স্টাফ রিপোর্টার, বোলপুর: পঞ্চায়েত ভোট পর্ব মিটটেই ফের উত্তপ্ত হয়ে উঠল পাড়ুই৷ এলাকার এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়৷ পাড়ুইয়ের সাত্তোর তৃণমূল অঞ্চল সদস্য তিনি৷
জখম তৃণমূল নেতার নাম শেখ ইউসুফ৷ বৃহস্পতিবার রাতে শিমুলিয়া গ্রামে বাড়ি ফিরছিলেন তিনি৷ পথে কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে। সেখানেই লুটিয়ে পড়েন তৃণমূল নেতা ইউসুফ৷ পরপর বেশ কয়েকটি বোমার শব্দে ছুটে আসে গ্রামবাসীরা৷
এরপরই বিপদ বুঝে এলাকা ছাড়ে দুষ্কৃতীর দল৷ স্থানীয়রাই শেখ ইউসুফকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে৷ সেখানেই চিকিৎসা করা হয় তাঁর৷ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পাড়ুই থানার পুলিশ৷
এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়৷ বিরোধীদের অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই বোমাবাজির ঘটনা৷ যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে৷ তাদের দাবি, কোনও দলীয় কোন্দলের প্রশ্নই নেই৷ এলাকায় আতঙ্ক ছড়াতে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে৷ এলাকার লোকজনের সঙ্গে কথা বলে পাড়ুই থানার পুলিশ৷
The post পাড়ুইয়ে তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2ID3brV
No comments:
Post a Comment