স্টাফ রিপোর্টার, কলকাতা: তাঁকে আসতে বলা হয়েছিল সকাল সাড়ে ১০টায়৷ তার মিনিট ১৫ আগেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ঢুকলেন বিধাননগর কমিশনারেটের প্রাক্তন গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ৷ বেআইনি অর্থলগ্নি মামলায় জিজ্ঞাসাবাদ করতে বৃহস্পতিবার তাঁকে ফের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়৷ সেই মতো নির্ধারিত সময়ের আগেই চলে আসেন৷
সিবিআইয়ের তলব পেয়ে বুধবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজির হন অর্ণব ঘোষ৷ সারদা তদন্তের গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন এই পুলিশ অফিসার। সেইসময় বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধান ছিলেন তিনি। সারদা কেলেঙ্কারির তদন্তে রাজ্য পুলিশের তৈরি বিশেষ তদন্তকারী দল (সিট)-এর গুরুত্বপূর্ণ কর্তা ছিলেন এই অর্ণব ঘোষ।
সূত্রের খবর, বিভিন্ন তথ্য প্রমাণ সামনে রেখে, লাল ডায়েরি থেকে শুরু করে সারদাকাণ্ডে তদন্ত পরিচালনায় তাঁর ভূমিকা কী ছিল, তাঁকে তদন্তের নির্দেশ কে দিতেন, এই সব যাবতীয় প্রশ্নই অর্ণব ঘোষের জন্য সাজিয়েছিলেন সিবিআই গোয়েন্দারা৷ দফায় দফায় চলে জেরা৷ সূত্রের খবর, সিবিআই অফিসাররা তাঁর জবাবে খুশি নন। সারদা কেলেঙ্কারি সম্পর্কে আরও কিছু জানতে চান। তাই আবার তাঁকে ডেকে পাঠানো হয়েছে।
The post সময়ের আগে সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন অর্ণব ঘোষ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2XkYwTG
No comments:
Post a Comment