৩১ ডিসেম্বর বছরের শেষ দিন৷ এই দিনটি ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো অনেকেরই অজানা৷ এই দিনটিতে অনেক খ্যাতনামা মানুষের জন্ম হয়েছে৷ আবার অনেকের মৃত্যুও৷ ঘটেছে অনেক ঐতিহাসিক ঘটনা৷ তাই এই দিনটি ইতিহাসের পাতায় কতটা গুরুত্ব তা জেনে নিন৷
- জন্ম:
১৯৪১: ফরাসি অভিযাত্রী জাক কার্তিয়ে জন্ম গ্রহণ করেন৷ তাঁকে কানাডার অন্যতম আবিষ্কারক মনে করা হয়।
১৫১৪: প্রখ্যাত চিকিৎসক ড: এন্ড্রিয়াস ভেসালিয়াস বেলজিয়ামের ব্রাসেলস৷
১৭৩৮: ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিশ৷
১৮৩০: এই দিনে মিশরের শাসন কর্তা ইসমাইল পাশা৷
১৮৬৯: ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর আঁরি মাতিস৷
১৮৭৫: প্রাচ্যবিদ আর্থার ক্রিস্টেসেন ডেনমার্কের রাজধানীতে কোপেনহেগের জন্ম৷
১৮৮০: নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রাজনীতিবিদ জর্জ মার্শাল৷
১৮৮৮: বেণীমাধব বড়ুয়া, বৌদ্ধধর্ম ও দর্শন শাস্ত্রের গবেষক৷
১৯১১: ড. মোহম্মদ ইব্রাহিম, বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসাবিজ্ঞানী ও মানবহিতৈষী৷
১৯১৮: বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও গবেষক আজিজুর রহমান মল্লিক৷
১৯৩৭: আব্রাহাম হেরশক্, নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত ইসরাইল প্রাণরসায়নী৷
১৯৪৫: লেনার্ড অ্যডলম্যান, একজন তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানী৷
১৯৪৮: কবি হাবিবুল্লাহ সিরাজী৷
১৯৫২: ত্রিদিব দস্তিদার, বাংলাদেশের প্রখ্যাত কবি৷
১৯৮৬: নাঈম ইসলাম, বাংলাদেশী ক্রিকেটার৷
- মৃত্যু:
১৯০৬: চিনের থুংমেং হুই দলের সদস্য লিউ তাওই চিনের ছাংশা শহরে গ্রেফতার হয়ে শহিদ হন৷
১৯১৬: রাসপুটিন, রুশ যাজক।
১৯২১: মীর্জা কুচাক খান জাঙ্গালী, ইরানের প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং ধর্মীয় ব্যক্তিত্ব।
১৯৪০: চীনা সঙ্গীতজ্ঞ সিও ইয়ৌমেই চীনের শাংহাইয়ে মারা যান৷
১৯৫২: স্বাধীনতা সংগ্রামী ও তাবলীগ নেতা কিফায়েতুল্লাহ মুফতির মৃত্যু হয়৷
১৯৮৩: মোহাম্মদ সুলতান, বাংলাদেশের একজন প্রখ্যাত ভাষা সৈনিক ও প্রগতিশীল রাজনীতিবিদ।
১৯৯০: মণি সিংহ, বাংলাদেশের একজন প্রখ্যাত বিপ্লবী বামপন্থী রাজনীতিবিদ ও কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা।
২০০৬: শেফালী ঘোষ, বাংলাদেশের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী।
- ঘটনাসমূহ:
১৬০০: ইংল্যান্ডের রাণী এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাণিজ্যের চার্টার প্রদান করেন।
১৮২৭: ইংরেজ ফার্মাসিস্ট জন ওয়াকার প্রথম দেশলাই আবিষ্কার করেন৷
১৯২৯: জহরলাল নেহেরু ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উড়িয়ে ভারতীয় কংগ্রেস ঘোষণা করেন ‘পূর্ণ স্বাধীনতা ভারতের লক্ষ্যে৷’
১৯৫৫: যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যের মন্টেগোমারি শহরে নারী রোসা পার্ক বাসে আসন বরাদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করে কারাগারে নিক্ষিপ্ত হন৷ যার প্রেক্ষিতে কৃষ্ণাঙ্গ নাগরিকরা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে মার্টিন লুথার কিং জুনিয়রের নেতৃত্ব আন্দোলনের সূচনা করেন ও জয়ী হন।
১৯৫৯: একটি মার্কিন ক্ষেপণাস্ত্রে বসানো ক্যামেরা দিয়ে মহাশূন্য থেকে প্রথম পৃথিবীর রঙ্গিন ছবি তোলা হয়েছিল।
১৯৮৮: পরমাণু, অনাক্রমণ, বিমান পরিবহন ও সংস্কৃতি বিষয়ে ভারত পাকিস্তান চুক্তি স্বাক্ষর হয়৷
১৯৯০: ইংলিশ চ্যানেলের ১৩২ ফুট নিচে খনন কর্মীরা পাথর কেটে একটি গাড়ি চলাচলের মতো সুড়ঙ্গ তৈরি করে ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে প্রাথমিকভাবে সংযোগ স্থাপনে সক্ষম হন।
২০০২: জার্মানিতে প্রথম দ্রুতগামী ম্যাগনেটিক ট্রেনের যাত্রা।
The post ইতিহাসের পাতায় ৩১ ডিসেম্বর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2BVytsq
No comments:
Post a Comment