প্রয়াগরাজ: কুম্ভমেলা থেকে সাধু সন্তদের ধূমপান বর্জন করার আবেদন জানালেন যোগগুরু বাবা রামদেব৷ ধূমপান বর্জনের পক্ষে সওয়াল করে যোগগুরুর প্রশ্ন, সাধুসন্তরা যদি সবকিছু ত্যাগ করতে পারেন তাহলে ধূমপান কেন ছাড়তে পারবেন না?
সম্প্রতি প্রয়াগরাজের কুম্ভমেলায় আসেন বাবা রামদেব৷ সেখানে অনেক সাধুসন্তদের ধূমপান করার দৃশ্য তাঁর চোখে পড়ে৷ এরপরই তিনি তাদের কাছে ধূমপান ত্যাগ করার আবেদন জানান৷ যোগগুরু বলেন, ‘‘আমরা রাম ও কৃষ্ণের অনুরাগী৷ এরা দু’জনেই জীবনে কখনও ধূমপান করেননি৷ তাহলে আমরা কেন করব? আমাদের সকলের ধূমপান বর্জন করার সংকল্প নেওয়া উচিত৷’’ এখানেই থেকে থাকেননি যোগগুরু৷ তাঁর সংযোজন, বাড়ি, ঘর, সংসার, বাবা-মা সবাইকে ছেড়ে আমরা সাধুর জীবন বেছে নিয়েছি৷ তাহলে আমরা কেন ধূমপান ছাড়তে পারব না?
কমবয়সীদের ধূমপান বর্জন করাতে ক্যাম্পেন শুরু করেছেন রামদেব৷ জানান, কমবয়সীদের অনেকেই তাঁর আবেদনে সাড়া দিয়ে ধূমপান করা ছেড়ে দিয়েছে৷ তাহলে মহাত্মারাও পারবেন৷ ৫৫দিন ব্যাপী কুম্ভমেলা শেষ হবে ৪ মার্চ৷
কুম্ভমেলার সময় পবিত্র গঙ্গায় স্নান করলে সব পাপ ধুয়ে মুছে যায়৷ এই বিশ্বাসে ভর করে কুম্ভমেলায় ভিড় জমান পুণ্যার্থীরা৷ উত্তরপ্রদেশে এখন বিজেপি সরকারে৷ তাই মেলা আয়োজনে কোনও ক্রুটি রাখা হয়নি৷ কুম্ভকে সামনে রেখে এলাহাবাদের পর্যটন ব্যবস্থাকে তুলে ধরতে চাইছেন মুখ্যমন্ত্রী যোগী। আর সেজন্যে বিভিন্ন রকমের ব্যবস্থা ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে গোটা শহরকে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন রঙয়ে। কুম্ভে থাকার জন্যে বিশেষ তাবু খাটিয়েছে সেখানকার পর্যটন দফতর। সেই সমস্ত তাবুতে থাকছে বিলাসবহুল সমস্ত ব্যবস্থা।
The post সাধু সন্তদের ধূমপান ছেড়ে দেওয়ার আবেদন যোগগুরুর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2UwyhrA
No comments:
Post a Comment