গান্ধীনগর: মঙ্গলবার পাক অধিকৃত কাশ্মীরে ভোর ৩.৩০ মিনিট নাগাদ এয়ারস্ট্রাইক চালিয়ে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা৷ এদিনই ভোর ৬.৩০ মিনিট নাগাদ গুজরাত কচ্ছ সীমান্তে পাক ড্রোন ঢুকে পড়ে বলে জানা যায়৷
জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৬.৩০ মিনিট নাগাদ এই পাক ড্রোন ঢুকে পড়ে গুজরাত সীমান্তে৷ নজরে আসার সঙ্গে সঙ্গেই তা গুলি করে নামায় ভারতীয় বায়ুসেনা৷ ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইকের পরে এই পাক ড্রোনের প্রবেশ কী অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে সেই প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠলেও, ভারত যে সতর্ক তাই ফের একবার হাতেনাতে প্রমাণ দিয়ে পাক ড্রোন গুলি করে নামিয়ে দেয় তারা৷
প্রসঙ্গত, সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানানো হয়েছে যে মঙ্গলবার ভোর রাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বায়ু সেনা। ভারতীয় যুদ্ধবিমান মিরাজ ২০০০-এর সাহায্যে এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। মুজফফরাবাদ সেক্টরের সকল জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। এক হাজার পাউন্ড বোমা বর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।
পুলওয়ামাকাণ্ডের সময় থেকেই পালটা বদলা নেওয়ার দাবি ওঠে। পুলওয়ামার জঙ্গি হামলার বদলা কেন নেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিষয়টি নিয়ে শুরু হয়ে যায় রাজনৈতিক চাপানউতোর। লোকসভা নির্বাচনের আগে যুদ্ধের জিগির তুলে আসলে রাজনৈতিক ফায়দা তোলা হচ্ছে বলেও অভিযোগ ওঠে মোদী সরকারের বিরুদ্ধে।
The post BreakingNews- গুজরাত সীমান্তে ঢুকে পড়া পাক ড্রোন গুলি করে নামাল IAF appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2NuQpPY
No comments:
Post a Comment