Tuesday, April 30, 2019

পঞ্চমদফার আগেই রাজ্যে ফের মোদী

স্টাফ রিপোর্টার, কলকাতা: বাংলায় লোকসভা নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ম্যারাথন ব়্যালি’জারি থাকছে৷ পঞ্চমদফা নির্বাচনের আগে রাজ্যে আবার দুটি জনসভা করতে আসছেন মোদী৷ একই দিনে তিনি ঝাড়খন্ডেও জনসভা করবেন৷ রাজ্য বিজেপি সূত্রে খবর, ৫ মে রাজ্যে আসবেন মোদী৷ তমলুকে এবং ঝাড়গ্রামে দুটি জনসভা করবেন তিনি৷ ঝাড়গ্রাম থেকে তিনি যাবেন ঝাড়খন্ডের চাইবাসাতে৷

লোকসভা নির্বাচন পরিপ্রেক্ষিতে রাজ্যে ইতিমধ্যেই ৮টি জনসভা করে ফেলেছেন৷ প্রতিটি জনসভায় বিপুল জনতা ভীর জমিয়েছে৷ ওই জবসভাগুলি থেকে মোদী কড়া ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন৷ মোদীকে বলতে শোনা গিয়েছে, ইনি যে যাবেন তা ঠিক হয়ে গিয়েছে৷ ‘‘বাঙ্গাল কা জনতা কা মু মে দিদি আগর মোদী-মোদী শুনেগা … তো দিদি কা তো নিকাল যায়েগা৷’’

আরও পড়ুন : বিজেপি কর্মীদের কোপ-তৃণমূলের বাড়ি ভাঙচুর, উত্তপ্ত বীরভূম

মোদী বার বার জনতাকে বলেছেন, আপনাদের ভালোবাসাই আমার শক্তি৷ কিন্তু মনে রাখবেন ভালোবাসার সঙ্গে সম্মানও জরুরি৷ আপনাদের ভালোবাসার জন্য মাঠও ছোট হয়ে গিয়েছে৷ তবে আপনাদের জন্য ভয় লাগছে – রাজ্যের এই সরকার, টিএমসি বিজেপির সমর্থক সঙ্গে যা করেছে, আপনাদের সঙ্গেও তাই করবে৷ তবে জেনে রাখবেন – আপনাদের এই চেষ্টা বৃথা যাবে না৷ প্রদীপ নেভার আগে দপ দপ করে জ্বলে৷ কোনও রাজ্যে গণতন্ত্রের কন্ঠরোধ করা হলে সেই রাজ্যের অধিবাসীদের কী হয় তা দিদি ভালোই জানেন৷ আর সেই দিদিই কিনা পশ্চিমবঙ্গে গণতন্ত্রের গলা টিপে ধরেছেন৷

কখনও তিনি বলেছেন, আজ আপনাদের ভালোবাসা যা দেখছি … দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) তো ঘুমোতে পারবেন না৷ বিজেপির কার্যকর্তাদের খুন করে, ঘর জ্বালিয়ে, গাড়ি জ্বালিয়ে দিদির সাফল্য আসবে না৷ দিদি, আপনি বুঝে নিন এইসব করে পশ্চিমবঙ্গে আর সফল হবেন না৷ ‘‘মেরা শবদ্ লিখ্ লিজিয়ে, মান লিজিয়ে …’’ইনকা (মমতা বন্দ্যোপাধ্যায়) যানা ত্যায় হ্যায় …’’

আরও পড়ুন : কাশ্মীরে গ্রেফতার PhD পাশ জঙ্গি হিলাল আহমেদ মান্টো

২০১১ সালে যে মা-মাটি-মানুষের সরকারের কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন৷ সেই স্লোগানকেই আক্রমণ করেছেন মোদী বলেছেন, দিদি মা মাটি মানুষের সরকার বানিয়ে ক্ষমতায় এসেছেন৷ এখন তৃণমূল মানুষ খুন করে৷ বাংলার জনতা দিদিকে তাড়াবে৷ গত সাড়ে বছরে পশ্চিমবঙ্গকে যা টাকা দেওয়া হয়েছে তাতে কী কাজ হয়েছে? পশ্চিমবঙ্গে ৯০ হাজার কোটি টাকার পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ হয়নি বা শুরু হলেও ধীরে ধীরে কাজ চলছে৷ ওই টাকা কোথায় গেল? কাজ কেন হয়নি জানেন, কেন্দ্রীয় সরকারের কাজে সিন্ডিকেটে টাকা ঢোকে না …৷ ওই কাজে ‘মালাই’ নেই …৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে মোদীর প্রচারের অভিমুখ আলাদা৷ উত্তরবঙ্গে এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী বিল ছিল মোদীর প্রচারের মূল অভিমুখ৷ দক্ষিণবঙ্গে ওই দুটি তো আছেই৷ সঙ্গে রয়েছে উন্নয়নের প্রশ্ন৷ সারদা-নারদা কেলেঙ্কারী ইস্যুও দুই বঙ্গে জায়গা পেয়েছে৷

The post পঞ্চমদফার আগেই রাজ্যে ফের মোদী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Lerxi5

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez