কর্মক্ষেত্রে মিথ্যে বলাকে নেতিবাচক-ভাবেই দেখা হয়। কিন্তু নির্দিষ্ট কিছু চাকরিতে মিথ্যে বলাটা একটি যোগ্যতা৷ তবে এ ছড়াও অনেকেই কম বেশি মিথ্যে বলে থাকেন৷ যেমন কাউকে আঘাত না দিতে চেয়ে মিথ্যে বলে এড়িয়ে যাওয়ার কৌশল৷ বা ছোটখাটো কিছু মিথ্যে বলে অনেক কিছু সামাল দেওয়ার চেষ্টা ইত্যাদি৷
বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷ তাতে দেখানো হয়েছে-মিথ্যে যদি হয় চাকরির অবশ্যম্ভাবী শর্ত? তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়৷ প্রতিবেদনে লেখা হয়েছে, যেমন সেলস ম্যানরা সব সময় সত্য বলে না৷ এটা তাদের কাজের একটা পদ্ধতি৷ নিজের বিক্রয়যোগ্য পণ্যের গুণাগুণকে বাড়িয়ে বলার কৌশল৷ এটি করতে না পারলে তার কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন থাকবে৷ এই ধরণের পেশার ক্ষেত্রে দেখা যায়, যে যত গুছিয়ে মিথ্যা বলতে পারবে, তার দক্ষতা তত বেশি৷
পড়ুন: জলের মাঝে বৃত্তাকারে বনবন করে ঘুরছে এই ভূতুড়ে দ্বীপ
আবার ধরুন এয়ারহোস্টেস জব৷ আপনার বিমান সফরে কোনও এয়ারহোস্টেস প্রবল ঝড় জলের সতর্কতা জানাবেন নরম ভঙ্গীতে হাসি হাসি মুখে৷ এটাও এক ধরণের মিথ্যে৷ যাত্রী অহেতুক চিন্তা যাতে না করেন তার জন্য এই কৌশল নেওয়া হয়৷
এরকমই অনেক পেশা রয়েছে মিথ্যে বলার উপর ভিত্তি করে৷ বিবিসি জানাচ্ছে, নতুন এক গবেষণায় বিশ্লেষণ করে দেখা গেছে, বেশ কিছু পেশায় মিথ্যে ভালো বলার কারণেই টিকে থাকা যায়। তবে তা প্রকাশ করার ধরণ ধারণ আলাদা৷ পেশাবিদরা এই পদ্ধতিকে গ্রাহকদের জন্য সর্বোত্তম পরিষেবা দানের প্রক্রিয়া বলে চিহ্নিত করেন৷ কিন্তু দেখা যায় এতে দাবি করা যা হয় তার তুলনায় তেমন কিছু থাকে না৷
আবার দেখা গিয়েছে, পেশাদার কোনও সংস্থাকে দিয়ে কোনও চাকরি প্রার্থী যদি তাঁর জীবনপঞ্জি তৈরি করান তাহলে সেখানে অবধারিতভাবে এমন কিছু লেখা হয় যেটা আদতে মিথ্যে৷ এই মিথ্যে লেখাটাই হল সেই সংস্থার কর্মীর কাছে বড় যোগ্যতা৷ রয়েছে এমনই আরও উদাহরণ৷ বিপণন জগতের বেশিরভাগই চলছে এমন তত্ত্বের ভিত্তিতে৷
অনেক মনোবিদের ধারণা, যাদের কল্পনাশক্তি অত্যন্ত প্রবল তাদের মধ্যেও মিথ্যে বলার অভ্যাস থাকে। কারণ তিনি সেই কল্পনার ভিত্তিতে যখন কিছু বর্ণনা কেন সেটার সঙ্গে বাস্তবের মিল থাকে না৷ তাহলে সেটি মিথ্যে৷ এই ধরণের ব্যক্তিরা ক্রিয়েটিভ পেশায় বিশেষ সফলতা পান৷ তাঁদের কল্পনাশক্তি অনেক কিছুর জন্ম দেয়৷ এটিও মিথ্যে বলারই একটি নমুনা৷
বিভিন্ন সময়ে কোনও দুরারোগ্য রোগের রিপোর্ট সরাসরি রোগী বা তাঁর নাবালক আত্মীয়ের কাছে শোনাতে চান না চিকিৎসকরা৷ তখন তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য বলে দেন খারাপ কিছু নয়, ভালোই রিপোর্ট এসেছে৷ এটা তিনি করেন রোগীর মনোবল ধরে রাখার জন্য৷ এটিও মিথ্যে৷.
আদতে আমরা কম বেশি সবাই মিথ্যে বলি৷ এই ধরণের মিথ্যে হানিকারক নয়৷ এতে কোনও দোষ নেই৷
The post মিথ্যে বলাই এই সব চাকরির অন্যতম যোগ্যতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2IY9Vny
No comments:
Post a Comment