নয়াদিল্লি: একদিকে যেখানে ভারত-পাক সম্পর্কে চলছে টানাপোড়েন, অন্যদিকে সেখানেই যে কোনওরকম পরিস্থিতির জন্য প্রস্তুতি আরও জোরদার করছে নয়াদিল্লি৷ শনিবার ভারতীয় সেনাবাহিনী অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইল(ATGW) মহড়ায় নামে৷ সেনার ইস্টার্ন কমান্ড লাইভ ফায়ার ট্রেনিং এক্সারসাইজ করে৷ সশস্ত্র সামরিক যানকে গুঁড়িয়ে দিতেই তৈরি ATGW.
সম্প্রতি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় আরও নতুন নতুন সামরিক যন্ত্র যুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে৷ এর মধ্যে অন্যতম M777 howitzers এবং K-9 Vajra. রয়েছে Surface Mine Clearing System (SMCS).
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হন ৪০ সিআরপিএফ জওয়ান৷ এর দায় স্বীকার করে জইশ জঙ্গি সংগঠন৷ ১২ দিনের মাথায় পাক অধিকৃত বালাকোটে এয়ারস্ট্রাইক করে যার জবাব দেয় ভারতীয় বায়ুসেনা৷ গুঁড়িয়ে দেওয়া হয় বহু জইশ জঙ্গি ঘাঁটি৷
তবে এখানেই শেষ নয়৷ গতগত ২৭ ফেব্রুয়ারি সকালে ভারতের আকাশসীমান লঙ্ঘন করে ঢুকে পড়ে পাক বিমান৷ এই পাক বিমানকে তাড়া করতে গিয়ে অধিকৃত কাশ্মীরের মাটিতে পড়ে ভারতের মিগ বিমান। পাক সেনা বন্দি করে ভারতের উইং কমান্ডার অভিনন্দনকে। তারপর ৫৫ ঘণ্টা চরম উৎকন্ঠায় কাটে ভারতের। অবশেষে শুক্রবার দেশে ফেরেন তিনি।
কিন্তু দুই দেশের সম্পর্কের চরম অবনতি যে খুব তাড়াতাড়ি ঠিক হবে না এমনটাই মনে করছে অনেকে৷ সেখানে ভারত শত্রুপক্ষকে জবাব দিতে প্রস্তুতি আরও জোরদার করছে৷ ভারতের তিন সেনা প্রধান আগেই জানিয়েছিলেন যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্য তারা প্রস্তুত৷ পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী দেশের প্রতিরক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ২৭০০ কোটির নয়া সামরিক উপকরণে ক্রয়েও অনুমতি দিয়েছেন৷ আর এমতাবস্থায় শনিবার অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইল মহড়ায় নামে ভারতীয় সেনা৷
The post প্রস্তুত ভারতীয় সেনা, অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইল নিয়ে চলছে মহড়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GV82bw
No comments:
Post a Comment