Saturday, June 30, 2018

নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ধৃত

স্টাফ রিপোর্টার, তমলুক: নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ৷ অভিযুক্তের নাম সাগর দোলুই (২৩)৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার চাউলাকুড়ি গ্রামে৷ লিখিত অভিযোগের ভিত্তিতে পাঁশকুড়া থানার পুলিশ অভিযুক্ত সাগর দোলুইকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে শুক্রবার নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়৷ পুলিশ সূত্রে খবর, শনিবার অভিযুক্তকে তমলুক আদালতে তোলা হবে।

আরও পড়ুন: ‘কালো তালিকা’ভুক্ত হওয়া থেকে একটুর জন্য বেঁচে গিয়েছে পাকিস্তান

অভিযোগ, নির্যাতিতা ওই নাবালিকা তার বাবাকে গ্রামের বাজারে ছাতা দিয়ে চাউলাকুড়ি গ্রামে ফিরে আসছিল৷ কিন্তু সেই সময় নির্জন রাস্তায় কেউ না থাকার সুযোগে তার পথ আটকায় অভিযুক্ত সাগর দোলুই৷ নাবালিকা পাশ কাটিয়ে চলে যেতে চাইলেও তাকে বারবার পথ আটকায় অভিযুক্ত৷ অভিযোগ, নাবালিকাকে ধর্ষণের উদ্দেশ্যে রাধাবন গ্রামের ক্ষীরাই নদীর পাড়ে জোর করে একটি ঝোপে নিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত৷

তবে নাবালিকার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়৷ স্থানীয়রাই নাবালিকাকে উদ্ধার করে৷ অভিযোগ, নাবালিকার শরীরে একাধিক ক্ষত পাওয়া গিয়েছে৷ তার পরিবারের পক্ষ থেকে শুক্রবার পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়৷ এরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

আরও পড়ুন: OMG! জিৎ কত্ত টাকার মালিক

The post নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ধৃত appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2IC5I5y

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez