননি৷ ঘটনার কথা জানাজানি হতেই বাকি গ্রাহকদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়৷ সন্দেহ হওয়ায় অন্য গ্রাহকরাও পাশবই আপ টু ডেট করতে গিয়ে দেখেন, কারও ১০ হাজার তো কারও আবার ২৩ হাজার টাকা তোলা হয়েছে। এরপরই শুক্রবার সকল গ্রাহক সহ স্থানীয় বাসিন্দারা সিদ্ধার্থ পাত্রকে আটক করে ঘটনার কারণ জানতে চানয়। তবে তিনি কোনও সদুত্তর না দেওয়ায় গ্রাহকরা মহিষাদল থানায় সিদ্ধার্থ পাত্রর বিরুদ্ধে অভিযোগ জানান৷ পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে৷
শনিবার ফের মিত্র শাখার গ্রাহকেরা নন্দীগ্রামের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তেরপেখ্যা শাখায় গিয়ে পাশবই আপ টু ডেট করে নিজেদের অ্যাকাউন্ট চেক করে দেখেন৷ গ্রাহকদের অভিযোগ, তিরিশ জন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা জালিয়াতি করা হয়েছে। ব্যাংকগুলি তাদের গ্রাহক বাড়াতে ও গ্রামের মানুষের কাছে ব্যাংকের পরিষেবা পৌঁছে দিতে এই মিত্র শাখাগুলি চালু করে। কিন্ত এই ঘটনার পর সাধারন মানুষের মনে এখন একটাই প্রশ্ন, কতটা সুরক্ষিত এই মিত্র শাখাগুলি?
আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দিতায় জেতা আসন নিয়ে কী রায় দেবে শীর্ষ আদালত?
The post ব্যাঙ্কের মিত্র শাখায় লক্ষাধিক টাকার জালিয়াতি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KAM6R5
No comments:
Post a Comment