স্টাফ রিপোর্টার, বর্ধমান: বিজেপিকে পাশ থেকে সরে দাঁড়াল রাজ্য গাভী কল্যাণ সমিতি। রবিবার সাংবাদিক বৈঠক করে রাজ্য ঘোষ এণ্ড গাভী কল্যাণ সমিতির রাজ্য সভাপতি বাপ্পাদিত্য ঘোষ জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের দাবিদাওয়া নিয়ে বিজেপি লিখিত প্রতিশ্রুতি না দিলে তাঁরা নির্বাচনে নির্দল প্রার্থী দেবে৷
রবিবার সাংবাদিক বৈঠকে বাপ্পাদিত্য ঘোষ জানিয়েছেন, গোটা রাজ্যে তাঁদের প্রায় ৩৮ শতাংশ ভোটার রয়েছে। তিনি বলেন, দিনের পর দিন তাঁরা বঞ্চনার শিকার হয়ে থাকবেন, এটা হতে পারে না। এতদিন ধরে তাঁরা শুধু দাবিই জানিয়ে গিয়েছেন। কিন্তু কোনেও সুরাহা হয়নি। জলের দাম বেশি কিন্তু দুধের দাম কম–এই অবস্থার পরিবর্তন চান তাঁরা। দুধ, ছানার সরকারী সহায়ক মুল্য নির্ধারণ সহ দেশের জনসংখ্যার ৩৮ শতাংশ ঘোষ সম্প্রদায় হওয়ায় সাংসদ ও বিধায়ক নির্বাচনে তারা সংরক্ষণের দাবিও তুলেছেন। এছাড়াও গোপালকদের ৪০ শতাংশ সরকারী ভর্তুকি প্রদান করা, গো খাদ্যের ওপর ৪০ শতাংশ ভর্তুকি প্রদান করা, সরকারের পক্ষ থেকে ফ্যাট মেশিন সরবরাহ করা, ব্লকে ব্লকে সরকারী দুধের সেন্টার খোলা, গোপালকদের ও গরু, মোষের জন্য বীমার সুবিধা প্রদান করা প্রভৃতি বিভিন্ন দাবি তোলা হয়েছে।
এদিন সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। কিন্তু কোনও লাভ হয়নি। সম্প্রতি এই দাবিগুলি পূরণের লক্ষ্যে বর্ধমানে কার্জন গেটের সামনে আমরণ অনশনে বসেন বাপ্পাদিত্য ঘোষ। তিনদিন অনশন চলার পর খোদ বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গী অনশন মঞ্চে এসে তাঁর অনশন ভঙ্গ করেন। একইসঙ্গে তাঁদের দাবিপূরণের আশ্বাসও দিয়ে যান। আর তার প্রেক্ষিতেই রাজ্য ঘোষ এণ্ড গাভী কল্যাণ সমিতি তাঁদের পূর্ণ সমর্থন বিজেপিকেই দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু তারপর তাঁদের দাবি নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি বিজেপি।
বাপ্পাদিত্যবাবু জানিয়েছেন, কিছুদিন আগে খোদ বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায়ও বাপ্পাদিত্য ঘোষের বাড়িতে আসেন, একান্তে বৈঠক করেন। তিনি বলেন, বিজেপি জানিয়েছে আগে তাঁদের সমর্থন দিতে হবে তারপরেই তাঁদের দাবিদাওয়া নিয়ে বিজেপি এগোবে। তিনি জানিয়েছেন, বিজেপির এই মিথ্যা প্রতিশ্রুতির জন্যই তাঁরা বিজেপির প্রতি সমর্থনের পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
The post বাংলায় বিজেপির থেকে সমর্থন তুলে নিলেন গোয়ালারা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2U8Iv5I
No comments:
Post a Comment