Tuesday, February 26, 2019

‘শুধর যাও ওয়ারনা শুধার দেঙ্গে’ ভারতীয় বায়ুসেনার সাফল্যে টুইট বীরু-গোতির

নয়াদিল্লি: ১২ দিনের মাথায় পুলওয়ালামা হামলার কড়া প্রত্যাঘাত দিল ভারত৷ মঙ্গলবার ভোর রাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় বায়ু সেনা৷ ভারতীয় যুদ্ধবিমান মিরাজ ২০০০-এর সাহায্যে ভোর সাড়ে তিনটে নাগাদ ১০০০ পাউন্ড বোমা বর্ষণ করা হয়েছে৷

খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে উল্লাস ও বিজয় উৎসবে মেতে ওঠে আপামর ভারতবাসী৷ অনেকে বায়ুসেনার এই হামলাকে দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকও বলছেন৷ সফল অপারেশনের জন্য বায়ুসেনাকে স্যালুট জানাচ্ছে সবমহল৷ এবার বায়ুসেনার সাফল্যে শুভেচ্ছাবার্তা উড়ে এলে ক্রিকেটমহল থেকে৷

আরও পড়ুন-#FightBack- ভারতের বায়ুসেনাকে নতুন নাম মুখ্য়মন্ত্রী মমতার

পুলওয়ামা হামলার প্রত্যাঘাতের খবর শুনে সোশ্যাল মিডিয়ায় টুইটে ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ লিখেছেন, ‘ভারতীয় বায়ুসেনা দারুণ জবাব দিল৷’ সেই সঙ্গে টুইটে তিনি আরও লেখেন, ‘শুধর যাও ওয়ারনা শুধার দেঙ্গে’৷ টুইট করে ভারতীয় বায়ুসেনার সাফল্যকে কুর্ণিশ জানিয়েছেন বীরুর একসময়ের ক্রিকেটসঙ্গী গৌতম গম্ভীরও৷ ‘জয় হিন্দ’ লিখে টুইট করেছেন গম্ভীর৷

আরও পড়ুন- ‘জয় হিন্দ’ ট্যুইট করে বায়ুসেনাকে স্যালুট বলিউডের

ক্রিকেটার যুবেন্দ্র চাহাল ভারতীয় বায়ুসেনার এদিনের সাফল্য নিয়ে টুইটে লেখেন, ‘কড়া প্রত্যাঘাত, এই আঘাত অনেকদিন মনে রাখবে ওরা৷’ সোশ্যাল মিডিয়ায় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল লিখেছেন, ‘ভারত এবার নিজের শক্তি দেখিয়ে দিল৷ ভারতীয় সৈনিকদের সেলাম৷’

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের উপরে হামলা চালায় এক জইশ জঙ্গি। আত্মঘাতী জঙ্গি আদিলের আক্রমণে প্রাণ হারান ৪০ জন আধা সেনা জওয়ান। যা নিয়ে শোকে কাতর হয়েছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী৷ তার প্রত্যাঘাতেই এদিন পাক অধিকৃত কাশ্মীরের বালাকোট থেকে মুজফফরাবাদ সেক্টর পর্যন্ত জঙ্গিদের বহু ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে৷ ভারতীয় বায়ুসেনার এই হানায় প্রায় ৩০০ জঙ্গি নিহত হয়েছে বলে জানা গিয়েছে৷

The post ‘শুধর যাও ওয়ারনা শুধার দেঙ্গে’ ভারতীয় বায়ুসেনার সাফল্যে টুইট বীরু-গোতির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GK9woX

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez