মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের বুলেট প্রকল্প৷ মুম্বই থেকে আমেদাবাদ যাবে এই বুলেট ট্রেন। তার কারণেই ট্রেনের যাত্রাপথে থাকা ১৩.৩৬ হেক্টর ম্যানগ্রোভ অরণ্য কেটে ফেলা হবে বলে জানা যায়৷ তবে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড (NHRSCL)-এর এমডি অচল খারে শনিবার জানিয়েছেন ম্যানগ্রোভ বাঁচানোর জন্য থানে স্টেশনের ডিজাইনের ওপর নতুন করে কাজ করা হবে৷
খারে জানান, এই বিষয়ে পরিবেশ মন্ত্রক শর্ত আরোপ করেছে৷ সেই অনুযায়ী, ম্যানগ্রোভ এলাকা যাতে প্রভাবিত না হয় তার জন্য থানে স্টেশনের ডিজাইন নিয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে৷ এই বিষয়ে কথা বলা হচ্ছে জাপানি ইঞ্জিনিয়ারদের সঙ্গেও৷
খারে আরও বলেন, স্টেশন অপরিবর্তিতই রয়েছে৷ এর আগের ডিজাইনে ১২ হেক্টর ম্যানগ্রোভ এলাকার প্রভাব পড়ছিল, এখন যা তিন হেক্টরে এসে দাঁড়িয়েছে৷ অর্থাৎ ৫৩,০০০ ম্যানগ্রোভের জায়গায় ৩২,০৪৪ ম্যানগ্রোভে প্রভাব পড়বে৷
পরিবহন মন্ত্রী এ প্রসঙ্গে বলেন, “একটি গাছ কাটা হলে সরকার তার পরিবর্তে পাঁচটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে। বেশি গাছ কাটা পড়বে না। তাছাড়া এর জেরে নভি মুম্বইয়ের কোথাও বন্যার কোনও আশঙ্কা নেই। ট্রেন প্রকল্পের পিলারগুলি অনেক উঁচু হবে। এর ফলে পরিবেশের বিশেষ কোনও ক্ষতি হবে না।”
এ প্রসঙ্গে কংগ্রেসের বিধায়ক শরদ রানপাইসের একটি প্রশ্নের জবাবে রাওতে বলেন, “মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের জন্য মোট ১,৩৭৯ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে। যার মধ্যে গুজরাটে রয়েছে ৭২৪.১৩ হেক্টর ব্যক্তিগত মালিকানাধীন জমি। মহারাষ্ট্রে রয়েছে ২৭০.৬৫ হেক্টর। এর মধ্যে শুধুমাত্র পালঘর জেলাতেই রয়েছে ১৮৮ হেক্টর। ওই এলাকার সাধারণ বাসিন্দাদের সঙ্গে কথা বলা হচ্ছে। তাঁদের যা ক্ষয়ক্ষতি হয়েছে সরকার সেই ক্ষতিপূরণ দেবে।”
পড়ুন: বিহারে শিশু মৃত্যুর কারণ হতে পারে অ্যাসবেসটাসের বাড়ি
অবশ্য বিরোধীদের অভিযোগ, পরিবেশ রক্ষার থেকেও নরেন্দ্র মোদীর স্বপ্নপূরণে বেশি গুরুত্ব দিচ্ছেন ফড়ণবিস সরকার। তাই বুলেট ট্রেন প্রকল্পের জন্য কয়েক হেক্টর ম্যানগ্রোভের অরণ্য ধ্বংস করতেও ভাবছেন না তারা। শুধু ম্যানগ্রোভ অরণ্যই নয়, এই প্রকল্পের ফলে যাত্রাপথের দুধারে থাকা কৃষকদের জমিও ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা পরিবেশবিদদের।
পরিবেশবিদরা আশঙ্কা করছেন, এ বার বন্যার জল ঢুকবে মুম্বইতে। এতদিন নভি মুম্বইতে কখনও বন্যা জল ঢোকেনি। তবে একটা বড় অংশ থেকে বিপুল পরিমাণ ম্যানগ্রোভ কেটে ফেলার ফলে বন্যার জল ঢোকার আশঙ্কা থাকতে পারে।
The post ম্যানগ্রোভ বাঁচাতে মোদীর স্বপ্নের বুলেট ট্রেন নিয়ে নতুন করে চিন্তাভাবনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2IYSEe0
No comments:
Post a Comment