Saturday, June 29, 2019

পুনের মর্মান্তিক ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা সরকারের, গ্রেফতার ২

পুনে: পাঁচিল ভেঙে ১৫ জনের মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুণের কন্ধোয়ায়। আর ঘটনায় শনিবারই পুনে পুলিশ গ্রেফতার করেছে ২ জনকে৷ ৮ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে৷ এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন বিল্ডার থেকে শুরু করে সাইট ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন সুপারভাইজার৷ কোনধওয়া পুলিস স্টেশনের সিনিয়র পুলিশ ইন্সপেক্টর জানান, অ্যালকন ল্যান্ডমার্কের বিপুল আগরওয়াল এবং বিবেক আগরওয়াল নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷

মুষলধারে বৃষ্টি শুরু হয় পুনেতে। যার জেরে কন্ধোয়ার একটি আবাসনের পার্কিং লটের দেওয়াল ধসে পড়ে। আর তাতেই চাপা পড়ে মৃত্যু হয় অন্তত ১৫ জনের। কন্সট্রাকশনের কাজ যেখানে চলছিল তার ৪০ ফুটের মধ্যেই ছিল বাড়ির দেওয়াল। পার্কিং লটের ঠিক পাশেই ছিল বস্তি এলাকা। দেওয়াল বস্তির একাধিক ঘরের উপরেই ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় সকলেই ঘুমিয়ে ছিলেন। এই কারণেই এতগুলো মানুষ মারা গিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। যার মধ্যে রয়েছে চার শিশু সহ এক মহিলা।

ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) উদ্ধারকারী দল। ঘটনাস্থলে দমকলও উপস্থিত ছিল। রাত ১ টা ৪৫ মিনিট নাগাদ ভেঙে পড়ে দেওয়ালটি। দেওয়ালটির উচ্চতা ১৫ ফুট। আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। ধসে পড়া দেওয়ালের নীচে আরও অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে বলে মনে করছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধারকারী দল।

মহারাষ্ট্র সরকার নিহতদের পরিবার প্রতি ৫ লক্ষ ঠাকা এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন৷ তবে মৃতদের বেশির ভাগেরই পরিচয় জানা এখনও সম্ভব হয়নি। ওই আবাসনের কাছেই আরও একটি বড় কমপ্লেক্স তৈরির কাজ চলছে। তার কর্মীরা মূলত বিহার এবং উত্তর প্রদেশ বাসিন্দা। তারা ওই ঘটনাস্থলের আশেপাশেই অস্থায়ী ঘর বেঁধে থাকছিলেন বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে।

২০১০ এর পর পুনেতে এটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত। ঘটনায় দুঃখ প্রকাশ করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। তিনি টুইটে জানিয়েছেন, “কন্ধোয়ায় দেওয়াল ধসে পড়ে জীবনহানির ঘটনা দুঃখজনক। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। পুনের জেলা প্রশাসনকে আমি এ বিষয়ে সঠিক তদন্তের নির্দেশ দিয়েছি”।

The post পুনের মর্মান্তিক ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা সরকারের, গ্রেফতার ২ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2XcYNqK

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez