বেঙ্গালুরু: মনমোহন সিংয়ের দশ বছরের প্রধানমন্ত্রী জমানার উপর নির্মিত ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবিটি নিয়ে বিজেপি ও কংগ্রেসের মধ্যে বেধেছে কুরুক্ষেত্রের যুদ্ধ৷ এরই মাঝে উঠে এলো আরও এক অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারের নাম৷ তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া৷ নিজেই দাবি করেন, দুর্ঘটনাবশত তাঁকেও প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে হয়েছিল৷
অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার ছবি নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ৮৫ বছরের জেডি(এস) সুপ্রিমো বলেন, ‘‘সত্যি বলতে কী কেন এবং কে সেটা হওয়ার অনুমতি দিয়েছিল তা ঠিক জানা নেই৷ কিন্তু আমিও একজন অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার৷’’
১৯৯৬ সালে লোকসভা নির্বাচনের পর কোনও দলই সরকার গড়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি৷ তখন অবিজেপি ও অকংগ্রেসি দলগুলি জোট বেধে তৃতীয় ফ্রন্ট তৈরি করে৷ সেই সরকারকে বাইরে থেকে সমর্থন জানায় কংগ্রেস৷ জোট সরকারের প্রধানমন্ত্রী হন দেবগৌড়া৷ তবে প্রধানমন্ত্রী পদে এক বছর মেয়াদও পূরণ করতে পারেননি তিনি৷ ১৯৯৬ এর ১ জুন থেকে ১৯৯৭ এর ২১ এপ্রিল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন দেবগৌড়া৷ কংগ্রেস সরকার থেকে সমর্থন তুলে নেয়৷ ফলে সরে যেতে হয় দেবগৌড়াকে৷
অন্যদিকে যাঁকে কেন্দ্র করে আজ এত আলোচনা সেই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এই ইস্যুতে নীরবতা বজায় রেখেছেন৷ দশ বছর প্রধানমন্ত্রী থাকার সময় নানা বিতর্কের জবাব দিতে মুখ খুলেছেন অল্প সময়ই৷ প্রধানমন্ত্রী থাকাকালীন ‘মৌণীবাবা’ নামে সমোলোচিত হয়েছেন বিরোধীদের কাছ থেকে৷ কিন্তু এসব কোনও কিছুই সে রকমভাবে স্পর্শ করেনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে৷ তাঁর রাজনৈতিক জীবন নিয়ে একটি বই লিখেছিলেন তাঁরই মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারু৷ ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ নামে বিতর্কিত এই বইটির উপর নির্ভর করে নির্মাণ হয়েছে বলিউড সিনেমা৷ যার ট্রেলার মুক্তি পায় বৃহস্পতিবার৷
সোশ্যাল মিডিয়ায় আসার সঙ্গে সঙ্গে ট্রেলারটি ভাইরাল হয়ে পড়ে এবং প্রশংসা এবং সমালোচনা কুড়িয় নেয়৷ কংগ্রেসের তরফে অনেকেই বিরোধিতা করেন এই ট্রেলারটির৷
The post ‘আমিও অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’, বিস্ফোরক প্রাক্তন প্রধানমন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2StrC0o
No comments:
Post a Comment