প্রসেনজিৎ চৌধুরী: ‘When we come to sky, no one dare to fly.’ ২০১৪ সালের ৫ অক্টোবর থেকে এই টুইট সবার উপরে রেখে দিয়ে নিজেদের টুইট পরিচালনা করে পাক বিমান বাহিনী। সেখানে সদম্ভ দাবি- আমরা যখন আকাশে থাকি, তখন কেউ সাহস করে না উড়তে। পাকিস্তানের এই দাবি এখন সে দেশের সেনা কর্তাদের গলার কাঁটা হয়েই বিঁধছে।
পাক সেনা পরিচালিত হয় রাওয়ালপিন্ডির সেনা সদর কার্যালয় থেকে। সেখানকার পরিস্থিতিটা মঙ্গলবার সকালে কেমন- একটু কল্পনা করে নেওয়া যেতে পারে। একের পর এক ফোনে ব্যতিব্যস্ত কর্তারা। পুড়ছে সিগারেট। চলছে বিশ্লেষণ- সজাগ থাকা অবস্থায় কেমন করে নিয়ন্ত্রণ রেখা পার করে ঢুকল ভারতের যুদ্ধ বিমানগুলি।
এদিকে পাক সংবাদপত্র ডন তাদের প্রতিবেদনে ভারতের বিমান হামলার বিবরণ লিখতে গিয়ে প্রকাশ করেছে পাক সেনার জনসংযোগ বিভাগের প্রধান মেজর জেনারেল আসিফ গফুরের টুইট। তিনি জানিয়েছেন, ভারতের যুদ্ধ বিমান হামলা চালায়। এতে সামান্য ক্ষতি হয়েছে। তবে টুইটে পরিষ্কার-এবার নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ অধিকৃত কাশ্মীরের সীমান্ত পেরিয়ে ঢুকে বোমা বর্ষণ করেছে ইন্ডিয়ার এয়ারফোর্স। টুইটে কিছু ছবি প্রকাশ করেছেন আসিফ গফুর। তাতে দেখা গিয়েছে বোমা বিধ্বস্ত অধিকৃত কাশ্মীরের এলাকার ছবি।
টুইটে পাক জনসংযোগ বিভাগের কর্তার দাবি-
No response from New Delhi on violation
ISPR says Pakistani forces responded effectively
Payload dropped at Balakot
No casualties
তিনি দাবি করেছেন, ভারতীয় বিমান বাহিনীর হামলায় বালাকোট এলাকা ক্ষতিগ্রস্ত হলেও কারোর মৃত্যু হয়নি। এখানেই উঠছে প্রশ্ন। সেইসঙ্গে পাক বিমান বাহিনীর সেই টুইট উক্তি মুখ থুবড়ে পড়ছে-আমরা যখন আকাশে থাকি, তখন কেউ সাহস করে না উড়তে !
জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবেই এই প্রত্যাঘাত এমনই জানিয়েছে ভারত সরকার। বলা হয়েছে-সোমবার ভোররাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান। অধিকৃত কাশ্মীরের বালাকোট, চাকোটি এবং মুজফ্ফরাবাদে অভিযান চালানো হয়েছে। গুঁড়িয়ে গিয়েছে জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিন এবং লস্কর জঙ্গি ঘাঁটি। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের দাবি এই অভিযানে নিহতের সংখ্যা ২০০ থেকে ৩০০। যদিও সে কথা স্বীকার করেনি পাকিস্তান।
The post ‘no one dare to fly’ ট্যুইটের উক্তি এখন গলার কাঁটা পাকিস্তানের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Ns5CBD
No comments:
Post a Comment