Saturday, June 30, 2018

উৎক্ষেপণের মুহূর্ত পরই বিস্ফোরণ রকেটে, দেখুন সেই দৃশ্য

টোকিও: উৎক্ষেপণের কিছুক্ষণ পরই ভেঙে পড়ল রকেট। মাটিতে পড়ে ভয়ঙ্কর বিস্ফোরণের আকার নিল সেটি। জাপানের উপকূলে ঘটেছে সেই ঘটনা। ক্যামেরায় ধরা পড়েছে সেই ভয়ঙ্কর দৃশ্য।

জাপানের এক সংস্থাই ওই রকেট তৈরি করেছিল। শনিবার সেটি উৎক্ষেপণ করা হয়। কয়েক সেকেন্দের পরই সবার চোখের সামনে ভেঙে পড়ে সেটি। জাপান প্রথমবার কোনও বেসরকারি সংস্থার হাত ধরে রকেট মহাকাশে পাঠাতে চেয়েছিল। আর সে্ চেষ্টাই ব্যর্থ হল।

জাপানের জনপ্রিয় ইন্টারনেট প্রোভাইডার Livedoor-এর নির্মাতা তাকাফুমি হোরির সংস্থা Interstellar Technologies ওই রকেট তৈরি করেছে। MOMO-2 নামে ওই রকেট লঞ্চ করা হয় শনিবার জাপানের স্থানীব সময় ভোর সাড়ে পাঁচটা নাগাদ। সাদার্ন হোক্কাইডির তাইকি থেকে ছোঁড়া হয় এটি।

টেলিভিশনের ফুটেজে দেকা যাচ্ছে, ১০ মিটারের এই রকেট দ্রুত ফিরে আসে লঞ্চ প্যাডে। এরপরই দাউদাউ করে আগুন ধরে যাচ্ছে।

তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ১০০ কিলোমিটার পর্যন্ত যাওয়ার কথা ছিল গত বছর জুলাই মাসেও এই রকেটের উৎক্ষেপণ ব্যর্থ হয়।

The post উৎক্ষেপণের মুহূর্ত পরই বিস্ফোরণ রকেটে, দেখুন সেই দৃশ্য appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KDEpgp

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez