স্টাফ রিপোর্টার , কলকাতা: অতিরিক্ত গরম এবং প্রাক বর্ষায় কম বৃষ্টির জের পড়তে পারে দেশের কৃষিকাজের ক্ষেত্রে। এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় মৌসম ভবন। তাদের তথ্য অনুযায়ী দক্ষিণ পেনিনসুলা দগ ভারতের বেশ কিছু প্রান্তে তুলনামূলক অনেক কম বৃষ্টি হয়েছে। অনেকটাই ঘাটটি রয়েছে ঝড় জলের ফলে তার প্রভাব পরতে পারে চাষের উপর।
মৌসম ভবনের তথ্য অনুযায়ী দক্ষিণ পেনিনসুলায় দক্ষিণ-পূর্ব ঘেঁষা ভারতের কে রাজ্যগুলি রয়েছে সেখানে যথেষ্ট বৃষ্টির ঘাটটি রয়েছে। জানা যাচ্ছে পন্ডীচেরী, গোয়া, মহারাষ্ট্রে বৃষ্টির ঘাটতির পরিমান ৩১ শতাংশ। পূর্ব ও উত্তর পূর্ব ভারতে প্রাক বর্ষার মরসুমে ২৩ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। ভারতের বিভিন্ন দিকে প্রাক বর্ষার বৃষ্টির তুলনায় এই সমস্ত অঞ্চলে বৃষ্টির পরিমান বেশ কম।
মার্চ থেকে মে, এটাই প্রাক বর্ষার সময়কাল। এই সময়ে বৃষ্টি কম হলে শস্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশী। বৃষ্টি মাটির নীচের তাপমাত্রাকে কমিয়ে আনে ফলে শস্য ফলাতে অনেকটাই সুবিধা হয়। দেখা যাচ্ছে ১৭ এপ্রিল থেকে দেশের প্রত্যেক প্রান্তেই প্রকট গরম পড়েছে এটাই চিন্তার কারন হতে পারে চাষিদের ক্ষেত্রে।
তার উপর মহারাষ্ট্র , গোয়াতে বৃষ্টির ঘাটতি আরও চিন্তা বাড়াতে পারে। কেন্দ্রীয় হাওয়া অফিস জানাচ্ছে, আরব সাগর এবং বঙ্গোপসাগরের আর্দ্র হাওয়াই ঝড় বৃষ্টির পথকে সহজ করে। আরব সাগরের দিকে তুলনায় এই আর্দ্র অবস্থা কম তৈরি হয়েছে বলে বৃষ্টির ঘাটতি হয়ে রয়েছে। ফলে শস্যের ভবিষ্যৎ খারাপ হতে পারে।
আবহবিদরা জানাচ্ছেন, পশ্চিম ঘাট পর্বতমালা এবং উত্তর – পূর্ব ভারতের চাষবাস অনেকটাই নির্ভরশীল প্রাক বর্ষার বৃষ্টির উপরে। এইসব অঞ্চলে বৃষ্টির ঘাটতির ফলে আগামী দিনে অশনি সংকেত হতে পারে। তবে এখনও পুরো মেস মাস রয়েছে। এই সময়ে আর্দ্র হাওয়া তৈরি হয়ে বেশী বৃষ্টি হয়ে ঘাটতি পূরণ করলে তখন অনেকটাই স্বস্তি মিলবে চাষিদের। না হলে খারাপ খবরের ইঙ্গিত স্পষ্ট হবে। বিশেষ করে আখ , রেশম চাষ অনেকটাই হয় দক্ষিণ ও দক্ষিণ – পূর্ব এবং উত্তর – পশ্চিম ভারতে। তা ক্ষতিগ্রস্ত হতে পারে।
পাহাড় ঘেরা অঞ্চলে আপেল চাষের ক্ষতি হতে পারে। কম বৃষ্টিতে পাহাড়ের জঙ্গলে দাবানল হওয়ার সম্ভাবনাও থাকে। আর এর জন্যই প্রয়োজন বৃষ্টির।
The post প্রাক বর্ষায় কম বৃষ্টি, মাথায় হাত চাষিদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Vx4HpX