Sunday, April 28, 2019

চিন থেকে উৎপাদনের ভিত সরিয়ে ভারতে আনছে ২০০ মার্কিন সংস্থা

ওয়াশিংটন: প্রায় দুশো মার্কিন সংস্থা তাদের উৎপাদনের ভিত চিন থেকে সরিয়ে ভারতে আনতে চলেছে এদেশের লোকসভা ভোটের পর৷ সংবাদ সংস্থা সূত্রে খবর তারা ভাল সুযোগ খুঁজছে কমিউনিস্ট শাসিত অঞ্চল থেকে সরে অন্যত্র যাওয়ার জন্য৷

মার্কিন ভারত স্ট্যাটেজিক ও পার্টনারশিপ ফোরামের প্রেসিডেন্ট মুকেশ আঘি জানিয়েছেন, ওই সংস্থাগুলি আলোচনা শুরু করেছে কী ভাবে চিনের বিকল্প হিসেবে ভারতে জায়গা পেতে লগ্নি করা সম্ভব৷ আঘি জানিয়েছেন, ফোরামের পক্ষ থেকে নতুন সরকারের কাছে সুপারিশ করা হবে সংস্কারে গতি বাড়ানোর জন্য এবং সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে স্বচ্ছতা আনার জন্য৷

লগ্নি টানতে নতুন সরকারে কী বিষয়সূচী হওয়া উচিত তার জবাবে ব্যাখ্যা দিতে গিয়ে জানিয়েছেন, বুঝতে হবে কেমন করে ওইসব সংস্থাগুলিকে আকৃষ্ট করা যায়৷ সেটা সব রকম দিক থেকে যেমন জমি ইস্যু থেকে বহিরশুল্ক দেখতে হবে৷ এগুলি সংকটপূর্ণ ইস্যু এবং সেক্ষেত্রে পুরোপুরি সংস্কার করা জরুরি৷

তাদের সুপারিশের মধ্য অন্যতম হল ভারতকে সাহায্য করতে ভারত-মার্কিন মু্ক্ত বাণিজ্য চুক্তি শুরু করার কথা ভাবা হয়েছে৷ সেটা হলে চিনের সস্তার মাল নিয়ে যে দুশ্চিন্তা সেটা থাকবেই না৷ তখন বরং চিনে র মাল আটকে দেওয়া যাবে ৷

The post চিন থেকে উৎপাদনের ভিত সরিয়ে ভারতে আনছে ২০০ মার্কিন সংস্থা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2PxEAtv

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez