Sunday, April 28, 2019

সাধ্বীর তুলনায় আমি খুব বোকা: উমা ভারতী

ভোপাল: দু’জনেই গেরুয়া বসনধারী৷ দু’জনেই কট্টর হিন্দুত্ববাদে বিশ্বাসী৷ দু’জনেই বাবরি মসজিদ ধ্বংসের সঙ্গে জড়িত বলে অভিযোগ৷ তবুও সাধ্বী প্রজ্ঞার সঙ্গে নিজের তুলনা টানতে নারাজ উমা ভারতী৷ বরং কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী নিজেকে ‘সাধারণ ও বোকা’ বলেই মনে করেন৷

৪৯ বছর বয়সী সাধ্বীকে ভোপাল লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি৷ প্রথম তিনি লোকসভা ভোটে দাঁড়াচ্ছেন৷ উল্টোদিকে সপ্তদশ লোকসভা ভোটের লড়াইয়ে নেই উমা ভারতী৷ ইন্দোরের বিদায়ী সাংসদ আগেই সেকথা জানিয়ে দিয়েছিলেন৷ তাই কেউ কেউ বলতে শুরু করেছেন মধ্যপ্রদেশে উমার জায়গাটা এবার সাধ্বী নিতে চলেছেন৷ যারা এমনটা ভাবছেন তারা হয়তো দুই নেত্রীর মধ্যে ওই সাদৃশ্যগুলো খুঁজে পেয়েছেন৷ দুই জনেই তো গেরুয়া শিবিরের বিতর্কিত মহিলা চরিত্র৷

এই নিয়ে উমার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে অত্যন্ত বিনয়ের সঙ্গে তিনি জানান, তাঁর সঙ্গে সাধ্বীর কোনও তুলনাই চলে না৷ বলেন, ‘‘সাধ্বী আমার থেকে অনেক ভালো সন্ন্যাসিনী৷ ওঁর ব্যক্তিত্বের কাছে আমার ব্যক্তিত্ব খুবই সাধারণ৷ আমার নিজেকে ওঁর কাছে বোকা মনে হয়৷ তাই সাধ্বীর সঙ্গে আমার তুলনা চলে না৷’’ ৫৯ বছর বয়সী উমার মন্তব্যে ঠিক পরিস্কার নয় তিনি কি রাজনীতিতে নবাগতা সাধ্বীর প্রশংসা করেছেন নাকি প্রশংসার আড়ালে বিদ্রুপই করতে চেয়েছেন৷

ভোপালে সাধ্বীকে প্রার্থী করে এবার মাস্টারস্ট্রোক দিয়েছে বিজেপি। প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের বিপরীতে লড়বেন তিনি। সাধ্বী মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত সাধ্বী সাক্ষাৎকারে একবার বলেও ছিলেন, ‘‘বিজেপি যদি তাঁকে প্রার্থী করতে চায় তাহলে তাঁর কোনও আপত্তি নেই।’’ যেদিন তাঁর নাম ঘোষণা হয় সেদিন তিনি বলেন, ‘‘আমরা সম্পূর্ণ প্রস্তুত। ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি।’’

বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির সাংগঠনিক পদে ছিলেন সাধ্বী। এবার নামলেন মূল ময়দানে। তিনি জানিয়েছেন, দিগ্বিজয়ের বিরুদ্ধে লড়াই করা তাঁর জন্য এমন কোন বড় চ্যলেঞ্জ নয়। কারন দিগ্বিজয় জাতীয়তাবাদ বিরোধী কথা বলেন আর তিনি জাতীয়তাবাদের পক্ষে।

মালেগাঁও মামলায় মাত্র কিছুদিন আগেই এনআইএ’র বিশেষ আদালত থেকে ছাড় পেয়েছেন তিনি। ২০০৮ সালে তাঁকে ওই মামলায় গ্রেফতার করা হয়েছিল। ১৯৮৯ থেকে ভোপালে জয়ের সাধ পায়নি কংগ্রেস। ২০১৪ সালে বিজেপির অলোক সাঞ্জার ৩.৭ লক্ষ ভোটে জয় পেয়েছে। কিন্তু দিগ্বিজয় সিংকে প্রার্থী করাটা বিজেপিকে ময়দানে নামতে নিমন্ত্রণ জানান বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। গত বিধানসভা নির্বাচনে ভোপাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৮ টি বিধান সভার ৩ টি জিতেছিল কংগ্রেস। ৫ টি পেয়েছিল বিজেপি।

The post সাধ্বীর তুলনায় আমি খুব বোকা: উমা ভারতী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2WcM0Vs

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez