Monday, December 31, 2018

আইএসআইএস জঙ্গি ধরতে দেশজুড়ে ধরপাকড় এনআইয়ের

নয়াদিল্লি: আইএসআইএস জঙ্গি ধরতে ফের তল্লাশি এনআইএ-র৷ সোমবার সকালে উত্তরপ্রদেশ ও দিল্লিতে চলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তল্লাশি অভিযান৷ উত্তরপ্রদেশের আমরোহ থেকে এদিন আইএসআইএস জঙ্গি সন্দেহে পাঁচ জনকে আটক করেছে এনআইএ৷ তারা জঙ্গি সংগঠন আইএসআইএসের ভারতীয় শাখা হরকত-উল-হার্ব-এ-ইসলামের সদস্য বলে তেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারীকদের দাবি৷

আরও পড়ুন: বাংলার প্রধানমন্ত্রী হাসিনাকে শুভেচ্ছাবার্তা মোদীর

এই প্রথম নয়৷ গত বুধবারই আইএসআইএসের ভারতীয় মডিউলের জঙ্গিদের ধরতে উত্তরপ্রদেশ ও রাজধানী দিল্লির সতেরোটি আঞ্চলে তল্লাশি চালিয়েছিল এনআইএ গোয়েন্দারা৷ আটক করা হয় ১৬ জনকে৷ তাদের জেরার আটক ১৬জনের ১০কে গ্রেফতার করা হয়৷

আরও পড়ুন: কাশ্মীরে ‘সার্জিকাল স্ট্রাইক’ করতে গিয়ে মুখ পুড়ল পাক সেনার

সেদিনের তল্লাশিতে গোয়েন্দারা সাড়ে সাত লাখ টাকা, একশোরও বেশি মোবাইল ফোন, প্রায় দেড়শোটি সিম কার্ড, মেমোরি কার্ড, ল্যাপটপ উদ্ধার করে৷ এনআইএ-র আইজি অলোক মিত্তল জানান, উদ্ধার হওয়া সরঞ্জামের দেখেই বোঝা যাচ্ছে, ভারতের বিভিন্ন জায়গায় স্বয়ংক্রিয় ডিভাইস দিয়ে শক্তিশালী বিস্ফোরণের পরিকল্পনা করেছিল জঙ্গিরা৷

আরও পড়ুন: বছর শেষে সবচেয়ে সস্তায় পেট্রল-ডিজেল

এই কাজে বিদেশ থেকে আসত টাকার জোগান৷ আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের পরিকল্পনায় কাজ করত জঙ্গিরা৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েমন্দাদের দাবি ভারতীয় জঙ্গি সংগঠনে মূল চাঁই মুফতি সোহেল৷ তাকে অবশ্য ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে৷

আরও পড়ুন: আজ রাজ্যসভায় তিন তালাক চ্যালেঞ্জ পদ্ম শিবিরের

গত সপ্তাহে এনআইএ তল্লাশিতে ধৃত দশ জনকে জিজ্ঞাসাবাদেই খোঁজ মেলে আরও পাঁচ জঙ্গির৷ প্রাপ্ত তথ্য অনুসরণ করে সোমবার ফের তল্লাশিতে নামে গোয়েন্দারা৷ আমরোহ থেকে আটক করা হয় জঙ্গি তালিকায় নাম থাকা ওই পাঁচ জনকে৷
তাদের থেকে উদ্ধার করা হয় গুরুত্বপূর্ণ নথি৷

আরও পড়ুন: মমতার উপর চাপ বাড়াতে দিল্লি উড়ে যাচ্ছেন দিলীপ-মুকুলরা

সামনেই দেশের প্রজাতন্ত্র দিবস৷ রয়েছে লোকসভা ভোটও৷ সেই সময় আগে রাজধানী-সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় হামলার ষড়যন্ত্র করছিল জঙ্গিরা। তাদের নিশানায় ছিলেন, দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব, বিদেশী রাষ্ট্রদূত ও বিভিন্ন সংগঠনের সদর দফতর ও নেতৃত্ব৷ এই গ্রেফতারির পর সেই ছক বানচাল করা গেল বলে মনে করা হচ্ছে৷ তবে এই তল্লাশি জারি থাকবে বলে জানা গিয়েছে৷

The post আইএসআইএস জঙ্গি ধরতে দেশজুড়ে ধরপাকড় এনআইয়ের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2QX3yq2

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez