কাশ্মীর: সীমান্তে শহিদ পাঁচ সেনা জওয়ান৷ হান্ডওয়ারায় ৫৬ ঘন্টার টানা লড়াই শেষ৷ সেনা জঙ্গি গুলির লড়াইয়ে ভারতীয় সেনার হাতে খতম দুই জঙ্গিও৷ পুলওয়ামা হামলার পরও উত্তপ্ত উপত্যকা৷ লড়াই শেষ হলেও হান্ডওয়ারায় বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ সেনার৷ জারি রয়েছে নিরাপত্তাবাহিনীর চিরুনি তল্লাশি৷
পুলওয়ামাকাণ্ডের পর থেকেই ভারত-পাক সম্পর্ক তলানিতে৷ শুক্রবারই পাকিস্তানে আটকে থাকা ভারতের বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান দেশের মাটিতে পা রেখেছেন৷ সন্ত্রাস দমনে ভারতের সঙ্গে আলোচনাতেও বসতে চায় পাকিস্তান৷ কিন্তু সীমান্তে পাক সেনা ও তাদের মদতপুষ্ট জঙ্গিরা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন থেকে বিরত থাকার কোনও প্রচেষ্টা করছে না৷ শনিবারও সোপিয়ানে সেনা ক্যাম্প লক্ষ্য করে ফের হামলা হয়৷
আরও পড়ুন: Breaking- উত্তপ্ত পরিস্থিতিতে ফের সাফল্য, খতম ২ জঙ্গি
কাশ্মীরের হান্ডওয়ারায় জঙ্গিরা হামলা চালায়৷ শুরু হয় জঙ্গি সেনা গুলির লড়াই৷ এতে দুই জঙ্গিকে নিকেশ করা গেলেও শহিদ হন সিআরপিএফের দুই অফিসার সহ মোট পাঁচ জন৷ এদিন ভোরেও চলে গুলি৷
আরও পড়ুন: ভারতীয় জওয়ানদের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছেন মোদী: রাহুল
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাতে আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ জওয়ান শহিদ হন৷ এই ঘটনায় জইশের হাত ছিল বলে জানা যায়৷ এরপরেই পাল্টা দেওয়ার জন্য ক্ষোভে ফুঁসতে থাকে গোটা দেশ৷ ঠিক ১২ দিন পরে পাকিস্তানে ভারতের বায়ুসেনা এয়ারস্ট্রাইক করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়৷ সেদিনই সন্ধ্যায় বেশ কয়েকটি পাক ঘাঁটিও ধ্বংস করে ভারতের জওয়ানরা৷
গত ২৭ ফেব্রুয়ারি সকালে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে পাক বিমান৷ তাকে তাড়া করতে গিয়ে অধিকৃত কাশ্মীরের মাটিতে পড়ে ভারতের মিগ বিমান। পাক সেনা বন্দি করে ভারতের উইং কমান্ডার অভিনন্দনকে। তারপর ৫৫ ঘণ্টা চরম উৎকন্ঠার পর অবশেষে শুক্রবার দেশে ফেরেন তিনি। শনিবারই ফের সেনাঘাঁটি লক্ষ্য করে হামলায় চাঞ্চল্য ছড়িয়েছে৷
The post সীমান্তে জঙ্গি হানায় শহিদ পাঁচ জওয়ান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GVinnF
No comments:
Post a Comment