লস অ্যাঞ্জেলস: সালটা ২০০৭। ইউরোপের মায়া কাটিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন ইংল্যান্ড ফুটবলের কিংবদন্তি। স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ডেভিড বেকহ্যাম আস্তানা গেড়েছিলেন মেজর সকার লিগ ক্লাব লা গ্যালাক্সিতে। মার্কিন মুলুকে ছ’বছরের ফুটবল কেরিয়ারে লা গ্যালাক্সিকে একসময় ‘দ্বিতীয় ঘর’ বলতেও কার্পণ্য করেননি এই ইংরেজ ফুটবলার। শনিবার সেই ক্লাবের হোম গ্রাউন্ডে নিজের মূর্তি উদ্বোধনে আবেগঘন ইংরেজ ফুটবল তারকা বেকহ্যাম লা গ্যালাক্সিকে নিজের ‘পরিবার’ সম্বোধন করলেন।
বেকহ্যামই প্রথম পথ দেখিয়েছিলেন। এরপর ইংরেজ ফুটবলারের দেখানো পথেই লা গ্যালাক্সির পথে পা বাড়িয়েছেন স্টিভেন জেরার্ড, থিয়াগো, ইব্রাহিমোভিচের মত ফুটবলাররা। তবে লা গ্যালাক্সিতে যোগদান করে মেজর লিগ সকারকে জনপ্রিয়তার নিরীখে প্রথম শীর্ষে নিয়ে গিয়েছিলেন বেকহ্যামই। আর তাই প্রথম ফুটবলার হিসেবে নিজেদের হোম গ্রাউন্ড ডিগনিটি স্পোর্টস ক্লাবে বেকহ্যামের মূর্তি উন্মোচন করল ক্লাব কর্তৃপক্ষ। ঘোষণা হয়েছিল আগেই। এদিন তা পূর্ণতা পেল।
আরও পড়ুন: থ্রিলার জয়ে প্রথম চারে ম্যান ইউ
২০১১ এবং ২০১২ টানা দু’বছর লা গ্যালাক্সিকে মেজর সকার লিগ চ্যাম্পিয়ন করেছিলেন ডেভিড বেকহ্যাম। ক্লাবের হয়ে ৯৮ ম্যাচে তাঁর নামের পাশে লেখা রয়েছে ১৮টি গোল। মাঝে দু’বছর লোনে মিলানের জার্সি গায়ে চাপালেও লা গ্যালাক্সি ও ডেভিড বেকহ্যাম যেন একে অপরের পরিপূরক। তাই প্রথম ফুটবলার হিসেবে নিজেদের হোম গ্রাউন্ডে বেকহ্যামের মূর্তি উন্মোচন করতে পেরে খুশি লা গ্যালাক্সি কর্তৃপক্ষও।
The first of its kind in Major League Soccer.#BeckhamStatue pic.twitter.com/oKTBUtVaUN
— LA Galaxy (@LAGalaxy) March 2, 2019
আরও পড়ুন: তিন বিশ্বকাপ জয়ের দিন লেখা জার্সিই তাতাবে কোহলিদের
মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত থেকে বছর তেতাল্লিশের গ্লোবাল সুপারস্টার এদিন জানান, ‘আমি যখনই লা গ্যালাক্সিকে নিয়ে কোনও মন্তব্য করি তখন পরিবারের কথা মাথায় আসে আমার। কারণ লা গ্যালাক্সি আমার পরিবারের বিরাট বড় একটা অংশ।’ উল্লেখ্য শুক্রবারই পিছিয়ে পড়া শিশুদের জন্য লস অ্যাঞ্জেলসে একটি ফুটবল অ্যাকাডেমি চালু করেছেন বেকহ্যাম। আর মরশুমের প্রথম ম্যাচের দিনই লা গ্যালাক্সির হোম গ্রাউন্ডে বেকহ্যামের মূর্তি উন্মোচন হয়ে রইল যথেষ্ট অর্থবহ।
মূর্তি উন্মোচন অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া এবং তাঁর পরিবার। মার্কিন মুলুকে পরবর্তী প্রজন্মের মধ্যে ফুটবল চেতনা বাড়ানো প্রসঙ্গে অনুষ্ঠানে বেকহ্যাম জানান, ‘আগামী দিনের ফুটবল তারকাদের কথা চিন্তা করে তাদের যত্ন নিতে আগ্রহী আমরা। সেজন্য আপনাদের সমর্থন এবং শিশুদের জন্য সুস্থ একটা পরিবেশ চাই।’ লা গ্যালাক্সিতে একদা সতীর্থ আইরিশ ফুটবলার রবি কিন বেকহ্যামকে এদিন তাঁর বিশ্বস্ত বন্ধু এবং পরিবারের একজন বলে দাবি করেন।’
The post লা গ্যালাক্সিতে মূর্তি উন্মোচনে আবেগঘন বেকহ্যাম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2NEfKHr
No comments:
Post a Comment