স্টাফ রিপোর্টার, কলকাতা: কলকাতায় আসছেন বিজেপির কার্যকরি সভাপতি জগৎপ্রসাদ নাড্ডা৷ অগস্টের দ্বিতীয় সপ্তাহেই তিনি কলকাতায় আসতে পারেন বলে খবর৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী৷ লোকসভা নির্বাচনের পর তিনি রাজ্যে আসেননি৷ কিন্তু, এর মাঝেই বিজেপিতে পালাবদল হয়েছে৷ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত শাহ বেছে নিয়েছেন কার্যকরি সভাপতি জগৎপ্রসাদ নাড্ডাকে৷ মন্ত্রকের ব্যস্ততার কারণে তাঁর কাজের কিছুটা ভার দেওয়া হয়েছে মোদী সরকারের প্রাক্তন এই স্বাস্থমন্ত্রীকে৷ দলের অন্দরে অনেকেই তাঁকে ‘জেপি’ বলে ডাকেন৷ ইদানিং অনেকেই বলছেন, তিনি নাকি অমিত শাহের ‘ডেপুটি৷’
তুখড় সংগঠন ‘জেপি’ বিজেপির কার্যকরি সভাপতি হিসাবে এই প্রথম কলকাতায় আসছেন৷ সম্ভবত, তিনি ১০ অগস্ট কলকাতায় এসে পৌঁছবেন৷ শোনা যাচ্ছে, তিনি বেশ কয়েকটি সাংগঠনিক সভা করবেন৷ সেগুলি অন্তর্দলীয় সভা৷ বন্ধ দরজার ভিতরে কী হবে তা দলের সাধারণ কর্মীরা জানতে পারবেন না৷ তবে সাধারণ কর্মীদের জন্য শহরের কোনও বড় প্রেক্ষাগৃহে সভার আয়োজন করা হতে পারে৷ যা খবর, বিস্তারক কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পর রাজ্যে পার্টির কী অবস্থা তা খতিয়ে দেখবেন তিনি৷ দেখবেন সদস্যতা অভিযানের ফল কতটা পাওয়া গিয়েছে৷
লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গকে বাড়তি গুরুত্ব দিয়েছিলেন অমিত শাহ৷ রাজ্যে তিনি ১৬টি জনসভা করেছেন৷ কলকাতায় রোড-শো করে গিয়েছেন৷ লোকসভার ফলাফলে তার প্রতিফলন দেখা দিয়েছে৷ বিজেপি ১৮টি আসন পেয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের ঠিক পিছনেই দাঁড়িয়ে রয়েছে৷ ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ১২.২৫ শতাংশ ভোট পেয়েছিল৷ ২০১৯ সালে সেই ভোট বেড়ে হয় ৪০.২৩ শতাংশ৷ দলের অনেকেই এই কৃতিত্ব দেন অমিত শাহকে৷ কারণ পশ্চিমবঙ্গে এই সাফল্য দল আগে কখনও পায়নি৷ জগৎপ্রসাদ নাড্ডা নিজের রাজনৈতিক জীবন শুরু করেছেন হিমাচল প্রদেশ থেকে৷ তিনি দলের সংগঠনের সঙ্গেই যুক্ত থাকতেন৷ হিমাচল প্রদেশ থেকে তিনি দলের রাজ্যসভার সদস্য৷ অমিত শাহ’র জায়গায় তিনিই দলের খুঁটিনাটি সংগঠনের খোঁজ রাখবেন৷ কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর এখন সেই কাজ করা সম্ভব নয়৷
The post খোঁজখবর নিতে রাজ্যে আসতে পারেন অমিত শাহ’র ডেপুটি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Zal2zk
No comments:
Post a Comment