Sunday, June 30, 2019
Bharat box office collection Day 26: Salman Khan film crosses Prem Ratan Dhan Payo’s lifetime collection
from Bollywood | The Indian Express https://ift.tt/2NiNeOT
Article 15 box office collection Day 3: Ayushmann Khurrana film picks up
from Bollywood | The Indian Express https://ift.tt/2IZPE0J
Punjab defies country-wide trend, kharif crop sowing up by 20 per cent in June
from India | The Indian Express https://ift.tt/2Xct351
दिल्ली में बेखौफ बदमाशों ने घर में घुसकर कारोबारी को बंदूक की नोक पर लूटा, CCTV में कैद वारदात
from home https://ift.tt/2XzTFkP
गुरूजी: आज की खास परवरिश टिप्स देखिए
from home https://ift.tt/2KPfZAN
World cup 2019: टीम इंडिया को मिली पहली हार. मेजबान इंग्लैंड ने 31 रन से हराया । देखिए सुबह की बड़ी खबरें
from home https://ift.tt/2RJ5eAO
मुंबई में फिर से शुरू हुई मूसलाधार बारिश, अनेक इलाकों में बारिश के साथ जल जमाव
from home https://ift.tt/305s2hb
विक्की कौशल ने याद किया 'संजू' का सफर, कमली के किरदार में आए थे नज़र
from home https://ift.tt/31ZrCux
जन्मदिन राशिफल, 1 जुलाई: आज है जन्मदिन तो समय का मिलेगा भरपूर साथ
from home https://ift.tt/2XnS1na
Kabir Singh box office collection Day 10: Shahid Kapoor film is still ruling the ticket window
from Bollywood | The Indian Express https://ift.tt/305CG7z
अमरनाथ यात्रा: कड़ी सुरक्षा के बीच शिवलिंग पहुंच रहे हैं बाबा बर्फानी के भक्त, दर्शन की शुरुआत आज से
from home https://ift.tt/2NnYQQW
राशिफल, 1 जुलाई सोमवार: तुला राशि वालों के लिए दिन अच्छा है, जानें अपनी किस्मत
from home https://ift.tt/2XfoCvc
कांग्रेस में इस्तीफों के बीच आज पार्टी के सभी मुख्यमंत्रियों से मुलाकात करेंगे राहुल गांधी
from home https://ift.tt/321lFNA
The US and China are talking trade again. But they’re still far apart
from World | The Indian Express https://ift.tt/2KPHxX0
North Korea nuclear deal would halt new weapons but leave arsenal intact
from World | The Indian Express https://ift.tt/2IYNAWJ
Bihar: Teen dragged into car, ‘raped’; police probe boyfriend’s role
from India | The Indian Express https://ift.tt/31X6m8F
World Cup: बेकार गया रोहित का शतक, इंग्लैंड ने 31 रनों से हराकर रोका भारत का विजयरथ
from home https://ift.tt/2YoqDlg
Movies in July 2019: Super 30, Judgementall Hai Kya, The Lion King and others
from Bollywood | The Indian Express https://ift.tt/2KPB6Df
SC তালিকায় ১৭ টি OBC জাতিকে অন্তর্ভুক্ত করল রাজ্যসরকার
লখনউঃ তপশীলি জাতি(SC)-র তালিকায় ১৭ টি OBC জাতিকে অন্তর্ভুক্ত করল যোগী সরকার। এই নিয়ে তিন বারের প্রচেষ্টায় সফল হল উত্তরপ্রদেশের OBC দের দাবি-দাওয়া। ওই ১৭ টি জাতির দীর্ঘ ১৫ বছরের দাবি ছিল তাদের অন্তর্ভুক্ত করা হোক তপশীলি জাতির তালিকায়। যাতে তাদের সামাজিক ও অর্থনৈতিক সুযোগ-সুবিধা বাড়বে। শুক্রবার দাবি মেনে রাতে তপশীলি জাতির তালিকায় অন্তর্ভুক্ত করা হয় তাদের নাম। ঘটনায় এদিন রাতেই প্রধানমন্ত্রী মোদীকে ‘ফেক – OBC’ বলে কটাক্ষ করেছেন তেজস্বী যাদব।
এই তালিকায় ঢোকানো হয়েছে নিশাদ, বিন্দ, মাল্লা, কেওয়াত, ভার, ধীবর, কাশ্যপ, বাথাম, মছুয়া, প্রজাপতি, রাজয়ার, কাহার, পট্টর, ধীমার, মাঝি, তুহাহা, এবং গৌড় জাতির নাম। এই ১৭ টি জাতি গত ১৫ বছর ধরে দাবি জানিয়ে আসছিল তাদের নাম তপশীলি জাতির তালিকায় অন্তর্ভুক্ত করা হোক। কিন্তু তা হয় নি। পূর্বে সরকারে থাকা দলগুলি এই বিষয়ে তৎপর হলেও বারবার তা ভেস্তে গিয়েছে। এই নিয়ে তৃতীয় দফার প্রচেষ্টায় তাদের দাবি মেটাতে সক্ষম হল বর্তমান সরকার। এখন থেকে ওই ১৭ জাতি চিহ্নিত হবে তপশীলি জাতি(SC) হিসেবে।
এর আগে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে ক্ষমতায় থাকাকালীন এই প্রচেষ্টা চালিয়েছিল। কিন্তু সেই প্রয়াস সফল হয় নি। ২০০৪ সালে প্রথম এই প্রয়াস দেখান মুলায়ম সিং যাদব। তখন উত্তরপ্রদেশ সরকারের পাবলিক সার্ভিস অ্যাক্ট(১৯৯৪) সংশোধনের চেষ্টা করেন তিনি। পরে এলাহাবাদ উচ্চ আদালত এই আর্জি বাতিল করে দেয়। পরবর্তী পদক্ষেপ নেওয়া হয় ২০১২ সালে অখিলেশ যাদব ক্ষমতায় আসার পর। কিন্তু কেন্দ্র সেই আর্জিও খারিজ করে দেয়।
The post SC তালিকায় ১৭ টি OBC জাতিকে অন্তর্ভুক্ত করল রাজ্যসরকার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2NxSy1k
মোদী সরকারের মাস্টারস্ট্রোক, আজ থেকেই ১০০ টাকা দাম কমছে রান্নার গ্যাসের
নয়াদিল্লিঃ সাধারণ বাজেটের আগে সাধারণ মানুষের জন্য সুখবর! একই সঙ্গে অবশ্যই স্বস্তির খবরও। দাম কমল গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের৷ যা কিনা একধাক্কায় অনেকটাই।
গত একমাস আগে ভর্তুকিহীন গ্যাসের দাম বাড়িয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়েছিল সদ্য দ্বিতীয় ইনিংশ শুরু করা মোদী সরকার৷ কিন্তু ঠিক একমাসের মাথায় সারপ্রাইজ পেল আম-আদমি৷ আজ সোমবার ১ জুলাই থেকে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ১০০.৫০ টাকা কমছে৷ রবিবার ইন্ডিয়ান অয়েল এক বিবৃতি দিয়ে এই দাম হ্রাসের কথা ঘোষণা করেছে। এর ফলে ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৭৩৭.৫০ টাকা থেকে এক ধাক্কায় কমে দাঁড়ালো ৬৩৭ টাকা। এক ধাক্কায় এতটা দাম কমে যাওয়াতে অবশ্যই স্বস্তির নিঃশ্বাস ফেলছে মধ্যবিত্ত।
ইন্ডিয়ান ওয়েলের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে তরল এলপিজির বাজারমূল্য এবং টাকা ও ডলারের রূপান্তরের দর কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত বাড়ির কাজে ব্যবহার করা এলপিজির দামে ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার, ফলে সেই গ্যাসের দাম কমে হবে ৪৯৪.৩৫ টাকা। বাকি ১৪২.৬৫ টাকা ভর্তুকি হিসেবে দেওয়া হবে। সেই টাকা গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা হবে, বলে বিবৃতিতে জানানো হয়েছে ইন্ডিয়ান ওয়েলের তরফে।
উল্লেখ্য, গত ১ জুন থেকে রাষ্ট্রায়ত্ব তেল সংস্থাগুলি ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়িয়েছিল সিলিন্ডার প্রতি ২৫টাকা৷ ফলে কলকাতায় ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হয়েছিল ৭৬৩ টাকা ৫০ পয়সা৷ বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দামে বৃদ্ধির জেরেই বেড়ে গিয়েছে রান্নার গ্যাসের দাম৷ গৃহস্থালীর কাজে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারে ১৪.২ কেজি এলপিজি থাকে। ভর্তুকিযুক্ত গ্যাসের দাম হল সিলিন্ডার প্রতি ৪৯৪.৩৫ টাকা৷ অন্যদিকে, ১৯ কিলো নন-ডমেস্টিক সিলিন্ডারের দাম ১৮৭ টাকা ৫০ পয়সা কমালো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এর ফলে নতুন দাম হয়েছে ১১৮৮ টাকা ৫০ পয়সা।
The post মোদী সরকারের মাস্টারস্ট্রোক, আজ থেকেই ১০০ টাকা দাম কমছে রান্নার গ্যাসের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2RKWzh8
ব্যাংকিং ক্ষেত্র সহ একাধিক পরিবর্তন ঘটতে চলেছে আজ থেকেই
আজ ১ লা জুলাই সোমবার। আজ থেকেই ব্যাংকিং ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। একগুচ্ছ সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে। সমস্যায় যাতে না পড়তে হয় সেই বিষয়টি এক ক্লিকে তুলে ধরা হল এই প্রতিবেদনে। জেনে নিন জরুরি এই তথ্যগুলি এবং শেয়ার করে অন্যকেও জানিয়ে দিন-
প্রথম, গত কয়েকদিন ধরে থাকা আশঙ্কা সত্যি হয়েছে। স্বল্প সঞ্চয়ে সুদ কমিয়ে দিয়েছে কেন্দ্র৷ অর্থমন্ত্রক জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের জন্য স্বল্প সঞ্চয়ে সুদের হার ০.১ শতাংশ কমানো হচ্ছে। নতুন এই হার আজ ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে। যার ফলে পিপিএফ, এনএসসি, পোস্ট-অফিস সহ একাধিক সঞ্চয়ী আমানতে কমছে সুদের হার। ৫জুলাই সাধারণ বাজেট কিন্তু তার আগেই মোদী সরকারের সিদ্ধান্ত দুশ্চিন্তায় ফেলেছে আমানতকারীদের৷ সরকারি এমন পদক্ষেপে অসুবিধায় পড়বেন গোটা দেশের বেশ কয়েক লক্ষ আমানতকারী যাদের একটা অংশ অবশ্যই বরিষ্ঠ নাগরিক৷
দ্বিতীয়, ব্যাংক গ্রাহকদের জন্যে সুখবর। গত কয়েকদিন আগে অনলাইনে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে পুরোপুরি চার্জ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আজ সোমবার ১ লা জুলাই সেই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে। যার ফলে আজ সোমবার থেকে আর RTGS ও NEFT চার্জ লাগছে না। মূলত নগদ নয়, ডিজিটাল লেনদেনে সাধারণ মানুষকে আরও উৎসাহিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তৃতীয়, সাধারণ বাজেটের আগে সাধারণ মানুষের জন্য সুখবর! দাম কমল গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের৷ আজ ১ জুলাই থেকে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ১০০.৫০ টাকা কমছে৷ রবিবার ইন্ডিয়ান অয়েল এক বিবৃতি দিয়ে এই দাম হ্রাসের কথা ঘোষণা করেছে। ফলে সাধারণ মানুষের বেশ কিছুটা স্বস্তি হবে বলেই মনে করছে ওয়াকিবহালমহল।
চতুর্থ, বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টের শর্তাবলী সহজ করা হচ্ছে। চেকবুক সহ অন্য সুবিধা পাবেন অ্যাকাউন্ট হোল্ডাররা। শুধু তাই নয়, আজ ১ জুলাই থেকে রেপো রেট সহ হোম লোন দেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া । দেশের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ রিজার্ভ ব্যাংকের সংশোধিত রেপো রেটের সঙ্গেই পরিবর্তন হবে এসবিআইয়ের রেটও ।
পঞ্চম, আজ সোমবার থেকেই বাড়ছে গাড়ির দাম। এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে প্রাইভেট গাড়ির দাম। ইতিমধ্যে বেশ কয়েকটি গাড়ি প্রস্তুতকারী সংস্থা তাদের বিভিন্ন মডেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। আর তা আজ থেকেই কার্যকর হতে চলেছে।
The post ব্যাংকিং ক্ষেত্র সহ একাধিক পরিবর্তন ঘটতে চলেছে আজ থেকেই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2KM1QEx
At Jaykar Bungalow: Reel by reel, a journey into the history of Indian cinema
from India | The Indian Express https://ift.tt/2J0vVyf
Saturday, June 29, 2019
अमरनाथ यात्रियों का पहला जत्था जम्मू से रवाना, टीम इंडिया की जीत के लिए प्रशंसक भी करने जा रहे हैं दर्शन
from home https://ift.tt/2RHK4CW
जम्मू कश्मीर: बडगाम में आतंकियों से मुठभेड़ जारी, दो से तीन आतंकियों को सुरक्षाबलों ने घेरा
from home https://ift.tt/2KMeVh5
सनसनी: कांग्रेस नेता के मर्डर का दुबई कनेक्शन ! कत्ल की कहानी गैंगस्टर की बीवी की जुबानी !
from home https://ift.tt/2Xhln6j
मनोरंजन फटाफट: ‘सुपर 30’ का नया गाना हुआ रिलीज, 12 जुलाई को रिलीज होगी फिल्म
from home https://ift.tt/2RK7qYT
कृति सेनन ने की दिलजीत दोसांझ की तारीफ, शरमा गए अभिनेता
from home https://ift.tt/2KM5RZN
जन्मदिन राशिफल, 30 जून: आज है जन्मदिन तो आगे बढ़ने का मिलेगा मौका, होगी तरक्की
from home https://ift.tt/2RPv2eE
जम्मू-कश्मीर: बम बम भोले के जयकारों के साथ शुरू हुई इस साल की अमरनाथ यात्रा, सुरक्षा के कड़े बंदोबस्त
from home https://ift.tt/324IBf1
अपने दूसरे कार्यकाल में पहली बार आज 'मन की बात' करेंगे PM मोदी
from home https://ift.tt/2NnWn93
राशिफल, 30 जून रविवार: मेष राशि वालों को मिलेगा आगे बढ़ने का मौका, जानें अपनी किस्मत
from home https://ift.tt/320DPyT
টানা তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
স্টাফ রিপোর্টার , কলকাতা : রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী তিন দিন এই বৃষ্টির পরিস্থিতি জারি থাকবে বলেজা নিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে তাই সেই সতর্কতা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতর থেকে।
উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ রবিবার আরও শক্তিশালী হয়ে উঠেছে। ফলে শনিবার দুপুর থেকেই কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে দফায় দফায় প্রচুর বৃষ্টি হয়েছে। রবিবার বৃষ্টির মাত্রা আরও বাড়বে বলে আভাস আবহাওয়া দফতর। এই দিন তিনেক মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি হবে। কলকাতার বাসিন্দারাও বৃষ্টি পাবে। এমনই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আজ রবিবার সকাল থেকেই যথারীতি কলকাতার আকাশ মেঘলা। বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। কাল দুপুর থেকে এখনও পর্যন্ত কলকাতায় ১.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ থেকে নেমে সকালে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস হয়েছে যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা স্বাভাবিকভাবেই ৯০ এর উপরে রয়েছে। সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ সর্বনিম্ন ৫৯ শতাংশ। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার মধ্যে শনিবার বেশী বৃষ্টি হয়েছে বেহালাতে। বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে যায়।
নির্দিষ্ট সময়ের অনেক পরে রাজ্যে বর্ষার আগমন ঘটেছে। দক্ষিণবঙ্গে ৮ জুনের পরিবর্তে ২১ জুন মৌসুমী বায়ু প্রবেশ করেছিল। কিন্তু মৌসুমী বায়ু দুর্বল হওয়ায়, ঠিক মতো বৃষ্টি হয়নি এত দিন। দুর্বল মৌসুমী বায়ুর প্রভাবে এতদিন দক্ষিণবঙ্গে বর্ষার যে খরা চলছিল, তার থেকে অনেকটাই মুক্তি মিলছে দক্ষিণের অন্যান্য অঞ্চলগুলিতেও।
কলকাতায় বৃষ্টির ঘাটতি (১-২৮ জুন) প্রায় ৬৮ শতাংশ। একই ভাবে দক্ষিণ ২৪ পরগনায় ৬০, উত্তর ২৪ পরগনায় ৭৫, হাওড়ায় ৬৫, পূর্ব মেদিনীপুরে ৪৭ এবং পশ্চিম মেদিনীপুরে ৪৬ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। দক্ষিণের সব জেলাতেই কম বেশী একই পরিস্থিতি। তিন দিনের বৃষ্টি সেই ঘাটতিকে কতটা মেটাতে পারে সেদিকে নজর থাকবে হাওয়া অফিসের। উত্তরবঙ্গের জন্যই সুখবর যে বৃষ্টির আতঙ্ক অন্তত তিন-চারদিন তাদের সইতে হচ্ছে না।
The post টানা তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2XdNlLA
মিথ্যে বলাই এই সব চাকরির অন্যতম যোগ্যতা
কর্মক্ষেত্রে মিথ্যে বলাকে নেতিবাচক-ভাবেই দেখা হয়। কিন্তু নির্দিষ্ট কিছু চাকরিতে মিথ্যে বলাটা একটি যোগ্যতা৷ তবে এ ছড়াও অনেকেই কম বেশি মিথ্যে বলে থাকেন৷ যেমন কাউকে আঘাত না দিতে চেয়ে মিথ্যে বলে এড়িয়ে যাওয়ার কৌশল৷ বা ছোটখাটো কিছু মিথ্যে বলে অনেক কিছু সামাল দেওয়ার চেষ্টা ইত্যাদি৷
বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷ তাতে দেখানো হয়েছে-মিথ্যে যদি হয় চাকরির অবশ্যম্ভাবী শর্ত? তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়৷ প্রতিবেদনে লেখা হয়েছে, যেমন সেলস ম্যানরা সব সময় সত্য বলে না৷ এটা তাদের কাজের একটা পদ্ধতি৷ নিজের বিক্রয়যোগ্য পণ্যের গুণাগুণকে বাড়িয়ে বলার কৌশল৷ এটি করতে না পারলে তার কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন থাকবে৷ এই ধরণের পেশার ক্ষেত্রে দেখা যায়, যে যত গুছিয়ে মিথ্যা বলতে পারবে, তার দক্ষতা তত বেশি৷
পড়ুন: জলের মাঝে বৃত্তাকারে বনবন করে ঘুরছে এই ভূতুড়ে দ্বীপ
আবার ধরুন এয়ারহোস্টেস জব৷ আপনার বিমান সফরে কোনও এয়ারহোস্টেস প্রবল ঝড় জলের সতর্কতা জানাবেন নরম ভঙ্গীতে হাসি হাসি মুখে৷ এটাও এক ধরণের মিথ্যে৷ যাত্রী অহেতুক চিন্তা যাতে না করেন তার জন্য এই কৌশল নেওয়া হয়৷
এরকমই অনেক পেশা রয়েছে মিথ্যে বলার উপর ভিত্তি করে৷ বিবিসি জানাচ্ছে, নতুন এক গবেষণায় বিশ্লেষণ করে দেখা গেছে, বেশ কিছু পেশায় মিথ্যে ভালো বলার কারণেই টিকে থাকা যায়। তবে তা প্রকাশ করার ধরণ ধারণ আলাদা৷ পেশাবিদরা এই পদ্ধতিকে গ্রাহকদের জন্য সর্বোত্তম পরিষেবা দানের প্রক্রিয়া বলে চিহ্নিত করেন৷ কিন্তু দেখা যায় এতে দাবি করা যা হয় তার তুলনায় তেমন কিছু থাকে না৷
আবার দেখা গিয়েছে, পেশাদার কোনও সংস্থাকে দিয়ে কোনও চাকরি প্রার্থী যদি তাঁর জীবনপঞ্জি তৈরি করান তাহলে সেখানে অবধারিতভাবে এমন কিছু লেখা হয় যেটা আদতে মিথ্যে৷ এই মিথ্যে লেখাটাই হল সেই সংস্থার কর্মীর কাছে বড় যোগ্যতা৷ রয়েছে এমনই আরও উদাহরণ৷ বিপণন জগতের বেশিরভাগই চলছে এমন তত্ত্বের ভিত্তিতে৷
অনেক মনোবিদের ধারণা, যাদের কল্পনাশক্তি অত্যন্ত প্রবল তাদের মধ্যেও মিথ্যে বলার অভ্যাস থাকে। কারণ তিনি সেই কল্পনার ভিত্তিতে যখন কিছু বর্ণনা কেন সেটার সঙ্গে বাস্তবের মিল থাকে না৷ তাহলে সেটি মিথ্যে৷ এই ধরণের ব্যক্তিরা ক্রিয়েটিভ পেশায় বিশেষ সফলতা পান৷ তাঁদের কল্পনাশক্তি অনেক কিছুর জন্ম দেয়৷ এটিও মিথ্যে বলারই একটি নমুনা৷
বিভিন্ন সময়ে কোনও দুরারোগ্য রোগের রিপোর্ট সরাসরি রোগী বা তাঁর নাবালক আত্মীয়ের কাছে শোনাতে চান না চিকিৎসকরা৷ তখন তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য বলে দেন খারাপ কিছু নয়, ভালোই রিপোর্ট এসেছে৷ এটা তিনি করেন রোগীর মনোবল ধরে রাখার জন্য৷ এটিও মিথ্যে৷.
আদতে আমরা কম বেশি সবাই মিথ্যে বলি৷ এই ধরণের মিথ্যে হানিকারক নয়৷ এতে কোনও দোষ নেই৷
The post মিথ্যে বলাই এই সব চাকরির অন্যতম যোগ্যতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2IY9Vny
Bharat box office collection Day 25: Salman Khan film is barely surviving
from Bollywood | The Indian Express https://ift.tt/2Yp2pHE
Kabir Singh box office collection Day 9: Shahid-Kiara film to cross Rs 150 crore mark
from Bollywood | The Indian Express https://ift.tt/2FILMiH
Article 15 box office collection Day 2: Ayushmann Khurrana starrer faces tough competition
from Bollywood | The Indian Express https://ift.tt/2xmMnlK
Prince William and Kate to visit Pakistan in the autumn
from World | The Indian Express https://ift.tt/2JcwsMn
अधिकारी को बल्ले से पीटने वाले बीजेपी MLA को जमानत मिलने के बाद समर्थकों ने मनाया जश्न, आज हो सकती है रिहाई
from home https://ift.tt/2Jd3OdN
PAKvAFG: पाकिस्तान ने अफगानिस्तान को 3 विकेट से हराया, सेमीफाइनल की उम्मीदें कायम
from home https://ift.tt/2JiuIkN
রবিবারে মাছ-মাংস-সবজির কী হাল জানাচ্ছে ‘বাজারদর’
সবজি
.চন্দ্রমুখী আলু – ১৮-২০ টাকা প্রতিকিলো . জ্যোতি আলু – ১২ টাকাপ্রতিকিলো .পিঁয়াজ – ২০-২৫ টাকা প্রতিকিলো .আদা – ১২০ টাকা প্রতিকিলো .রসুন – ৭০ টাকা প্রতিকিলো .পটল – ৩০ টাকা প্রতিকিলো
.ঢ্যাঁড়শ – ২০ টাকা প্রতিকিল.কুমড়ো – ৩০ টাকা প্রতিকিলো ..উচ্ছে – ১০০ টাকা প্রতিকিলো .ঝিঙে – ২০ টাকা প্রতিকিলো .বেগুন – ৪০ টাকা প্রতিকিলো. লাউ – ২০ টাকা প্রতিকিলো, চিচিঙ্গে – ২০ টাকা প্রতিকিলো, মোচা – ১২ থেকে ১৫ টাকা প্রাতি পিস.টমেটো – ৬০ টাকা প্রতিকিলো .লঙ্কা – ১০০ টাকা প্রতিকিলো .ক্যাপসিকাম – ৮০ টাকা টাকা প্রতিকিলো .
মাছ
.গোটারুই –১৬০ টাকা কিলো .কাটারুই – ২২০ টাকা কিলো .গোটাকাতলা – ২৫০ টাকা কিলো.কাটাকাতলা –৩৫০ টাকা কিলো .বাটা – ১৬০-১৮০ টাকা কিলো .চারাপোনা – ১৬০ টাকা কিলো .তেলাপিয়া – ১৬০টাকা কিলো .পাবদা – ৬০০ টাকা প্রতি কিলো .পার্শ্বে –৪০০ টাকা প্রতি কিলো .ভেটকি -৪০০ টাকা প্রতি কিলো.চিংড়ি – গলদা ৫০০ থেকে ৬০০-এর মধ্যে .বাগদা – ৮০০ টাকা প্রতি কিলো
মাংস
মুরগি কাটা –২২০ টাকা প্রতি কিলো মুরগি গোটা – ১৬০ টাকা প্রতি কিলো .পাঁঠা – ৬২০ টাকা প্রতিকিলো
The post রবিবারে মাছ-মাংস-সবজির কী হাল জানাচ্ছে ‘বাজারদর’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2XdqhN1
জম্মু-কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্তে অ্যান্টি-ট্যাংক মাইনে চাঞ্চল্য
শ্রীনগর: ফের মিলল লুকনো বিস্ফোরকের খোঁজ৷ জম্মু-কাশ্মীরে সাম্বা জেলার রামগড় সেক্টরের ইন্টারন্যাশনাল বর্ডারে অ্যান্টি ট্যাংক মাইনের খোঁজ পাওয়া যায়৷ শনিবার এই তথ্য তুলে ধরেছে পুলিশ৷
পুলিশের এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী, সাপওয়াল এলাকায় বসন্তর নদীর ধারে কিছু গ্রামবাসীর চোখে পড়ে এই অ্যান্টি ট্যাংক মাইন৷ সেখানে থাকা কিছু বিস্ফোরক পদার্থকে নিষ্ক্রিয় করতে সেনার বম্ব ডিজপোজাল স্কোয়াড সেখানে উপস্থিত রয়েছে৷ খবর পাওয়া মাত্রই এলাকাটি বিএসএফ এবং পুলিশ ঘিরে ফেলেছে বলে জানা গিয়েছে৷
এদিকে, জঙ্গিদের নিশানায় রয়েছে অমরনাথ যাত্রা৷ জইশ ই মহম্মদ জঙ্গি সংগঠনের পরবর্তী নিশানা অমরনাথের তীর্থযাত্রা৷ বিশেষত যে সব যাত্রীরা বালতাল রুট ধরে অমরনাথের পথে যাত্রা করেছেন, তাদের ওপর হামলার সতর্কবার্তা জারি করা হয়েছে৷
এমনিতেই অমরনাথ যাত্রায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন৷ তারমধ্যেই গোয়েন্দাদের কাছে পাকা খবর রয়েছে জঙ্গি হামলার৷ একাধিক গোয়েন্দা সংস্থা এই তথ্যকে নিশ্চিত করেছে৷ শেষ পাওয়া খবর অনুযায়ী জঙ্গিরা লুকিয়ে রয়েছে জম্মু কাশ্মীরের গাণ্ডেলবাল ও কঙ্গনের পার্বত্য এলাকায়৷
জি নিউজের সূত্র বলছে কীভাবে হামলা চলবে তার বিস্তারিত রিপোর্ট মিলেছে গোয়েন্দাদের কাছ থেকে৷ পয়লা জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে৷ তার আগেই নিরাপত্তার কড়া চাদর অমরনাথের রুটে৷ গোয়েন্দা সূত্রের খবরকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে প্রশাসন৷
The post জম্মু-কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্তে অ্যান্টি-ট্যাংক মাইনে চাঞ্চল্য appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2IXYSKV
নদীর বুক চিরে উঠে এল সাড়ে তিন হাজার বছর পুরনো রহস্যে ঘেরা সাম্রাজ্য
এরবিল: অবিশ্বাস্য মনে হলেও এমনই খবর উঠে এসেছে৷ মোসুলে শুকিয়ে যাওয়া নদীর নীচ থেকে উঠে এলে প্রায় সাড়ে তিন হাজার বছরের পুরনো সাম্রাজ্য৷ জানা গিয়েছে মোসুল বাঁধের জস স্তর অনেকটাই নেমে যায়৷ যে কারণে নদীর মাঝে আর্কিওলজিস্টরা এমন এক সাম্রাজ্যের সন্ধান পেয়েছেন৷ এই সাম্রাজ্য সিরিয়া এবং মেসোপটেমিয়ায় প্রভুত্ব করেছে বলে জানা যাচ্ছে৷
অমর উজালা সংবাদ মাধ্যম থেকে আরও জানা যাচ্ছে, ইরাকে টাইগ্রিস নদীতে তৈরি মোসুল বাঁধ দেশের সবথেকে বড় বাঁধ যা সাদ্দাম বাঁধ নামেও পরিচিত৷ এর অবস্থাই বর্তমানে বেহাল দশা৷ এখানে ৩,৪০০ বছরের পুরনো এক মহলের খোঁজ মিলেছে৷
জার্মানির টিউবিঙ্গন ইউনিভার্সিটির দাবি, এই মহলের সম্পর্ক রহস্যে ঘেরা মিতানি সাম্রাজ্যের সঙ্গে রয়েছে৷ এখনও পর্যন্ত মিতানি সাম্রাজ্য সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি৷ যেমন জানা যায়নি এর রাজধানী সম্পর্কে৷
মনে করা হচ্ছে, নদীর নীচ থেকে বেরিয়ে আসা এই মহল থেকে অনেক রহস্যের উন্মোচন হবে, যার থেকে জানা যাবে মিতানি সাম্রাজ্য সম্পর্কে আরও কিছু৷ গত বছর আর্কিওলজিস্টরা টাইগ্রিস নদীর ধারে বেশ কিছু ধ্বংসাবশেষ পেয়েছিলেন যেখানে মিতানি সাম্রাজ্যের অনেক ছোট-বড় চিহ্ন জড়িয়ে ছিল৷ জানা গিয়েছে, লাল এবং নীল রঙের দেওয়ালের ধ্বংসাবশেষও পাওয়া গিয়েছে৷ মনে করা হচ্ছে এই ধ্বংসাবশেষ নতুন কোনও রহস্যের দরজা খুলে দেবে৷
The post নদীর বুক চিরে উঠে এল সাড়ে তিন হাজার বছর পুরনো রহস্যে ঘেরা সাম্রাজ্য appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Xhu8NL
ম্যানগ্রোভ বাঁচাতে মোদীর স্বপ্নের বুলেট ট্রেন নিয়ে নতুন করে চিন্তাভাবনা
মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের বুলেট প্রকল্প৷ মুম্বই থেকে আমেদাবাদ যাবে এই বুলেট ট্রেন। তার কারণেই ট্রেনের যাত্রাপথে থাকা ১৩.৩৬ হেক্টর ম্যানগ্রোভ অরণ্য কেটে ফেলা হবে বলে জানা যায়৷ তবে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড (NHRSCL)-এর এমডি অচল খারে শনিবার জানিয়েছেন ম্যানগ্রোভ বাঁচানোর জন্য থানে স্টেশনের ডিজাইনের ওপর নতুন করে কাজ করা হবে৷
খারে জানান, এই বিষয়ে পরিবেশ মন্ত্রক শর্ত আরোপ করেছে৷ সেই অনুযায়ী, ম্যানগ্রোভ এলাকা যাতে প্রভাবিত না হয় তার জন্য থানে স্টেশনের ডিজাইন নিয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে৷ এই বিষয়ে কথা বলা হচ্ছে জাপানি ইঞ্জিনিয়ারদের সঙ্গেও৷
খারে আরও বলেন, স্টেশন অপরিবর্তিতই রয়েছে৷ এর আগের ডিজাইনে ১২ হেক্টর ম্যানগ্রোভ এলাকার প্রভাব পড়ছিল, এখন যা তিন হেক্টরে এসে দাঁড়িয়েছে৷ অর্থাৎ ৫৩,০০০ ম্যানগ্রোভের জায়গায় ৩২,০৪৪ ম্যানগ্রোভে প্রভাব পড়বে৷
পরিবহন মন্ত্রী এ প্রসঙ্গে বলেন, “একটি গাছ কাটা হলে সরকার তার পরিবর্তে পাঁচটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে। বেশি গাছ কাটা পড়বে না। তাছাড়া এর জেরে নভি মুম্বইয়ের কোথাও বন্যার কোনও আশঙ্কা নেই। ট্রেন প্রকল্পের পিলারগুলি অনেক উঁচু হবে। এর ফলে পরিবেশের বিশেষ কোনও ক্ষতি হবে না।”
এ প্রসঙ্গে কংগ্রেসের বিধায়ক শরদ রানপাইসের একটি প্রশ্নের জবাবে রাওতে বলেন, “মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের জন্য মোট ১,৩৭৯ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে। যার মধ্যে গুজরাটে রয়েছে ৭২৪.১৩ হেক্টর ব্যক্তিগত মালিকানাধীন জমি। মহারাষ্ট্রে রয়েছে ২৭০.৬৫ হেক্টর। এর মধ্যে শুধুমাত্র পালঘর জেলাতেই রয়েছে ১৮৮ হেক্টর। ওই এলাকার সাধারণ বাসিন্দাদের সঙ্গে কথা বলা হচ্ছে। তাঁদের যা ক্ষয়ক্ষতি হয়েছে সরকার সেই ক্ষতিপূরণ দেবে।”
পড়ুন: বিহারে শিশু মৃত্যুর কারণ হতে পারে অ্যাসবেসটাসের বাড়ি
অবশ্য বিরোধীদের অভিযোগ, পরিবেশ রক্ষার থেকেও নরেন্দ্র মোদীর স্বপ্নপূরণে বেশি গুরুত্ব দিচ্ছেন ফড়ণবিস সরকার। তাই বুলেট ট্রেন প্রকল্পের জন্য কয়েক হেক্টর ম্যানগ্রোভের অরণ্য ধ্বংস করতেও ভাবছেন না তারা। শুধু ম্যানগ্রোভ অরণ্যই নয়, এই প্রকল্পের ফলে যাত্রাপথের দুধারে থাকা কৃষকদের জমিও ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা পরিবেশবিদদের।
পরিবেশবিদরা আশঙ্কা করছেন, এ বার বন্যার জল ঢুকবে মুম্বইতে। এতদিন নভি মুম্বইতে কখনও বন্যা জল ঢোকেনি। তবে একটা বড় অংশ থেকে বিপুল পরিমাণ ম্যানগ্রোভ কেটে ফেলার ফলে বন্যার জল ঢোকার আশঙ্কা থাকতে পারে।
The post ম্যানগ্রোভ বাঁচাতে মোদীর স্বপ্নের বুলেট ট্রেন নিয়ে নতুন করে চিন্তাভাবনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2IYSEe0
পুনের মর্মান্তিক ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা সরকারের, গ্রেফতার ২
পুনে: পাঁচিল ভেঙে ১৫ জনের মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুণের কন্ধোয়ায়। আর ঘটনায় শনিবারই পুনে পুলিশ গ্রেফতার করেছে ২ জনকে৷ ৮ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে৷ এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন বিল্ডার থেকে শুরু করে সাইট ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন সুপারভাইজার৷ কোনধওয়া পুলিস স্টেশনের সিনিয়র পুলিশ ইন্সপেক্টর জানান, অ্যালকন ল্যান্ডমার্কের বিপুল আগরওয়াল এবং বিবেক আগরওয়াল নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷
মুষলধারে বৃষ্টি শুরু হয় পুনেতে। যার জেরে কন্ধোয়ার একটি আবাসনের পার্কিং লটের দেওয়াল ধসে পড়ে। আর তাতেই চাপা পড়ে মৃত্যু হয় অন্তত ১৫ জনের। কন্সট্রাকশনের কাজ যেখানে চলছিল তার ৪০ ফুটের মধ্যেই ছিল বাড়ির দেওয়াল। পার্কিং লটের ঠিক পাশেই ছিল বস্তি এলাকা। দেওয়াল বস্তির একাধিক ঘরের উপরেই ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় সকলেই ঘুমিয়ে ছিলেন। এই কারণেই এতগুলো মানুষ মারা গিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। যার মধ্যে রয়েছে চার শিশু সহ এক মহিলা।
ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) উদ্ধারকারী দল। ঘটনাস্থলে দমকলও উপস্থিত ছিল। রাত ১ টা ৪৫ মিনিট নাগাদ ভেঙে পড়ে দেওয়ালটি। দেওয়ালটির উচ্চতা ১৫ ফুট। আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। ধসে পড়া দেওয়ালের নীচে আরও অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে বলে মনে করছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধারকারী দল।
মহারাষ্ট্র সরকার নিহতদের পরিবার প্রতি ৫ লক্ষ ঠাকা এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন৷ তবে মৃতদের বেশির ভাগেরই পরিচয় জানা এখনও সম্ভব হয়নি। ওই আবাসনের কাছেই আরও একটি বড় কমপ্লেক্স তৈরির কাজ চলছে। তার কর্মীরা মূলত বিহার এবং উত্তর প্রদেশ বাসিন্দা। তারা ওই ঘটনাস্থলের আশেপাশেই অস্থায়ী ঘর বেঁধে থাকছিলেন বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে।
২০১০ এর পর পুনেতে এটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত। ঘটনায় দুঃখ প্রকাশ করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। তিনি টুইটে জানিয়েছেন, “কন্ধোয়ায় দেওয়াল ধসে পড়ে জীবনহানির ঘটনা দুঃখজনক। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। পুনের জেলা প্রশাসনকে আমি এ বিষয়ে সঠিক তদন্তের নির্দেশ দিয়েছি”।
The post পুনের মর্মান্তিক ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা সরকারের, গ্রেফতার ২ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2XcYNqK
কর্তারপুর করিডোর: পাকিস্তানের সঙ্গে বৈঠকে নতুন প্রস্তাব ভারতের
নয়াদিল্লি: কর্তারপুর করিডোর নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনার জন্য নতুন তারিখের প্রস্তাব দিল ভারত৷ শনিবার এই খবর প্রকাশ্যে আসে৷ জানা গিয়েছে, গত এপ্রিলে যে আলোচনা বন্ধ হয়ে গিয়েছিল, সেই আলোচনার জন্যই ১১-১৪ জুলাই নতুন দিনক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে৷ ধর্মীয় করিডর নিয়ে গত ২ এপ্রিল ওয়াঘা সীমান্তে দ্বিতীয় দফার বৈঠক হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তানের। কিন্তু পাক প্রতিনিধিদলে দুই খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীর নাম থাকায় আপত্তি জানায় ভারত। এই বিষয়ে পাকিস্তান তাদের বক্তব্য না জানানো পর্যন্ত বৈঠক স্থগিত রাখা হবে বলে জানানো হয়৷
কর্তারপুর করিডর নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে সে সময় ১০ সদস্যের একটি কমিটির ঘোষণা করেছিলেন পাক তথ্য বিভাগের মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেন। এই কমিটিতে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা গোপাল সিংহ চাওলা ও মণীন্দ্র সিংহ তারার নামও ছিল। গোপাল সিংহ চাওলার সঙ্গে লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদের ঘনিষ্ঠতা রয়েছে বলে অভিযোগ।
কিছুদিন আগে জানানো হয়েছিল, এই করিডোর নিয়ে ভারতের প্রস্তাব মেনে নিতে অস্বীকার করেছিল পাকিস্তান এবং কিছু শর্ত আরোপ করেছিল৷ পাকিস্তানের বক্তব্য ছিল, পূণ্যার্থীরা বিশেষ অনুমতিতেই কর্তারপুরে যাত্রা করতে পারবেন৷ ভারতের প্রস্তাব ছিল, ভারতীয় নাগরিক ছাড়া ওভারসিজ ইন্ডিয়ান কার্ড যাদের রয়েছে তাদেরও এই কর্তারপুর যাত্রার অনুমতি দেওয়া হোক৷ কিন্তু পাকিস্তান জানিয়েছিল, শুধুমাত্র ভারতীয় নাগরিকদেরই অনুমতি দেওয়া হবে৷
চলতি বছরে গুরু নানকের জন্মের ৫৫০ বছরপূর্তি উপলক্ষে ভারত-পাকিস্তানের মধ্যে করতারপুর করিডর গড়ায় সায় দিয়েছে মোদী সরকার। পঞ্জাব থেকে আন্তর্জাতিক সীমান্ত পর্যন্ত বিস্তৃত এই করিডর। সীমান্তের ওপারে একই ধরনের করিডর গড়বে পাকিস্তান। এর জেরে উপকৃত হবেন পুণ্যার্থীরা। পাশাপাশি সীমান্ত পেরিয়ে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের করতারপুর গুরুদ্বারে গুরু নানকের সমাধিস্থলে পৌঁছতে সমস্যায় পড়বেন না তাঁরা।
The post কর্তারপুর করিডোর: পাকিস্তানের সঙ্গে বৈঠকে নতুন প্রস্তাব ভারতের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2IW2Ljw
Friday, June 28, 2019
दिल्ली: 8 साल बाद टैटू गर्ल की हत्या के आरोपी तक पहुंची पुलिस, लेकिन मुर्दा मिला कातिल | सनसनी
from home https://ift.tt/2RM6Sl5
क्या सुरक्षा के लिए लगाए गए CCTV ही बन जाएंगे भारत के लिए खतरा? दिल्ली की हर हरकत पर होगी चीन की नजर? घंटी बजाओ
from home https://ift.tt/2KLemUQ
Suhana Khan finishes graduation in London, Shah Rukh Khan says, ‘school ends, learning doesn’t’
from Bollywood | The Indian Express https://ift.tt/2X5bPGM
Kabir Singh box office collection Day 8: Shahid Kapoor film’s first week ends on a fabulous note
from Bollywood | The Indian Express https://ift.tt/2Jqg1w7
राहुल गांधी के समर्थन में अब तक करीब 150 नेताओं ने दिया इस्तीफा, दीपक बाबरिया ने भी पद छोड़ा
from home https://ift.tt/2XgJ8eK
SLVsSA: मधुमक्खियों के कारण मैच में आई रुकावट, डंक से बचने के लिए मैदान में लेट गए सभी खिलाड़ी
from home https://ift.tt/2JhkalR
इटली में बच्चों के फिल्म महोत्सव में दिखाई जाएगी रानी मुखर्जी की 'हिचकी'
from home https://ift.tt/2REJndy
जन्मदिन राशिफल, 29 जून: आज है जन्मदिन तो समय अच्छा है, लाभ मिलेगा
from home https://ift.tt/2xj0Per
PM Modi holds separate talks with presidents of Indonesia, Brazil; focus on bilateral ties, trade
from India | The Indian Express https://ift.tt/2X6DLdr
Bharat box office collection Day 24: Salman Khan film is on the verge of folding up
from Bollywood | The Indian Express https://ift.tt/2IWt2OH
Article 15 box office collection Day 1: Ayushmann Khurrana film off to a good start
from Bollywood | The Indian Express https://ift.tt/2YkeKgf
শনিবারের বাজার দর জেনে নিন
সবজি- চন্দ্রমুখী আলু – ১৮-২০ টাকা প্রতিকিলো, জ্যোতি আলু – ১২ টাকা প্রতিকিলো, পিঁয়াজ – ২০-২৫ টাকা প্রতি কিলো, আদা – ১২০ টাকা প্রতি কিলো, রসুন – ৭০ টাকা প্রতি কিলো,
পটল – ৩০ টাকা প্রতি কিলো, ঢ্যাঁড়শ – ২০ টাকা প্রতিকিলো, কুমড়ো – ৩০ টাকা প্রতিকিলো, উচ্ছে – ১০০ টাকা প্রতি কিলো, ঝিঙে – ২০ টাকা প্রতিকিলো, বেগুন – ৪০ টাকা প্রতি কিলো, লাউ – ২০ টাকা প্রতিকিলো,
চিচিঙ্গে – ২০ টাকা প্রতিকিলো, মোচা – ১২ থেকে ১৫ টাকা প্রাতি পিস, টমেটো – ৬০ টাকা প্রতিকিলো, লঙ্কা – ১০০ টাকা প্রতিকিলো, ক্যাপসিকাম – ৮০ টাকা টাকা প্রতিকিলো।
মাছ- গোটারুই –১৬০ টাকা কিলো, কাটারুই – ২২০ টাকা কিলো, গোটাকাতলা – ২৫০ টাকা কিলো, কাটা কাতলা –৩৫০ টাকা কিলো, বাটা – ১৬০-১৮০ টাকা কিলো, চারাপোনা – ১৬০ টাকা কিলো,
তেলাপিয়া – ১৬০টাকা কিলো, পাবদা – ৬০০ টাকা প্রতি কিলো, পার্শ্বে –৪০০ টাকা প্রতি কিলো, ভেটকি -৪০০ টাকা প্রতি কিলো, চিংড়ি – গলদা ৫০০ থেকে ৬০০-এর মধ্যে, বাগদা – ৮০০ টাকা প্রতি কিলো
মাংস – মুরগি কাটা –২২০ টাকা প্রতি কিলো মুরগি গোটা – ১৬০ টাকা প্রতি কিলো .পাঁঠা – ৬২০ টাকা প্রতিকিলো
The post শনিবারের বাজার দর জেনে নিন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2IZIh9T
আদুল গায়ের সেই ‘ঔধত্মে’-র মোড়কে মেয়েদের বাঁচার লড়াই
সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: ভারতে আর কিছু বিক্রি না হোক, ক্রিকেট বিক্রি হয়। কটূ শুনতে লাগছে? লাগলে ভালো।
ভাগ্যিস সেটা বিক্রি হয়। তবেই না এক যুবকের শার্ট খুলে ওড়ানো দেখে একটা প্রজন্মের লড়াইয়ের ভাষাটাই বদলে যায়। অনেকটা তেমনই সম্ভবত ভাবাতে চেয়েছেন অভিনব দেও। তার নতুন ছবি ‘দুসরা’-র ট্রেলার বলছে নারীদের লড়াইয়ের নতুন দিক খুলে যাওয়ার গল্প।
যে গল্প চোখে চোখ রেখে লড়াই করার। যেমনটা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অভিনব যেন ভাবাতে চাইছেন, ন্যাটওয়েস্ট ট্রফি জিতে সভ্য লর্ডসের ব্যালকনিতে শার্ট ওড়ানোর মধ্যে কোথাও লুকিয়ে রয়েছে মেয়েদের পাখনা মেলে ওড়ার , স্বপ্ন দেখার লড়াইটাও। যা তিনি ফুটিয়ে তুলতে চাইছেন রুপোলি পর্দায়।
ফ্লিনটফের বলটা কোনওরকমে ঠেকিয়েই দৌড় জাহিরের। তারপর বাঙালি জানে , ভারত জানে লর্ডসের ব্যালকনির কাহিনী। দামাল বঙ্গসন্তান যখন ঔধত্মের ছটা ছড়াচ্ছেন, তখনই ভারতের কোনও এক বাড়িতে হয়তো জীবনটাকে নতুন ভাবে লড়তে শিখছে কোনও এক মেয়ে। ‘দুসরা’র গল্পটা সম্ভবত এমনভাবেই দেখাঁতে চাইছেন অভিনব।
‘আমরা নারী , আমরা পারি’। লড়াইটা কবে শুরু হয়েছিল? দিনক্ষণ বলা সম্ভব নয়। কারণ নারীর সমান অধিকার পাওয়ার লড়াই এখনও চলছে। এখনও কোনও এক মেয়েকে শুনতে হচ্ছে ‘ওই মেয়েটা , ভেলভেলেটা, আমাদের পাড়ায় যাবি?’-র মতো শব্দ কিংবা রঞ্জনার দাদারা মিলে এখনও ওর প্রেমিকের ঠ্যাং খোঁড়া করে দেওয়ার হুমকি দেয়।
স্বাধীনতা নয়, ওদের লড়াইটা সমান অধিকার পাওয়ার। দুসরা ছবির পরিচালকের চোখে সেই সমান অধিকারের লড়াইটা কোনওভাবে করতে শিখিয়েছেন সৌরভ। ফিনিক্সের মতো ওড়ার বার্তা দিয়েছেন জামা উড়িয়ে। তথাকথিত সভ্যদের গাল দিয়ে ভূত ভাগিয়ে তিনি যেন নারীদের শিখিয়েছিলেন, ‘চোখে চোখ রেখে কথা বল, তবেই পারবে’।
অনেক ছবি রিলিজ হচ্ছে প্রত্যেক শুক্রবার। কিন্তু স্টারডমহীন কোনও একছবির মিনিট দুয়েকের ট্রেলর নিয়ে এত আলোচনা সম্ভবত খুব কম সময়েই হয়। ট্রেলর যেন বার্তা দিচ্ছে, সৌরভ যেমন ভারতের আবেগ, নারীও ভারতের আবেগ। পরিচালকের ভাষায় , ‘১৯৪৭ সালে ভারতের রাজনৈতিক স্বাধীনতা পেয়েছিল ভারত। ১৯৯১-এ অর্থনৈতিক। আর ২০০২ সালে মিলেছিল আবেগের স্বাধীনতা।’ এমন আবেগের মুক্তি কবে ? জানানো হয়নি। অপেক্ষা করতে হবে।
The post আদুল গায়ের সেই ‘ঔধত্মে’-র মোড়কে মেয়েদের বাঁচার লড়াই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2XezkNO
World Bank chief urges reforms to attract investment amid trade uncertainty
from World | The Indian Express https://ift.tt/2RG9cdt
Trump offers to meet North Korea’s Kim at DMZ this weekend
from World | The Indian Express https://ift.tt/2REHzkM
महाराष्ट्र: पुणे में दर्दनाक हादसा, 20 फीट ऊंची दीवार मजदूरों के घर पर गिरी, 16 लोगों की मौत
from home https://ift.tt/2YnHzIK
राशिफल, 29 जून शनिवार: मकर राशि वालों को मिलेगी तरक्की, जानें अपनी किस्मत
from home https://ift.tt/2Jcqknj
শোভনের ওয়ার্ডে কি পুরভোটে প্রার্থী রত্না, মমতার সিদ্ধান্ত জল্পনা
স্টাফ রিপোর্টার, কলকাতা: শোভন চট্টোপাধ্যায়ের ওয়ার্ডের দায়িত্ব এবার আনুষ্ঠানিকভাবে তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷
কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ডের উন্নয়নের কাজ দেখতে শুক্রবার একটি কমিটি গড়ন করেছেন তিনি। সেই কমিটির মাথায় বসিয়েছেন রত্না চট্টোপাধ্যায়কে। শোভন চট্টোপাধ্যায়ের জেতা ওই ওয়ার্ডে কি তাহলে আগামী পুরভোটে প্রার্থী হচ্ছেন রত্না? তৃণমূল সুপ্রিমোর এই সিদ্ধান্তে জল্পনা বাড়ল৷
আরও পড়ুন- ঐতিহাসিক রাম মন্দিরের পুকুর বুজিয়ে অবৈধ নির্মাণ, অভিযুক্ত তৃণমূল বিধায়ক
প্রাক্তন মেয়র-মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় আর তৃণমূলে ফিরবেন না। এমনটা বুঝতে পেরেই শুক্রবার সকালে বিধানসভায় নিজের কক্ষে বেহালার ১৯ জন কাউন্সিলরকে বৈঠকে ডেকেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সূত্রে খবর, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তাঁর অনুগামী ১৯ জন কাউন্সিলরকে নিয়ে রীতিমতো চিন্তায় আছে দল। রাজ্যে একের পর এক পুরসভা বিজেপির হাতে চলে যাওয়ার শোভন চট্টোপাধ্যায় অনুগামীদের নিয়ে চিন্তা বাড়ছে। দলের কেউ কেউ মনে করছেন, শোভনের সঙ্গে বিজেপির যোগাযোগ রয়েছে৷
আরও পড়ুন- অভিযোগে আমল দেননি অভিষেক, অভিমানে পদত্যাগ তৃণমূলের উপ পুরপ্রধানের
এদিনের ১৬ কাউন্সিলর উপস্থিত ছিলেন। তাদের মধ্যে থেকে তিন জনের একটি কমিটি গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটির মাথায় থাকবেন রত্না। তাঁর সঙ্গে থাকবেন ১৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য (শিক্ষা) অভিজিৎ মুখোপাধ্যায় ও ১২৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অঞ্জন দাস।
উল্লেখ্য, শোভন-রত্নার ডিভোর্সের মামলা আদালতে বিচারাধীন। বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে উভয়ের মধ্যেই দূরত্ব কয়েকযোজন বেড়েছে৷ এই পরিস্থিতিতে শোভনের বদলে রত্নার পাশে দাঁড়িয়েছে তৃণমূল। সদ্য লোকসভা নির্বাচনেও ১৩১ নম্বর ওয়ার্ডের দায়িত্ব রত্নাকেই দিয়েছিলেন দিদি৷ আগামী পুরভোটেও যে রত্নার উপরই তিনি আস্থা রাখছেন এদিন সেই বার্তাই দিলেন মমতা৷
The post শোভনের ওয়ার্ডে কি পুরভোটে প্রার্থী রত্না, মমতার সিদ্ধান্ত জল্পনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Xey9hm
Nearly half a million people urge Indian government to declare a ‘climate emergency’
from India | The Indian Express https://ift.tt/2xmAoEw
গ্রেফতার হওয়া বিধায়ককে সম্মান জানিয়ে পোস্টার শহরজুড়ে
ভোপাল: পুরকর্মীদের ব্যাট দিয়ে পেটানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন বিধায়ক। আদালত জামিন মঞ্জুর করা তো দুরের কথা জামিনের আবেদন টুকুও শোনার প্রয়োজন মনে করেনি। যদিও বিধায়ক তথা নেতার কাজের মধ্যে কোনও ভুল দেখছে না দলীয় কর্মীরা। জেলে যেতেই তাঁর সম্মানে পোস্টার লাগান হল এলাকায়।
আরও পড়ুন- ঐতিহাসিক রাম মন্দিরের পুকুর বুজিয়ে অবৈধ নির্মাণ, অভিযুক্ত তৃণমূল বিধায়ক
আলোচিত ব্যক্তির নাম আকাশ বিজয়বর্গীয়। বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ পুরকর্মীদের ক্রিকেট ব্যাট নিয়ে তাড়া করে কয়েক ঘা মেরেছিলেন। বুধবার ইন্দোরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিতর্ক ছড়িয়েছে মধ্যপ্রদেশের রাজনীতিতে। বিজয়বর্গীয় মধ্যপ্রদেশের ইন্দোরের বিধায়ক৷ এই ঘটনায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়৷ পরে গ্রেফতার করা হয় তাঁকে৷
আরও পড়ুন- অভিযোগে আমল দেননি অভিষেক, অভিমানে পদত্যাগ তৃণমূলের উপ পুরপ্রধানের
বুধবারের সেই ঘটনার পরে শুক্রবারে দেখা গেল নতুন চিত্র। শহরের ব্যস্ততম এলাকাগুলিতে ছেয়ে গিয়েছে আকাসের ছবি সম্বলিত পোস্টার। যেখানে লেখা রয়েছে, “স্যালুট আকাশ জি।” পাশেই বিজেপির দলীয় পতাকা রয়েছে। পোস্টারের নিচে কিছু লেখা না থাকলেও দল যে বিধায়কের পাশেই আছে তা বুঝতে সমস্যা হয় না। যদিও বিষয়টি নজরে আসতেই পোস্টারগুলি সরিয়ে ফেলে পুরসভা।
আরও পড়ুন- কাটমানি বিতর্কের মাঝেই মাত্রাতিরিক্ত ওষুধ খেয়ে অসুস্থ জেলা পরিষদের সভাধিপতি
সূত্রের খবর গত বুধবার ইন্দোরে জবরদখল উচ্ছেদ করতে গিয়েছিলেন পুরকর্মীরা। প্রবল বচসার মাঝে ব্যাট নিয়ে তাড়া করেন কৈলাস বিজয়বর্গীর বিধায়ক পুত্র। আকাশের সঙ্গে যোগ দেন তার অনুগামীরা। পুলিস বাধা দেওয়ার চেষ্টা করলেও রক্ষা হয়নি। ব্যাট হাতে তুলকালাম কাণ্ড করেন কৈলাস পুত্র আকাশ বিজয়বর্গীয়।
এমনকি, সাংবাদিকদের সামনেই তেড়ে যান পুরকর্মীদের দিকে। মার খান পুরকর্মীরা। এক পুরকর্মীকে টানাটানি, ধাক্কাধাক্কি করা হয়। এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য তার পিছনে ধাওয়া করা হয়। পুরকর্মীদের পাঁচ মিনিটের মধ্যে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকিও দেন আকাশ। কোনওক্রমে তাদের হাত থেকে পুরকর্মীদের বাঁচায় পুলিস।
এদিকে, আকাশের হয়ে সাফাই দেন মধ্যপ্রেদশের বিজেপি নেতা হিতেশ বাজপেয়ী। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, উচ্ছেদ করতে এসে ওইসব পুরকর্মীরা ঘুষ চেয়েছিলেন। “আপনারা পুরকর্মীদের মারধরের জন্য আকাশকে জেলে পুরতে পারেন। কিন্তু ওইসব ঘুষখোর পুরকর্মীদের কী হবে?”
The post গ্রেফতার হওয়া বিধায়ককে সম্মান জানিয়ে পোস্টার শহরজুড়ে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2X8BK0b
इंडोनेशिया और ब्राजील के राष्ट्रपति से मिले पीएम मोदी, अब G20 सम्मेलन के तीसरे सत्र में होंगे शामिल
from home https://ift.tt/2Lt7Mld
Dr M Annadurai, Project director, Chandrayaan 1: ‘Chandrayaan 2 logical extension of what we did in first mission’
from India | The Indian Express https://ift.tt/2JciQ3H
Thursday, June 27, 2019
সিঁদুর পরে নেট দুনিয়ায় ট্রোলড সাংসদ নুসরত জাহান
নিউজ ডেস্ক: ফের নেট দুনিয়ায় ট্রোলড নুসরত জাহান। সিঁদুর পরে সংসদে গিয়েই নেটিজেনদের তামাশার উদাহরণ হয়েছেন তিনি। নেট দুনিয়ায় মিলছে তেমন তথ্যই। তার চেয়েও বড় কথা, এই নিয়ে বিস্ফোরক মন্তব্য দিতে শোনা গেল তৃণমূল সাংসদদেরই! তাদের বক্তব্য, হিন্দু ছেলেকে বিয়ে করা মানে এই নয় যে নিজের মুসলিম স্বত্তা বিসর্জন দিতে হবে!
১৯ জুন বিয়ে সেরেছেন বসিরহাটের নব নির্বাচিত সাংসদ। ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিয়ে করেছেন টলিস্টার। তুরস্কে বসেছিল তাদের বিয়ের আসর। তারপরেই সংসদে শপথ নিতে হাজির হন তিনি। এদিন বাঙালি বধূর বেশে শাড়ি-শাঁখা-সিঁদুর পরে হাজির হন তিনি। আর এই সাজেই নেটিজেনদের তামাশার উদাহরণ হয়েছেন নব পরিনীতা।
এর আগে এক সাংসদকে ইসলাম বিরোধী বলে অভিহিত করার পর শিরোনামে এসেছিলেন নুসরত। বিয়ের পর সংসদে শপথ নেওয়ার বিষয়েও প্রশ্নের মুখে পরতে হয়েছিল নুসরতকে। সংসদে যাওয়ার প্রথম দিনেই ট্রোলড হয়েছিলেন তিনি। সংসদে পশ্চিমী পোষাক পরে ছবি তোলা নিয়ে অন্য সাংসদ মিমির সঙ্গে শেষবার ট্রোলড হয়েছিলেন তিনি। এবার হিন্দু নারীর সাজে তার সংসদে প্রবেশ আলাদা মাত্রায় নজর কেড়েছে নেটিজেনদের।
নুসরত অবশ্য এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন, তার নজরে আসার জন্যই কিছু মানুষ এসব করছেন।
“আমরা এদের এড়িয়ে যাওয়া ছাড়া আর কি করতে পারি বলুন?” তিনি আরও বলেন, একজন হিন্দুকে বিয়ে করা মানে এই নয় যে আমি আমার মুসলিম স্বত্তা বিসর্জন দিয়ে দিয়েছি। তিনি বলেন, মুসলিম পরিবারে জন্মেছেন আর সেই আভিজাত্যই বজায় রেখে যাবেন আজীবন। কিন্তু অন্য ধর্মকে সম্মান করাতে দোষের কিছু নেই!
The post সিঁদুর পরে নেট দুনিয়ায় ট্রোলড সাংসদ নুসরত জাহান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2X3IPzf
Bharat box office collection Day 23: Salman Khan starrer stands strong despite new releases
from Bollywood | The Indian Express https://ift.tt/2FA8Pwg
G-20 LIVE: ओसाका में पीएम मोदी का आतंकवाद पर प्रहार, कहा- आतंकवाद पर होना चाहिए इंटरनेशनल सम्मेलन
from home https://ift.tt/2JbLnpU
Dasna temple priest Yati Narasinghanand released from jail
from India | The Indian Express https://ift.tt/pciraez
-
from India | The Indian Express https://ift.tt/3lnTQJq
-
কলকাতা: লোধা কমিটির প্রস্তাব সম্পূর্ণ কার্যকরী করার দিকে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল৷ বাংলার প্র...
-
from Bollywood – The Indian Express https://ift.tt/2LEQVso