নয়াদিল্লি: সাহিত্যের কাল্পনিক চরিত্র জেমস বন্ডের সঙ্গে তাঁকে তুলনা করা হয়। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক কীর্তি। কিন্তু পুলওয়ামা হামলার পরে তাঁর যোগ্যতা নিয়ে উঠেছিল প্রশ্ন। যা হাতিয়ার করে আসরে নেমেছিল ভারতের জাতীয় কংগ্রেস। ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইক যেন তার জবাব দিয়ে দিল।
আলোচিত ব্যক্তির নাম ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের উপরে হামলার বিষয়ে গোয়েন্দা তথ্য পেয়েও কেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হল না? কেন জওয়ানদের কনভয়ে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না? ৩৫০ কেজি বিস্ফোরক নিয়ে আত্মঘাতী জঙ্গি আদিল কী করে স্পর্শকাতর জায়গায় প্রবেশ করল?
পুলওয়ামা কাণ্ডের পরে এই প্রশ্নগুলি উঠতে শুরু করে। খুব স্বাভাবিকভাবেই এই নিয়ে কাঠগড়ায় তোলা হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে। ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রের মোদী সরকারের পাশাপাশি অজিত ডোভালকেও নিশানা করা হয়। নানাবিধ ছবি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন- সিনেমার উত্তেজনাকেও হার মানাবে অজিত ডোভালের কীর্তি
১৯৯৯ সালে যখন জৈইশ প্রধান মাসুদ আজহারকে মুক্তি দেওয়া হয় তখন আইবি-র ডিরেক্টর ছিলেন অজিত ডোভাল। আর ২০ বছর পরে ২০১৯ সালে যখন জৈইশ জঙ্গিরা স্বাধীন ভারতের সবথেকে বড় হামলা চালাল তখন অজিত ডোভালের কাঁধে জাতীয় নিরাপত্তার দায়িত্ব। দুই ক্ষেত্রেই কেন্দ্রের শাসন ক্ষমতায় রয়েছে এনডিএ সরকার এই বিষয়টি নিয়ে মোদী সরকারের সঙ্গে অজিত ডোভালকেও আক্রমণ করতে থাকে কংগ্রেস।
গত ১২ দিন ধরে চলা এই যাবতীয় বিতর্কের যেন জবাব দিল ভারতীয় বায়ুসেনার এই অভিযান। যাতে প্রায় ৩০০ জন জঙ্গি খতম হয়েছিল বলে খবর মিলেছে। পুলওয়ামা হামলার পরে সমগ্র দেশ যখন ক্ষোভের আগুনে ফুঁসছিল তাতে যেন স্বস্তি দিয়েছে ভারতীয় বায়ুসেনার এই অভিযান। যার নেপথ্যে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
আরও পড়ুন- সিনেমার উত্তেজনাকেও হার মানাবে অজিত ডোভালের কীর্তি
বহু দুঃসাহসিক কীর্তি রয়েছে ১৯৬৮ সালের কেরল ক্যাডারের এই আইপিএস অফিসারের ঝুলিতে। যেগুলি সিনেমার উত্তেজনাকেও হার মানাবে। এর আগে সাত বছর ভারতীয় গুপ্তচর হিসেবে কাটিয়েছিলেন চিরশত্রু পাকিস্তানের মাটিতে। এই বিষয়ে বিন্দুমাত্রও কেউ টের পায়নি। সেই সময়ের খেলা চালেই ছোটা রাজনের মতো ডনকে গ্রেফতার করা হয় ২০১৫ সালে। অজিত ডোভালের কীর্তি হার মানাবে থ্রিলার সিনেমার উত্তেজনাকেও।
The post অজিত ডোভালের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Ntqw3g
No comments:
Post a Comment