Friday, July 26, 2019

‘আমার পক্ষে আর দেওয়া সম্ভব নয়’, ডিএ নিয়ে স্যাটের রায়ের পর বললেন মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বারাসত: ডিএ নিয়ে স্যাটের রায়ের পরই তীব্র প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মধ্যমগ্রামে প্রথম জেলা স্তরে প্রশাসনিক বৈঠকে তিনি বললেন, “আমার পক্ষে আর দেওয়া সম্ভব নয়। তোমরা সবসময়ই এই দাও, ওই দাও করছ। সবটাই সরকার যেন বিনা পয়সায় করে দেবে!”

আড়াই বছরের প্রতীক্ষার পরে ডিএ মামলার রায় দেন রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালের দুই বিচারপতি রঞ্জিত কুমার বাগ ও সুবেশ দাস। আগামী তিন মাসের মধ্যে কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে স্যাট। এক বছরের মধ্যে ডিএ সংক্রান্ত সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছে স্যাট।

লোকসভা ভোটের পর এদিন মধ্যমগ্রামে প্রথম প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানেই এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “সরকারের টাকার অবস্থা ভাল নয়। চাইলেই টাকা পাওয়া যাবে না। প্রত্যেকটা খরচ আগে থেকে ভেবে করতে হবে। আট বছর আগে মাসের এক তারিখে মাইনে হতো না। এখন হয়। আট বছরে গোটা রাজ্য ঘুরে দাঁড় করিয়ে দিয়েছি”। তিনি আরও বলেন, “দিতে তো চাই। কিন্তু টাকা আসবে কোথা থেকে? এ বছর ৫৬ হাজার কোটি টাকা ঋণ শোধ করতে হবে। তার উপর পে কমিশন রয়েছে।”

এরপরই মধ্যমগ্রামে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী বলতে শোনা যায়, “সরকার ট্যাক্স বাড়াবে না। বিদ্যুতের দাম বাড়াবে না। জলের দাম বাড়াবে না। বিনা পয়সায় চিকিৎসা করাবে। বিনা পয়সায় শিক্ষা, ২ টাকা কেজি দরে চাল দেবে। এত টাকা কোথা থেকে আসবে? সরকারটা চলবে কোথা থেকে?” মুখ্যমন্ত্রী বলেন, “১২৩ শতাংশ ডিএ রাজ্য সরকার দিয়েছে। এরপর এবছর ৫৬ হাজার কোটি টাকা ঋণ শোধ করতে হবে। তারমধ্যে পে কমিশনও আসছে।”

সরকারকে এখনও কী রকম ঋণের বোঝা টানতে হচ্ছে তার ব্যাখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ওরা ২০০৬-০৭ সাল থেকে সব থেকে বেশি ঋণ নিয়েছিল। দশ বছর পর সেগুলো ম্যাচিওর করেছে। ফলে গত তিন বছর ধরে ৫০ হাজার কোটি টাকার উপর আমাকে সুদ গুণতে হচ্ছে। আমি যদি আজ ঋণ নিই তা হলে কী হবে? তিরিশ বছর পর সেই ঋণ কে শোধ করবে? এ গুলো দায়িত্বজ্ঞানহীন কাজ নয়?

এদিন জেলার পুলিশ কর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী । তফসিলি জাতীদের শংসাপত্র দেওয়াতে কেন দেরি হচ্ছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি৷ উত্তর ২৪ পরগনায় কিভাবে শিল্পের সম্ভাবনা বাড়ানো যায় তা নিয়ে বিভিন্ন অঞ্চলের জন প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনা জেলার এই প্রশাসনিক বৈঠকে জেলার বিভিন্ন এলাকার তৃণমূল বিধায়ক থেকে শুরু করে বিডিও, এসডিও এবং সরকারি আধিকারিকরা যোগ দিয়ে ছিলেন। বৈঠকে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধিকারিকদের নির্দেশ দেন, সাধারন মানুষকে দ্রুত পরিষেবা দিতে হবে, যাতে কোনও কাজ পড়ে না থাকে।

The post ‘আমার পক্ষে আর দেওয়া সম্ভব নয়’, ডিএ নিয়ে স্যাটের রায়ের পর বললেন মুখ্যমন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GvYbqS

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez