Wednesday, January 30, 2019

শুভেন্দু অধিকারীর সভার জের, রাস্তায় নেই বেশিরভাগ বাস

স্টাফ রিপোর্টার, মালদহ: রাজ্য পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর সভার জেরে মালদহের রাস্তা থেকে উধাও সরকারি ও বেসরকারি বাসের সিংহভাগ। চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। কর্মী-সমর্থকদের গ্রাম-গঞ্জ থেকে আনার জন্য বেশিরভাগ বাস রিজার্ভ করে নিয়েছে তৃণমূল কংগ্রেস বলে অভিযোগ।

যাত্রীরা জানান, সামান্য কিছু সরকারি বাস চললেও তাতে উপচে পড়া ভিড়। ফলে রাস্তায় বেরিয়ে চরম নাকাল হতে হচ্ছে৷ শুধু তাই নয় সভাতে লোক আনার জন্য মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ডিপো থেকেও সরকারি বাস নেওয়া হয়েছে বলে খবর৷ ফলে আজ রাস্তায় বাসের সংখ্যা কম। তাই সমস্যায় যাত্রীরা।

সিআইটিইউ নেতার অভিযোগ প্রায় সরকারি বেসরকারি মিলিয়ে ছয়শোটি বাস টিএমসি দল নিয়েছে। বাসের অপেক্ষায় থাকা যাত্রীরা জানান রাস্তায় বাস অমিল। ফলে সমস্যায় পড়েছেন তারা। তাদের নিদিষ্ট গন্তব্যে পৌছাতে পারছেন না। তাছাড়া জেলার ব্লকগুলিতে বিভিন্ন দফতরে কর্মরত কর্মীরা বাস না পাওয়ায় কর্মস্থলে পৌছানোর ক্ষেত্রে সমস্যা তৈরী হচ্ছে।

যদিও মালদহ জেলা পরিষদের সভাধিপতি তথা টিএমসি নেতা এই অভিযোগ অমূলক বলে দাবি করেছেন। তিনি বলেন যাত্রী পরিষেবায় কোনও সমস্যা না করেই প্রয়োজনীয় বাস রাস্তায় রয়েছে।

The post শুভেন্দু অধিকারীর সভার জের, রাস্তায় নেই বেশিরভাগ বাস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2SdhAnr

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez