নয়াদিল্লি: ১২ দিনের মাথায় পুলওয়ালামা হামলার কড়া প্রত্যাঘাত দিল ভারত৷ মঙ্গলবার ভোর রাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় বায়ু সেনা৷ ভারতীয় যুদ্ধবিমান মিরাজ ২০০০-এর সাহায্যে ভোর সাড়ে তিনটে নাগাদ ১০০০ পাউন্ড বোমা বর্ষণ করা হয়েছে৷
খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে উল্লাস ও বিজয় উৎসবে মেতে ওঠে আপামর ভারতবাসী৷ অনেকে বায়ুসেনার এই হামলাকে দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকও বলছেন৷ সফল অপারেশনের জন্য বায়ুসেনাকে স্যালুট জানাচ্ছে সবমহল৷ এবার বায়ুসেনার সাফল্যে শুভেচ্ছাবার্তা উড়ে এলে ক্রিকেটমহল থেকে৷
আরও পড়ুন-#FightBack- ভারতের বায়ুসেনাকে নতুন নাম মুখ্য়মন্ত্রী মমতার
পুলওয়ামা হামলার প্রত্যাঘাতের খবর শুনে সোশ্যাল মিডিয়ায় টুইটে ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ লিখেছেন, ‘ভারতীয় বায়ুসেনা দারুণ জবাব দিল৷’ সেই সঙ্গে টুইটে তিনি আরও লেখেন, ‘শুধর যাও ওয়ারনা শুধার দেঙ্গে’৷ টুইট করে ভারতীয় বায়ুসেনার সাফল্যকে কুর্ণিশ জানিয়েছেন বীরুর একসময়ের ক্রিকেটসঙ্গী গৌতম গম্ভীরও৷ ‘জয় হিন্দ’ লিখে টুইট করেছেন গম্ভীর৷
আরও পড়ুন- ‘জয় হিন্দ’ ট্যুইট করে বায়ুসেনাকে স্যালুট বলিউডের
The boys have played really well. #SudharJaaoWarnaSudhaarDenge #airstrike
— Virender Sehwag (@virendersehwag) February 26, 2019
JAI HIND, IAF ???????? @IAF_MCC @adgpi #IndiaStrikesAgain #IndiaStrikesBack #IndiaStrikes
— Gautam Gambhir (@GautamGambhir) February 26, 2019
ক্রিকেটার যুবেন্দ্র চাহাল ভারতীয় বায়ুসেনার এদিনের সাফল্য নিয়ে টুইটে লেখেন, ‘কড়া প্রত্যাঘাত, এই আঘাত অনেকদিন মনে রাখবে ওরা৷’ সোশ্যাল মিডিয়ায় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল লিখেছেন, ‘ভারত এবার নিজের শক্তি দেখিয়ে দিল৷ ভারতীয় সৈনিকদের সেলাম৷’
Indian Air Force ???????????? Bohot Hard Bohot Hard #IndiaStrikesBack #JaiHind ????????????????
— Yuzvendra Chahal (@yuzi_chahal) February 26, 2019
Big salute to our #IndianAirForce ????????????…. #IndiaStrikesBack .. Jai Hind
— Saina Nehwal (@NSaina) February 26, 2019
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের উপরে হামলা চালায় এক জইশ জঙ্গি। আত্মঘাতী জঙ্গি আদিলের আক্রমণে প্রাণ হারান ৪০ জন আধা সেনা জওয়ান। যা নিয়ে শোকে কাতর হয়েছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী৷ তার প্রত্যাঘাতেই এদিন পাক অধিকৃত কাশ্মীরের বালাকোট থেকে মুজফফরাবাদ সেক্টর পর্যন্ত জঙ্গিদের বহু ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে৷ ভারতীয় বায়ুসেনার এই হানায় প্রায় ৩০০ জঙ্গি নিহত হয়েছে বলে জানা গিয়েছে৷
The post ‘শুধর যাও ওয়ারনা শুধার দেঙ্গে’ ভারতীয় বায়ুসেনার সাফল্যে টুইট বীরু-গোতির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GK9woX
No comments:
Post a Comment