Wednesday, January 30, 2019

রাহুল ‘রাবণ’ আর প্রিয়াঙ্কা ‘শূর্পনখা’ : বিজেপি বিধায়ক

নয়াদিল্লি: ফের অশালীন ভাষার প্রয়োগ বিজেপি বিধায়কের৷ সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে রাবণের সাথে তুলনা করলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং৷

তবে এখানেই শেষ নয়৷ কংগ্রেসে আনুষ্ঠানিক ভাবে সদ্য যোগ দেওয়া পূর্ব উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকেও আক্রমণ করতে ছাড়েননি তিনি৷ তাঁর ভাষায় প্রিয়াঙ্কা গান্ধী শূর্পনখা৷ বালিয়া বিধানসভা কেন্দ্রের এই বিধায়ক আগেও তাঁর বেশ কিছু বক্তব্যের জন্য বিতর্কের মুখে পড়েছেন৷ তবে তা থেকে যে তিনি শিক্ষা নেননি, এদিন ফের প্রমাণ দিলেন তিনি৷

সুরেন্দ্র সিং এদিন বলেন কংগ্রেস এখন ডুবন্ত জাহাজ৷ রাজস্থান ও মধ্যপ্রদেশে বিজেপিকে কংগ্রেস হারাতে পেরেছে শুধু এসসি এসটি আইনের দৌলতে৷ কারণ কংগ্রেসের নিজস্ব কোনও অবস্থান নেই৷ আসন্ন লোকসভা নির্বাচনে এই দল দেশের কোনও প্রান্তেই জিততে পারবে না বলেই মনে করেন তিনি৷

এদিন সাংবাদিকদের সুরেন্দ্র সিং বলেন রাম রাবণের লড়াই শুরু হওয়ার আগে, রাবণ তাঁর বোন শূর্পনখাকে পাঠিয়েছিল৷ রামকে প্রতিহত করতে প্রথমে শূর্পনখাই আসে৷ এখানেই ইঙ্গিত পরিষ্কার৷ রাম রাবণের যুদ্ধ বলতে আসন্ন লোকসভা নির্বাচনকেই বুঝিয়েছেন সুরেন্দ্র বলে মত রাজনৈতিক মহলের৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাম ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে রাবণ হিসেবে তুলে ধরতে চেয়েছেন তিনি৷ বলাই বাহুল্য রাহুলের বোন প্রিয়াঙ্কাকে শূর্পনখার সঙ্গে তুলনা করে বিতর্ক উসকে দিয়েছেন এই বিধায়ক৷

এরই পাশাপাশি, দলীয় সহকর্মী সাধনা সিংয়ের আরেক বিতর্কিত উক্তিকেও এদিন সমর্থন করেছেন সুরেন্দ্র৷ সাধনা বলেছিলেন বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী একজন রূপান্তরকামীর থেকেও ঘৃণ্য৷ সুরেন্দ্র সিং এদিন বলেন ‘খুব একটা ভুল বলেননি সাধনা সিং৷’ তবে সেই বিতর্ককে ধামাচাপা দিতে সুরেন্দ্রর সাফাই যে কোনও আত্মসম্মানহীন মানুষই রূপান্তরকামী৷ সেদিক থেকে সপার হাত ধরা বসপা আত্মসম্মানহীন একটা দল৷ তাদের নেত্রী রূপান্তরকামীদের থেকেও খারাপ৷

The post রাহুল ‘রাবণ’ আর প্রিয়াঙ্কা ‘শূর্পনখা’ : বিজেপি বিধায়ক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2SiMRVS

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez