তিমিরকান্তি পতি, বাঁকুড়া: শীতের দাপট ক্রমশই বেড়ে চলেছে। তাপমাত্রা নিম্নমুখী। রবিবার সকালে বাঁকুড়ার তাপমাত্রা নেমে দাঁড়ালো ৮.২ ডিগ্রীতে। সব মিলিয়ে এখন এই জেলায় ঠাণ্ডার দাপটে নাজেহাল অবস্থা মানুষের।
গত ২০-২৫ বছরে এই ধরণের ঠাণ্ডা পড়েনি বলছেন অনেকেই। আর এই সুযোগে শীতবস্ত্রের ব্যবসায়ীরা বিক্রি বেশ ভালোই হচ্ছে বলে জানান। একই কথা বলেন, মুর্শিদাবাদ থেকে আসা লেপ তৈরির কারিগর সেখ ইলিয়াসও। তার কথায়, অন্যান্য বছর তো এইভাবে এতো শীত পড়েনি। সেকারণেই লেপ তৈরির তুলো সহ অন্যান্য উপকরণ খুব বেশি সঙ্গে করে আনিনি। এখানে আসার এক সপ্তাহেই সব শেষ।
সারাদিন উত্তুরে হাওয়া বইছে। সন্ধ্যে নামার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদও নামতে শুরু করছে। খুব জরুরী প্রয়োজন ছাড়া খুব সকালে বা সন্ধ্যের পর মানুষ ঘর ছেড়ে বেরোতে চাইছেন না। গ্রাম শহর সর্বত্রই প্রান্তিক মানুষদের এখন এই মুহূর্তে একমাত্র অবলম্বন আগুন জ্বেলে তার সামনে বসে পড়া।
রবিবার রাতে বাঁকুড়ার নামো আঁচুড়ি এলাকার সহদেব ধবল, জয়দেব ধবলরা বলেন, গত কয়েক বছরে এতো ঠাণ্ডা পড়েনি। এখন তো সকাল বা বিকেলে চাষের কাজে মাঠে যাওয়াই দুষ্কর হয়ে পড়েছে। অন্যান্য বছর এই সময় দু’তিন ঠাণ্ডা পড়তো। এবার সেই ঠাণ্ডার দৌড় বেশ লম্বা বলেই তারা জানান। সব মিলিয়ে ডিসেম্বরের শেষ দু’দিনে বাঁকুড়ায় জাঁকিয়ে শীত পড়েছে একথা বলাই যায়।
The post বছরের শেষেও শীতে কাঁপছে বাঁকুড়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2AnVkNA
No comments:
Post a Comment