Saturday, June 29, 2019

জম্মু-কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্তে অ্যান্টি-ট্যাংক মাইনে চাঞ্চল্য

শ্রীনগর: ফের মিলল লুকনো বিস্ফোরকের খোঁজ৷ জম্মু-কাশ্মীরে সাম্বা জেলার রামগড় সেক্টরের ইন্টারন্যাশনাল বর্ডারে অ্যান্টি ট্যাংক মাইনের খোঁজ পাওয়া যায়৷ শনিবার এই তথ্য তুলে ধরেছে পুলিশ৷

পুলিশের এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী, সাপওয়াল এলাকায় বসন্তর নদীর ধারে কিছু গ্রামবাসীর চোখে পড়ে এই অ্যান্টি ট্যাংক মাইন৷ সেখানে থাকা কিছু বিস্ফোরক পদার্থকে নিষ্ক্রিয় করতে সেনার বম্ব ডিজপোজাল স্কোয়াড সেখানে উপস্থিত রয়েছে৷ খবর পাওয়া মাত্রই এলাকাটি বিএসএফ এবং পুলিশ ঘিরে ফেলেছে বলে জানা গিয়েছে৷

এদিকে, জঙ্গিদের নিশানায় রয়েছে অমরনাথ যাত্রা৷ জইশ ই মহম্মদ জঙ্গি সংগঠনের পরবর্তী নিশানা অমরনাথের তীর্থযাত্রা৷ বিশেষত যে সব যাত্রীরা বালতাল রুট ধরে অমরনাথের পথে যাত্রা করেছেন, তাদের ওপর হামলার সতর্কবার্তা জারি করা হয়েছে৷

এমনিতেই অমরনাথ যাত্রায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন৷ তারমধ্যেই গোয়েন্দাদের কাছে পাকা খবর রয়েছে জঙ্গি হামলার৷ একাধিক গোয়েন্দা সংস্থা এই তথ্যকে নিশ্চিত করেছে৷ শেষ পাওয়া খবর অনুযায়ী জঙ্গিরা লুকিয়ে রয়েছে জম্মু কাশ্মীরের গাণ্ডেলবাল ও কঙ্গনের পার্বত্য এলাকায়৷

জি নিউজের সূত্র বলছে কীভাবে হামলা চলবে তার বিস্তারিত রিপোর্ট মিলেছে গোয়েন্দাদের কাছ থেকে৷ পয়লা জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে৷ তার আগেই নিরাপত্তার কড়া চাদর অমরনাথের রুটে৷ গোয়েন্দা সূত্রের খবরকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে প্রশাসন৷

The post জম্মু-কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্তে অ্যান্টি-ট্যাংক মাইনে চাঞ্চল্য appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2IXYSKV

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez