লখনউ: এলাকায় উন্নয়ন হয়নি, এমনই দাবি যুবকদের। যদিও তা মানতে নারাজ বিধায়ক। লাগাতের প্রশ্নের মুখে পরে মেজাজ হারালেন বিজেপি বিধায়ক ডাঃ শ্যামলাল বিহারী।
ঘটনাটি যোগী আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশের। শনিবার ওই রাজ্যের ফরিদপুর কেন্দ্রের বিধায়ক মেজাজ হারিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। এলাকার উন্নয়ন না করায় তিনি নাকি আর ভোটে জিততে পারবেন না। যুবকদের মুখে এই কথাটি আর হজম করতে পারেননি বিধায়ক শ্যামলাল।
ওই দিন একটি অনুষ্ঠানে হাজির ছিলেন বিধায়ক ডাঃ শ্যামলাল বিহারী। সেই সময়ে বেশ স্থানীয় বেশ কয়েকজন যুবক তাঁকে এলাকার উন্নয়নের বিষয়ে প্রশ্ন করেন। প্রথম দিকে তিনি সামলা দেওয়ার চেষ্টা করেছিলেন। বক্তাদের উদ্দেশ্যে বিধায়ক বলেন, “বোকার মতো কথা বলো না।” একই সঙ্গে তিনি আরও বলেন, “তোমরা কী মনে কর এলাকায় বেশ্যাদের দিয়ে নাচালেই উন্নতি হবে!!”
২০১৪ সালে কেন্দ্রের ক্ষমতা দখল করে বিজেপি। ওই রাজ্যের প্রায় সব লোকসভা আসনই গিয়েছিল পদ্মের ঝুলিতে। এরপরে ২০১৭ সালে বিপুল জনসমর্থন নিয়ে উত্তর প্রদেশে ক্ষমতা দখল করে বিজেপি। ফরিদপুর কেন্দ্রের বিধায়ক সরকারি সুযোগ সুবিধা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছিলেন। সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কেও অবগত করছিলেন গ্রামবাসীদের। আর সেই সময়েই ঘটেছে বিপত্তি।
নিজের কাজের খতিয়ান তুলে ধরতে নানাবিধ উদাহরণ তুলে ধরেন ডাঃ শ্যামলাল বিহারী। যদিও তা পাত্তা পায়নি যুবকদের কাছে। বিধায়কের উদ্দেশ্যে তারা বলে, “আপনি আর এই এলাকায় ভোটে জিততে পারবেন না।” এতেই চটে যান বিধায়ক শ্যমলাল। তিনি বলেন, “তোমাদের যা করার করতে পারো। কামি অনেক কাজ করেছি। এই গ্রামে যে রাস্তা হয়েছে সেটা কে করেছে?” এরপরেই তিনি আবার বলেন, “তোমরা কী তোমাদের গ্রামে বেশ্যাদের নাচ দেখতে চাও?”
The post আপনি আর ভোটে জিতবেন না, শুনেই চটলেন বিজেপি বিধায়ক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2NEfRTn
No comments:
Post a Comment