সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা : আজকের কলকাতা বইমেলা আন্তর্জাতিক। রাজ্য দেশের সীমানা পেরিয়ে এই বইমেলার নাম এখন বহু দেশ জানে। কিন্তু এই বইমেলার আন্তর্জাতিক হওয়ার চেষ্টা শুরু জার্মানিকে দেখে। সে দেশে ফোকাল থিম রাখা হয়েছিল বইমেলায়। তা থেকেই উৎসাহ নিয়ে আজ থিম ভিত্তিক হয়েছে বইমেলা এবং হয়েছে আন্তর্জাতিক।
সেটা ১৯৯১ সাল থেকে কলকাতা বইমেলায় শুরু হয় থিম ভিত্তিক। জার্মানির ফ্রাঙ্কফুর্ট তখন এমনই থিম ভিত্তিক বই মেলা করেছিল। সেখান থেকেই অনুপ্রানিত হয় গিল্ড ফোকাল থিমের ভাবনা করে। প্রথমে প্রতিবেশী রাজ্য অসমকে থিম হিসাবে বেছে নেওয়া হয়েছিল।
এরপর ত্রিপুরা, ওডিশাকে ফোকাল থিম হিসাবে বেছে নেওয়া হয়। ১৯৯৪ সালে থিম হিসাবে বিদেশী রাষ্ট্রকে বেছে নেওয়া শুরু হয়।প্রথম থিম কান্ট্রি ছিল জিম্বাবোয়ে ১৯৯৫ এবং ৯৬তে পশ্চিমবঙ্গ এবং বিহার ছিল থিম। ১৯৯৭ সালে ফ্রান্সকে বেছে নেওয়া হয় থিম কান্ট্রি হিসাবে।সেই বছরেই কলকাতা বইমেলা একটি চরম বিপর্যয়ের মুখে পড়ে। মেলার ষষ্ঠ দিনে আগুন লেগে পুড়ে যায় অনেক স্টল।ক্ষয়ক্ষতি হয় প্রচুর। সাময়িক বিরতি নিয়ে তিন দিন পর ফের শুরু হয়েছিল মেলা।
৪৩তম বইমেলার উদ্বোধন হবে ৩১ জানুয়ারি সল্টলেকের সেন্ট্রাল পার্কে। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এই বছরের থিম কান্ট্রি হল গুয়াতেমালা।এছাড়াও ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, চিন, জাপান, ভিয়েতনাম, বাংলাদেশ সহ ২৬ টি দেশ অংশ নিচ্ছে এই মেলাতে।এর সাথে সাথে লেপচা জনজাতির সংস্কৃতিকেও তুলে ধরা হবে এই মেলায়। মোট ৬০০টি স্টল ও ২০০ টি লিটল ম্যাগাজিনের স্টল থাকবে এবারের মেলায়।
থাকবে সদ্য প্রয়াত কবি- সাহিত্যিক নীরেন্দ্রনাথ চক্রবর্তী, অতীন বন্দ্যোপাধ্যায় ও দিব্যেন্দু পালিতের নামে চিহ্নিত তিনটি প্যাভিলিয়ন এবং একটি গেট থাকছে সাহিত্যিক রমাপদ চৌধুরীর নামে। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে সাহিত্যিক শংকরকে।
কলকাতা বইমেলার সূচনা ১৯৭৬ সালে। প্রথম কলকাতা বইমেলা হয়েছিল বিড়লা প্ল্যানেটোরিয়ামের উল্টো দিকে। চলেছিল ৫ই মার্চ থেকে ১৪ই মার্চ পর্যন্ত। এই মেলার অনুপ্রেরণা ছিল দিল্লীতে হওয়া ১৯৭২ সালের বিশ্ব বই মেলা এবং ১৯৭৪ সালের ন্যাশনাল বুক ট্রাস্ট আয়োজিত জাতীয় বই মেলা। ১৯৭৫ সালে ১৪ টি বই প্রকাশক ও বই বিক্রেতা সংস্থাকে নিয়ে তৈরী হয় ‘ পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ড’ । তারাই প্রথম থেকে আজ পর্যন্ত কলকাতা বইমেলার আয়োজক।
The post জার্মানির অনুকরণেই আন্তর্জাতিক হয় কলকাতা বইমেলা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2DJunpJ
No comments:
Post a Comment