সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: ৬৬ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড় হয়েছে কলকাতায়। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। এদিন ভোরবেলা ৫.০২ মিনিটে এই ঝড় বয়ে যায় কলকাতার উপর দিয়ে। তবে এক মিনিটের কিছু কম ছিল এই ঝরের স্থায়িত্ব। তাই হাওয়াঅফিসের খাতায় কলমে এটি শুধুই ঝড়। কালবৈশাখী নয়।
হাওয়া অফিসের তথ্য অনুযায়ী কোনও ঝোড়ো হাওয়া কালবৈশাখীর নাম দিতে গেলে তাঁকে কিছু শর্ত পূরণ করতে হয়। শর্ত ১. ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটারের বেশি হতে হবে। শর্ত ২. ঝড়ের স্থায়িত্ব এক মিনিট হতেই হবে শর্ত ৩. সঙ্গে বজ্রপাতও হতে পারে শর্ত ৪. শিলাবৃষ্টিও হতে পারে কখনও। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম দুই শর্ত। এদের মধ্যে কোনও একটি শর্ত পূরণ না হলেই সেটি শুধুই ঝড়ের তকমা পাবে।
কালবৈশাখী নয়। যেমন সোমবার জোড়া ঝড় কালবৈশাখী ছিল। কারন ঝড়ের গতিবেগ ৪৪ এর উপরে ছিল , স্থায়িত্ব ছিল এক মিনিটের বেশি। সঙ্গে বজ্রপাত, হয়েছিল। প্রথম দুই শর্ত মিলেছিল তাই দুটি ঝড়ই কালবৈশাখীর তকমা পেয়েছিল। হাওড়াতেও ভোরবেলা ব্যাপক ঝড় বৃষ্টি হয়। তবে এর গতিবেগ বা স্থায়িত্বের খবর মেলেনি হাওয়া অফিস সূত্রে। তাই হাওড়া অঞ্ছলের ঝড় কালবৈশাখী কি না তা বলা যাচ্ছে না। তবে সাধারনের চোখে দেখলে এটি কালবৈশাখী বলা যেতে পারে।
এদিন সকালে কলকাতার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ছয় ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম। বৃষ্টির পরিমান ৫৫.২ মিলিমিটার। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৭৭ শতাংশ। দমদম অঞ্চলে বৃষ্টির
পরিমান ৪১.২ মিলিমিটার, দিঘায় ৫০.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ডায়মন্ড হারবার এবং ক্যানিংয়ে বৃষ্টি হয়েছে ৩৬.৩ ও ২৭.৬ মিলিমিটার। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বুধবারেও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল বলে জানিয়েছে হাওয়া অফিস। কিছু দিন আগে পশ্চিমি ঝঞ্ঝা এবং পূবালি হাওয়ার সঙ্ঘাতে বৃষ্টি হয়েছিল রাজ্যে। এবার আরও এক ঝঞ্ঝার ঝঞ্ঝাটের জের পড়েছে রাজ্য জুড়ে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছিল দক্ষিনবঙ্গে প্রথমে কোথাও কোথাও হালকা বৃষ্টি হবে। অবস্থার পরিবর্তন হবে তবে শনিবারের পর থেকে। দক্ষিনবঙ্গে সোমবার থেকে কলকাতাসহ বৃষ্টি শুরু হয়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও হয় কোথাও কোথাও। পশ্চিমের জেলায় এর বিশেষ প্রভাব পড়বে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। দক্ষিনবঙ্গে সে সবই হয়েছে পূর্বাভাস মতো।
কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝড় হয়েছে। শিলাবৃষ্টিও হয়েছে কোথাও কোথাও। উত্তরবঙ্গেও এমন পূর্বাভাস ছিল। কিন্তু মঙ্গলবার পর্যন্ত তেমন কিছু হয়নি। তবে বুধবার সেই সম্ভাবনা প্রবল রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার সিকিম, দার্জিলিং এবং উত্তরবঙ্গের অন্যন্য উঁচু অঞ্চলে তুষারপাতও হতে পারে।
The post ঝড়ে ‘উড়ল’ কলকাতা, এবার পালা পাহাড়ের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2T7aXUP
No comments:
Post a Comment