স্টাফ রিপোর্টার, কলকাতা: বিরোধীদের কর্মসূচীতে হামলা চালিয়ে বাংলাকে বাংলাদেশ বানানোর চেষ্টা করছে তৃণমূল সরকার৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে পাশে বসিয়ে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷
গেরুয়া দলের রাজ্য সভাপতির অভিযোগ, কাঁথিতে বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়েছে শাসক দল তৃণমূল৷ নৈতিক পরাজয় হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের৷ রাজনৈতিকভাবে বিজেপিকে ভয় পেয়েই শারীরিক শক্তি প্রয়োগ করছে তৃণমূল৷
ঘোষণা না হলেও লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে৷ ১৯শের দিল্লি দখলের লক্ষ্যে বিজেপির নজরে বাংলা৷ দলের সর্বভারতীয় সভাপতি ইতিমধ্যেই এই রাজ্য থেকে ২৩টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন রাজ্য নেতৃত্বকে৷ লক্ষ্য বাস্তবায়ণে গেরুয়া দলের হয়ে প্রচারে রাজ্যে আসতে শুরু করেছেন বিজেপির হেভিওয়েট নেতারা৷ তালিকায় সামিল অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ থেকে গিরিরাজ সিং সহ আরও অনেকে৷
মালদহে পর মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করেন বিজেপির রাজ্য সভাপতি৷ ১৯শের ভোটের প্রচার থেকেই ২১শের নির্বাচনে রাজ্যে বদলের ক্ষেত্র প্রস্তুতির ডাক দেন তিনি৷ চিটফান্ড থেকে মুখ্যমন্ত্রীর ছবি বিক্রি, সিন্ডিকেটরাজ নিয়ে তৃণমূল সরকারের তুলোধনা করেন অমিত শাহ৷
সভা শেষে রণক্ষেত্র হয়ে ওঠে কাঁথি৷ দুষ্কৃতিরা হামলা চালায় বিজেপি কর্মীদের বাস, গাড়িতে৷ আগিন ধরিয়ে দেওয়া হয় বেশ তিছু জায়গায়৷ দুষ্কৃতিদের মারে জখম হন বহু বিজেপি কর্মী৷ এদের মধ্যে এখনও বেশ কয়েজন হাসপাতালে চিকিৎসাধীন৷ হামলার অভিযোগে পুলিশ ১১ জনকে গ্রেফতার করে৷
বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, দলের সর্বভারতীয় সভাপতির সব সভাতেই প্রচুর মানুষের ভিড় হচ্ছে৷ লোকসভা ভোটে লড়াই বিজেপি বনাম তৃণমূল৷ এই অবস্থায় রাজনৈতিরভাবে না পেরে হামলা চালিয়ে বিরোধীদের ভয় পাওয়ানোর চেষ্টা করছে রাজ্যের শাসক দল৷ তাঁর হুঁশিয়ারি, কোনও লাভ নেই৷ ভোটের ফলাফলেই প্রমাণ মিলবে৷ ১৯শের ভোটে বদলের যে সূচনা হবে ২১শের বিধানসভা নির্বাচনে রাজ্য জয়ের মধ্যে দিয়ে তার পরিসমাপ্তি করবে বিজেপি৷ দেওয়াল লিখন পড়তে পেরেই গেরুয়া দলের কর্মীদের মারধর করা হচ্ছে৷
The post পশ্চিমবঙ্গকে বাংলাদেশ তৈরি করছে তৃণমূল: দিলীপ ঘোষ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2HCUtPa
No comments:
Post a Comment