Saturday, June 30, 2018

অবিশ্বাস্য কম খরচে পুরী ঘোরাবে IRCTC

সামনেই রথযাত্রা৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে ভারতীয় রেল মন্ত্রক নিয়ে এল তীর্থযাত্রার এক সুবর্ণ সুযোগ৷ আইআরসিটিসির অধীনস্থ ‘ক্লাসিক ওড়িশা-কোনারক ডান্স অ্যান্ড ইন্টারন্যাশনাল স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল স্পেশাল’ প্যাকেজটিতে দেখানো হবে মোট চারটি জায়গা৷

এর মধ্যে রয়েছে পুরী, চিলকা এবং কোনারক। চার দিনের এই ট্যুরটি শুরু হবে ৩০ নভেম্বর, ২০১৮৷ বেলা ১২.৩০ মিনিটে চেন্নাই এয়ারপোর্ট থেকে ছাড়বে নির্দিষ্ট উড়ানটি৷ যেটি ভুবনেশ্বর পৌঁছবে দুপুর ২.১৫ মিনিটে৷

পুরো যাত্রাটিতে খরচের তালিকায় থাকছে একাধিক অপশন৷ যেখানে পূর্ণবয়স্কের জন্য খরচ থাকছে জনপ্রতি ২৪,৩৩০ টাকা৷ তবে, সেটি যদি শেয়ারিং হিসেবে হয় সেক্ষেত্রে, খরচ কমে প্রতিজনে পড়বে ১৭,৬৫৫ টাকা করে৷ তিনজনের শেয়ারিং হলে জনপ্রতি খরচ পড়বে ১৬,৫৪৫ টাকা৷ পাঁচ থেকে এগারো বছর বয়সীদের খরচ পড়বে ১৪,৩২০ টাকা৷ যাত্রীদের প্রয়োজনীয় যাবতীয় খরচ নিয়েই তৈরি করা হয়েছে হিসেবের তালিকাটি৷

যার মধ্যে থাকছে ইকোনমি ক্লাসের রিটার্ন টিকিট, পুরীতে থাকাকালীন হোটেলের খরচ, সাইডসিন, পানীয় জলের খরচ, খাওয়া-দাওয়া, ট্যুরগাইড, এন্ট্রি-ফি সহ একাধিক বিষয়ের খরচ৷ বিভিন্ন ধরণের ট্যাক্স, রুম-সার্ভিস, ব্যাক্তিগত খরচের দায়ভার কর্তৃপক্ষ কোনভাবেই গ্রহণ করবে না৷ প্যাকেজ বাতিলের ক্ষেত্রে থাকছে বেশ কিছু শর্ত৷ নির্দিষ্ট দিনের ২১ দিন আগে প্যাকেজটি বাতিল করলে দিতে হবে ৩ শতাংশ কর৷ ২১-১৫ দিন এবং ১৪-৮ দিন আগে বাতিলের জন্য দিতে হবে যথাক্রমে ৫৫ এবং ৮০ শতাংশ পর্যন্ত কর৷ আট দিন আগে টিকিট বাতিল করলে কোনরকম টাকা ফেরত পারেন না যাত্রীরা৷

The post অবিশ্বাস্য কম খরচে পুরী ঘোরাবে IRCTC appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KABiCx

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez