Saturday, June 30, 2018

আর্জেন্টিনা জিতলে এমনটাই দুঃসাহসিক করবেন ‘ঝুমা বৌদি’!

কলকাতা: আজকাল বৌদিকে রাখা কঠিন হয়ে দাঁড়িয়ে। মাঝে মাঝেই পাতলা শাড়ির সঙ্গে ইষৎ বক্ষবিভাজিকা সোশ্যাল মিডিয়ার হটকেক হয়ে ওঠেন তিনি। তবে আজকে যদি আর্জেন্টিনা জেতেন তাহলে সে স্বাদ আরও একবার পাবেন সাইবারবাসী। হয়ত মিলতে পারে তারও বেশি। এবার ফুটবল বিশ্বকাবে এখন ম্যাজিক দেখাতে পারেনি মেসি। তাই আজকের ম্যাচে যদি মেলে মেসি ম্যাজিক তাহলে সাদা নীল শাড়িতে আসবেন ‘দুপুর ঠাকুরপোদের বৌদি’

সম্প্রতি ‘হইচই’-এর সাইটে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে মোনালিসা বলছেন, ‘মেসিকে দেখলেই আমার মনের মধ্যে সব মিস হয়ে যায়।আমার মনে হয় আজকের ম্যাচে ও তিন তিনটে গোল করে হ্যাট্রিক করবে। আর আমি নিল আর সাদা শাড়ি পড়ে খুব খুব হট্টগোল করব’।

থার্টি-সিক্স টোয়েন্টি ফোর অ্যান্ড শোলডার টুয়েলেভ! বৌদির ফিজিক্স মেজারমেন্টের কাত ঠাকুরপোদের দল। ওয়েরের পর্দার পাশাপাশি মোনালিসার সোশ্যাল অ্যাকাউন্টে উঠেছে ঝড়। কারণ যেখানে একের পর এক উত্তেজিত ভিডিও পোস্ট করে চলেছেন ঝুমা বৌদা। যা দেখতে রীতিমতো নাজেহাল দশা বৌদির দেবরদের।

আরও পড়ুন: OMG! জিৎ কত্ত টাকার মালিক

সিজন ওয়ানে উমা বৌদি মায়াবী চোখের ইশারা, বাঁকা ঠোঁটের হাসি যে থাবা বসিয়েছে ঠাকুপোদের মনে তা বিট করতে পারল না ঝুমা বৌদি। সব কিছু থেকেও যেন কিছু একটা নেই। তাই জ্যেঠুর বউ-এ এবার পাড়ার মন মজবে কিনা তা নিয়ে একটা সন্দেহে ইতিমধ্যে তৈরি হয়েছে। তাই সিজন টু-এর বৌদি দর্শনের পর অনেকেই হতাশ হয়েছিলেন। কিন্তু কিছু সময়ের মধ্যে ছলাকলায় উমা বৌদিকে গুনে গুনে গোল দিচ্ছেন ভোজপুরী এই বৌদি।

উমাবৌদি’র পর এবার ওয়েব দুনিয়ায় হাজির নটি অ্যান্ড হটি ‘ঝুমাবৌদি’। যাঁকে দেখে ইতিমধ্যে দুপুরের ঘুম দূরে থাক রাতেরও ঘুমও উড়েছে ঠাকুরপোদের। বারবার উঁকি দিচ্ছেন ওয়েবের জানালায়। আর দেখে টুক করে একাবার নিচ্ছেন ঝুমাবৌদিকে। তবে শুধু হইচইয়ের সাইটে নয়! এই তাকঝাক চলছে মোনালিসার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও। কারন বিভিন্ন সময় নানান ভিডিও ও ছবি পোস্ট করে চলেছেন সুন্দরী। যা দেখতে রীতিমতো ভিড় উপচে পড়ছে সাইবার পাড়ায়। ওয়েব সিরিজের

তবে এটা নতুন কিছু নয়। মা বৌদি রূপে আসার আগেই ফটো সেশনে সাইবারবাসীদের পাগল করেছেন মোনালিসা। যেখানে একটিতে নায়িকা বন্দি হয়েছে স্নানের দৃশ্যে। তবে শুধু স্নান বললে একটু ভুল হবে। স্নানের আগের মুহূর্তে গায়ে হলুদ মাখছেন সুন্দরী। আর সেই মুহূর্ত চার ফ্রেমে বন্দি হয়ে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে নেট দুনিয়ায়।

আরও পড়ুন:  ‘আমাকে চুমু খাওয়ার চেষ্টা করেছিল’ বিস্ফোরক স্বরা

ভোজপুরী সিনেদুনিয়ায় জনপ্রিয় মোনালিসা। তবে বিগ বসের দশম সিজনে আসার পর থেকেই পরিচিতি বেড়েছে মোনালিসার। ভোজপুরী অভিনেতা বিক্রান্ত সিং-কে বিয়ে করেছেন তিনি। বিগ বসের ঘরেই বিয়ে হয়েছিল তাঁর। টেলিভিশনে দেখানো হয়েছিল সেই বিয়ে।

The post আর্জেন্টিনা জিতলে এমনটাই দুঃসাহসিক করবেন ‘ঝুমা বৌদি’! appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2ICEvzv

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez