শ্রীনগর: ফের সফল ভারত৷ হান্দওয়াড়া এনকাউন্টারে নিরাপত্তা আধিকারিকদের হাতে খতম ২ জঙ্গি৷ চরম উত্তেজনা উপত্যকায়৷
প্রসঙ্গত, বারবারই জঙ্গিদের নিশানা হয়ে উঠছে সেনা-জওয়ানরা৷ গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাতে আত্মঘাতী জঙ্গি-হামলায় দেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ যার জবাব এয়ারস্ট্রাইকের মাধ্যমে দেয় ভারতীয় বায়ুসেনা৷ তারপরেও গত ২ মার্চ বড়সড় বিস্ফোরণে কেঁপে ওঠে সেই পুলওয়ামা। কিন্তু অল্পের জন্যে রক্ষা পায় নিরাপত্তা রক্ষীরা।
শুক্রবার গভীর রাতে পুলওয়ামাতে এই আইইডি বিস্ফোরণ ঘটে। ঘটনায় একজন সাধারণ মানুষ গুরুতর আহত হয় বলে জানা যায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল কাশ্মীর পুলিশের বিশাল বাহিনী। সেনা আধিকারিকরাও ঘটনাস্থল পৌঁছয়। এই ঘটনার পরেই রাতেই সতর্কতা জারি করা হয়। জঙ্গিদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান।
জানা যায়, এই জঙ্গিদের মূল টার্গেট ছিল সিকিউরিটি ফোর্স। রাতে সিকিউরিটি ফোর্সের পেট্রোলিংয়ের গাড়িকে উড়িয়ে দেওয়ার ছক কষেছিল জঙ্গিরা। সেই মতোই জঙ্গিরা আইইডি বসিয়েছিল। কিন্তু নিরাপত্তারক্ষী বাহিনীর গাড়ি আসার আগেই তা বিস্ফোরণ ঘটে যায়। ফলে ফের একবার বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় নিরাপত্তারক্ষী বাহিনীর জওয়ানরা।
তবে একানেই শেষ নয়৷ গতকালই সন্ধ্যায় সেনা ক্যাম্পকে লক্ষ্য করে একের পর এক গুলি ছুটে আসে৷ হামলাকারীদের তখনই পাল্টা দেওয়া শুরু হয়ে যায়৷ হামলাকারীদের ধরতে নাগবাল গ্রামের ইমামসাহিব ঘিরে ফেলা হয়৷ এএনআই সূত্রে খবর, 44 Rashtriya Rifles-এর Dachoo camp-এ নিরাপত্তারক্ষী একের পর এক গুলির শব্দ শুনতে পান৷ এরপরই শুরু হয়ে যায় তল্লাশি অভিযান৷
The post Breaking- উত্তপ্ত পরিস্থিতিতে ফের সাফল্য, খতম ২ জঙ্গি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GWCu51
No comments:
Post a Comment