কথাতেই আছে পৃথিবীতে ৩৩ কোটি দেব দেবী আছে৷ আর দেব দেবী মানেই তো পুজো পার্বণ৷ বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বন৷ আর এই পার্বণগুলি তো ওই ৩৩ কোটি দেব দেবীদের মধ্যে একজনকে নিয়ে৷ পুজোতে তুলসী পাতা ব্যবহার তো সাধারণ বিষয়৷ তুলসীপাতা হিন্দুদের প্রতীক হিসেবে ধরা হয়৷ তাই বাঙালীদের ঘরে ঘরে তুলসী গাছ দেখতে পাওয়া যায়৷ আপনি এই গাছের যত্ন না করলেও বেশ কয়েক দিন ঠিক বেঁচে থাকবে৷ কিন্তু সাবধান যদি আপনার বাড়িতে তুলসী গাছ থেকে থাকে তবে আপনি এই কাজগুলো করছেন নাতো৷ করলেই কিন্তু ঘোর বিপদ৷
গুরুজনেরা বলেন শিব ঠাকুরের মাথায় তুলসী পাতা দিতে নেই৷ মহাদেব বেলপাতাতেই খুশি হন৷ তাই ভুল করেও মহাদেবের মাথায় তুলসী পাতা দেবেন না৷ এতে মহাদেবের কুদৃষ্টি পড়তে পারে আপনার ও আপনার পরিবারের উপর৷
যখন তখন গাছ থেকে তুলসী পাতা ছিঁড়ছেন? যদি এটা করে থাকেন তবে বলবো এখন থেকে তা বন্ধ করে দিন৷ কারণ তুলসী পাতা ছেঁড়ার একটা নির্দিষ্ট সময় আছে৷ পুরাণ অনুযায়ী একাদশী, দ্বাদশী, সংক্রান্তি, সন্ধ্যা বেলা কখনওই তুলসী পাতা ছেড়া উচিত না৷ তাই এই সময় গুলোয় কখনোই তুলসী পাতা ছিড়বেন৷
অনেকেই সর্দি কাশি হলে তুলসী পাতা চিবিয়েই খেয়ে নেন৷ কিন্তু এটা খুবই খারাপ৷ কারণ তুলসী পাতায় অবস্থিত মার্কারি নামক উপাদান মানুষের দাঁত ও মাড়ির জন্যে খারাপ৷
তুলসী গাছ বা তুলসী মঞ্চের পাশে কখনোই ঝাঁটা, জুতো, ঘর মোছার কাপড় এসব রাখা উচিত নয়৷ এতে আপনার সংসারের অশান্তি বাড়বে বই কমবে না৷
তুলসী গাছ যেন কখনোই শুকনো না থাকে৷ এটা সবসময় খেয়াল রাখবেন৷ কারণ এতে আপনার পরিবারের উপর খারাপ ছায়া পড়তে পারে৷
কোন মরে যাওয়া তুলসী গাছ কখনওই বাড়িতে রাখবেন না৷ মরে যাওয়া বা শুকিয়ে যাওয়া তুলসী গাছ তুলে লাগান নতুন তুলসী গাছ৷
The post বাড়িতে তুলসী গাছ আছে? আপনি এই ভুল কাজগুলি করছেন না তো? appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Sn3kp2
No comments:
Post a Comment