সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: ভারতে আর কিছু বিক্রি না হোক, ক্রিকেট বিক্রি হয়। কটূ শুনতে লাগছে? লাগলে ভালো।
ভাগ্যিস সেটা বিক্রি হয়। তবেই না এক যুবকের শার্ট খুলে ওড়ানো দেখে একটা প্রজন্মের লড়াইয়ের ভাষাটাই বদলে যায়। অনেকটা তেমনই সম্ভবত ভাবাতে চেয়েছেন অভিনব দেও। তার নতুন ছবি ‘দুসরা’-র ট্রেলার বলছে নারীদের লড়াইয়ের নতুন দিক খুলে যাওয়ার গল্প।
যে গল্প চোখে চোখ রেখে লড়াই করার। যেমনটা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অভিনব যেন ভাবাতে চাইছেন, ন্যাটওয়েস্ট ট্রফি জিতে সভ্য লর্ডসের ব্যালকনিতে শার্ট ওড়ানোর মধ্যে কোথাও লুকিয়ে রয়েছে মেয়েদের পাখনা মেলে ওড়ার , স্বপ্ন দেখার লড়াইটাও। যা তিনি ফুটিয়ে তুলতে চাইছেন রুপোলি পর্দায়।
ফ্লিনটফের বলটা কোনওরকমে ঠেকিয়েই দৌড় জাহিরের। তারপর বাঙালি জানে , ভারত জানে লর্ডসের ব্যালকনির কাহিনী। দামাল বঙ্গসন্তান যখন ঔধত্মের ছটা ছড়াচ্ছেন, তখনই ভারতের কোনও এক বাড়িতে হয়তো জীবনটাকে নতুন ভাবে লড়তে শিখছে কোনও এক মেয়ে। ‘দুসরা’র গল্পটা সম্ভবত এমনভাবেই দেখাঁতে চাইছেন অভিনব।
‘আমরা নারী , আমরা পারি’। লড়াইটা কবে শুরু হয়েছিল? দিনক্ষণ বলা সম্ভব নয়। কারণ নারীর সমান অধিকার পাওয়ার লড়াই এখনও চলছে। এখনও কোনও এক মেয়েকে শুনতে হচ্ছে ‘ওই মেয়েটা , ভেলভেলেটা, আমাদের পাড়ায় যাবি?’-র মতো শব্দ কিংবা রঞ্জনার দাদারা মিলে এখনও ওর প্রেমিকের ঠ্যাং খোঁড়া করে দেওয়ার হুমকি দেয়।
স্বাধীনতা নয়, ওদের লড়াইটা সমান অধিকার পাওয়ার। দুসরা ছবির পরিচালকের চোখে সেই সমান অধিকারের লড়াইটা কোনওভাবে করতে শিখিয়েছেন সৌরভ। ফিনিক্সের মতো ওড়ার বার্তা দিয়েছেন জামা উড়িয়ে। তথাকথিত সভ্যদের গাল দিয়ে ভূত ভাগিয়ে তিনি যেন নারীদের শিখিয়েছিলেন, ‘চোখে চোখ রেখে কথা বল, তবেই পারবে’।
অনেক ছবি রিলিজ হচ্ছে প্রত্যেক শুক্রবার। কিন্তু স্টারডমহীন কোনও একছবির মিনিট দুয়েকের ট্রেলর নিয়ে এত আলোচনা সম্ভবত খুব কম সময়েই হয়। ট্রেলর যেন বার্তা দিচ্ছে, সৌরভ যেমন ভারতের আবেগ, নারীও ভারতের আবেগ। পরিচালকের ভাষায় , ‘১৯৪৭ সালে ভারতের রাজনৈতিক স্বাধীনতা পেয়েছিল ভারত। ১৯৯১-এ অর্থনৈতিক। আর ২০০২ সালে মিলেছিল আবেগের স্বাধীনতা।’ এমন আবেগের মুক্তি কবে ? জানানো হয়নি। অপেক্ষা করতে হবে।
The post আদুল গায়ের সেই ‘ঔধত্মে’-র মোড়কে মেয়েদের বাঁচার লড়াই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2XezkNO
No comments:
Post a Comment