Tuesday, February 26, 2019

‘ভারতীয় বায়ুসেনার হামলায় বানচাল জইশের পরবর্তী ছকও’

নয়াদিল্লি: আগাম হামলা করে পাকিস্তানের বালাকোটে ৩০০-৪০০ জঙ্গির প্রাণ নিয়েছে ভারতীয় বায়ুসেনা৷ ওই অপরেশন না চালালে বিভিন্ন দিকেই জৈশ-ই-মহম্মদের আত্মঘাতি হামলার মুখে পড়তে হত ভারতে৷ সেক্ষেত্রে মঙ্গলবার ভোর রাতে পাক ভূমিতে ভারতের ‘এয়ার স্ট্রাইক’শুধু পুলওয়ামার ঘটনার বদলাই নয়, আত্মরক্ষার হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হয়েছে৷

মঙ্গলবার বেলা ১১টা ৪০ নাগাদ সাংবাদিক বৈঠক করে বিদেশমন্ত্রক৷ বিদেশসচিব বিজয় গোখলে সামবাদিকদের বলেন, ‘‘জৈশ-ই-মহম্মদ ভারতের বিভিন্ন দিকে আত্নঘাতি হামলার পরিকল্পনা করেছিল৷ আগাম হামলা চালিয়ে ওদের নিশ্চিহ্ন করা হয়েছে৷’’

বিদেশ সচিব আরও বলেন, ‘‘পাকিস্তানের বালাকোটে জৈশ-ই-মহম্মদের সব থেকে বড় ট্রেনিং ক্যাম্প ভারতীয় বায়ু সেনার হামলা হয়েছে৷ বালাকোটে গুঁড়িয়ে যাওয়া জঙ্গি ঘাঁটির দায়িত্ব ছিল মৌলানা ইউসুফ আজহার ওরফে উস্তাদ ঘাউড়ির ওপর৷ তবে ওই জায়গা জনবসতি থেকে অনেক দূরে, কোনও সাধারণ পাক নাগরিকে ক্ষতি হয়নি৷ এটা ছিল – non-military pre-emptive action.” প্রসঙ্গত, মৌলানা ইউসুফ আজহারই কান্দাহার বিমান হাইজ্যাক করার ঘটনায় অন্যতম অভিযুক্ত৷

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের উপরে হামলা চালায় এক জৈইশ জঙ্গি। আত্মঘাতী জঙ্গি আদিলের আক্রমণে প্রাণ হারান ৪০ জন সিআরপিএফ জওয়ান। শোকে কাতর হয়েছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী। দেশ চেয়েছিল প্রত্যাঘাত৷ মঙ্গলবার ভোর রাতে দেশকে অবাক করে পাক ভূখণ্ডে জৈশ ট্রেনিং ক্যাম্পে হামলা চালানো হয়ছে – যা এখনও বিশ্বাস করে উঠতে পারেনি পাক সেনা৷

ফরাসিজাত মিরাজ ২০০০ যুদ্ধবিমানের পাইলটরা জৈশ কনট্রোল রুম ‘আলফা – ২’ উড়িয়ে দিয়েছে৷ সকালে অজুহাত খুঁজতে ব্যস্ত ছিল পাক সরকার৷ পাক সরকারের তরফ থেকে বলা হয়েছে ভারতীয় বিমান বাহিনী ফাঁকা জায়গায় বোমাবর্ষণ করেছে৷

এদিন বিদেশ সচিব বলেন, ‘‘১৪ জানুয়ারি পুলওয়ামার আত্মঘাতী জঙ্গি হানা ৪০ জন বীর সেনার মৃত্যু হয়েছে৷ ওই ঘটনার পরই আবার আত্নঘাতী হামলার ছক খুঁজছিল জৈশ-উ-মহম্মদ৷ সেক্ষেত্রে এই non-military pre-emptive action দরকার ছিল৷’’

পাকিস্তান বরাবরই বলে থাকে, তাদের মাটিকে জঙ্গি তৎপরতার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না৷ সেক্ষেত্রে তারা কখনই তাদের প্রতিশ্রুতি রাখতে পারেনি – জানান, বিদেশ সচিব৷

The post ‘ভারতীয় বায়ুসেনার হামলায় বানচাল জইশের পরবর্তী ছকও’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GJYNur

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez