সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: আর্দ্রতার জেরেই তুলনামূলক বেশী গরম অনুভূত হচ্ছে কলকাতায়। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বিগত সপ্তাহ দুয়েক ব্যাপক গরম অনুভূত হয়েছে কলকাতাসহ শহরতলিতে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ৩৭ ডিগ্রি থাকছে।
কিন্তু দেখা যাচ্ছে সেটি স্বাভাবিকের থেকে খুব বেশী নয়। বড় এক থেকে দুই ডিগ্রি। আবহবিদদের মতে এক দুই ডিগ্রি বেশী তাপমাত্রা বিশেষ কিছু নয়। তাহলে এত অস্বস্তির কারন কি ? হাওয়া অফিসের যুক্তি অতিরিক্ত আর্দ্রতা। তার জেরেই গরম তলনামুলক অনেক বেশী অনুভূত হচ্ছে। তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ থাকলেও তা মনে হচ্ছে ৪৫ থেকে ৪৬ ডিগ্রির মতো। পরিভাষায় যাকে বলা হয় ‘রিয়েল ফিল’।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে বিগত কয়েকদিনে শহরের আর্দ্রতার পরিমান চলে যাচ্ছে সর্বোচ্চ ৯৫ শতাংশে। সর্বনিম্ন আর্দ্রতার পরিমান পঞ্চাশের বেশী থাকছে। গত ২৪ ঘণ্টায় যেমন সর্বোচ্চ আর্দ্রতার পরিমান ছিল ৮৭ শতাংশ, সর্বনিম্ন ৬০ শতাংশ। এটাই নাস্তানাবুদ করে ছাড়ছে শহরবাসীকে।
হাওয়া অফিস জানাচ্ছে, প্রচুর পরিমান দক্ষিণ-পশ্চিমী হাওয়া শহরে প্রবেশ করছে। সেটাই শহরের আর্দ্রতা বাড়াচ্ছে ফল ভুগছে সাধারন মানুষ। তবে আবহবিদদের দাবি এই দক্ষিণ-পশ্চিমী বাতাসে ভরতি আর্দ্রতার কারন ফণী ঘূর্ণিঝড়, যা ইতিমধ্যেই মারাত্মক আকার ধারন করেছে। শুরু করেছে তার দাপট। ব্যাপক বৃষ্টি হচ্ছে অন্ধ্র এবং তামিলনাড়ুতে। দক্ষিণের আর্দ্র বাতাস সাগর মারফত প্রবেশ করছে ডায়মন্ড হারবারে সেখান থেকে হাওয়া প্রবেশ করছে কলকাতার সর্বত্র এবং হয়ে দাঁড়াচ্ছে অস্বস্তির অন্যতম বড় কারন।
তবে এই আর্দ্র হাওয়াই আবার স্বস্তি দিতে পারে বুধবার থেকে। দিতে পারে ঝড় বৃষ্টি কারন মৌসম ভবনের নতুন আপডেট বলছে ঝড়ের অভিমুখ ধীরে ধীরে রাজ্যের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। গত সপ্তাহের মাঝামাঝি থেকেই আবহাওয়া বিশেষজ্ঞদের ধন্দে রেখে দিয়েছিল বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়। প্রথমে মনে করা হচ্ছিল, এটি তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়বে। এ রকমই পূর্বাভাস দিয়েছিল কেন্দ্রীয় আবহাওয়া দফতর।
কিন্তু তার ২৪ ঘণ্টা পরেই সেই পূর্বাভাস থেকে সরে গিয়ে আবহাওয়া দফতর জানায় ‘তামিলনাড়ু উপকূলের কাছাকাছি চলে আসবে ওই ঘূর্ণিঝড়।’ ধন্দ আরও বাড়ে যখন বেশ কিছু আবহাওয়া সংস্থা জানায়, এই ঘূর্ণিঝড় মায়ানমার-বাংলাদেশের দিকে ঘুরে যাবে। এর ফলেই রাজ্যের দিকে ঘুরে আসতে পারে।
The post সূর্যের তাপ নয়, অতিরিক্ত আর্দ্রতাতেই হাঁসফাঁস অবস্থা মহানগরের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2LcqzTy
No comments:
Post a Comment