Sunday, December 30, 2018

গাজিপুর পুলিশ মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১১

লখনউ: গাজিপুরের পুলিশ কনস্টেবল মৃত্যুর ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার ১১ জন৷ তবে গ্রেফতারির সংখ্যা আরও বাড়তে পারে৷ পুলিশ মৃত্যুর ঘটনায় জড়িত আরও ৯২ জনের নামে দায়ের হয়েছে এফআইআর৷ এদের মধ্যে ৬০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি৷ বাকি ৩২ জনের নাম উল্লেখ করা হয়েছে এফআইআরে৷

পুলিশ মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় নিশাদ সম্প্রদায়৷ তবে পুলিশ মৃত্যুর দায় তারা এড়িয়ে গিয়েছে৷ নিশাদ সম্প্রদায়ের প্রধান সঞ্জয় কুমার জানান, পুলিশ মৃত্যুর ঘটনায় তারা কোনওভাবেই জড়িত নয়৷ যদিও পুলিশের রিপোর্ট অন্য কথা বলেছে৷

শিক্ষা ও চাকরিতে সংরক্ষণের দাবিতে হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ করছিলেন নিশাদ সম্প্রদায়ের সদস্যরা৷ বিক্ষোভকারীদের হঠাতে সেখানে পাঠানো হয় কনস্টেবল সুরেশ ভটকে৷ হাইওয়ে থেকে বিক্ষোভকারীদের সরাতে গেলে শুরু হয় পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ৷ তখন পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়৷ সেই একটি পাথর এসে লাগে কনস্টেবলের মাথায়৷ ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি৷ সেখানেই মৃত্যু হয় তাঁর৷

 

চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় পুলিশ খুনের ঘটনা ঘটল যোগীর রাজ্যে৷ এর আগে গোহত্যাকে কেন্দ্র করে হিংসার ঘটনায় পুলিশ অফিসার সুবোধ কুমারের খুন নিয়ে এখনও জারি চর্চা৷ তারই মাঝে আরও এক উর্দিধারী খুনের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়ায় উত্তরপ্রদেশে৷ তড়িঘড়ি নিহত পুলিশ অফিসারের পরিবারকে ৪০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করে বিক্ষোভ প্রশমনের চেষ্টা যোগী আদিত্যনাথ প্রশাসনের৷

বুলন্দশহরের তুলনায় গাজিপুরের ঘটনায় প্রথম থেকেই কড়া মনোভাব দেখিয়েছেন মুখ্যমন্ত্রী৷ জেলা পুলিশ ও প্রশাসনকে কনস্টেবল মৃত্যুর তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন৷ এছাড়া মৃতের স্ত্রীকে ৪০ লক্ষ ও পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন৷

The post গাজিপুর পুলিশ মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১১ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2AmKg3b

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez