Sunday, March 3, 2019

৫০০ বছর ধরে শিব মন্দির রক্ষনাবেক্ষণ করছে মুসলিম পরিবার

গুয়াহাটি: বট গাছের নীচে শতাব্দী প্রাচীন শিব মন্দির। আদতে ঠিক মন্দির নয়, একটা শিব লিঙ্গ এবং সেটার আশেপাশে রাখা কয়েকটা ত্রিশূল। যেখানে উপাসনা করেন হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ।

আরও পড়ুন- কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে সমগ্র মুসলিম বিশ্ব

আরও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ৫০০ বছরের পুরনো এই মন্দিরের দেখাশোনা করছে একটি মুসলিম পরিবার। বংশ পরম্পরায় ওই পরিবারই শিব লিঙ্গ এবং সেই সংলগ্ন এলাকার রক্ষনাবেক্ষণ করে আসছে। নিত্যদিন পুজো এবং সারা বছরের সব নিয়ম মেনে উপাসনা করা হয় মহাদেবের।

আরও পড়ুন- কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে সমগ্র মুসলিম বিশ্ব

এই সাম্প্রদায়িক সম্প্রীতিটাই উত্তর পূর্বের রাজ্য অসমের রংমহল গ্রামের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। বর্তমানে ওই মন্দিরের দায়িত্ব সামাল দিচ্ছেন বৃদ্ধ মাতিবর রহমান। মাতৃকূল থেকে তিনি এই দায়িত্ব পেয়েছেন। তাঁর কথায়, “আমার মাতামহকে দেখেছি এই মন্দিরের যত্ন করতে, ওনাকে আমি নানা বলে ডাকতাম। তাঁর সেই নিষ্ঠার ধারা আমিও বজায় রেখেছি।” একই সঙ্গে তিনি আরও বলেছেন, “৫০০ বছর ধরে আমাদের পরিবার এই মন্দিরের রক্ষণাবেক্ষন করছে। এখানে হিন্দু এবং মুসলিম সব ধর্মের মানুষেরাই আসেন। সবাই উপাসনা করেন।”

ধর্মের ভিত্তিতে হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায়ের মানুষের উপাসনার পদ্ধতি আলাদা। এই বিষয়ে মাতিবর রহমান বলেছেন, “নিয়ম মেনে মহাদেবের উপাসনার সবই করা হয়। হিন্দুরা যখন পুজো করে তখন মুসলিমরা দোয়া করে।” এই উপায়েই সম্প্রীতি রেখে চলেছে অসমের রংমহল।

The post ৫০০ বছর ধরে শিব মন্দির রক্ষনাবেক্ষণ করছে মুসলিম পরিবার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2NLKLcJ

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez