Friday, November 30, 2018

‘পাকিস্তান মুসলিম দেশ, সুসম্পর্ক চাইলে আগে ধর্মনিরপেক্ষ হতে হবে’

নয়াদিল্লি: প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে আলোচনার বিষয় প্রসঙ্গে ভারতের সেনাপ্রধান জেনারেলন বিপিন রাওয়াত সাফ জানিয়ে দিলেন সন্ত্রাসবাদ এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না৷ পাকিস্তান একটি মুসলিম দেশে পরিণত হয়েছে, যদি তাকে ভারতের সঙ্গে থাকতে হয় তাহলে তাকে আগে ধর্মনিরপেক্ষ হতে হবে৷

তিনি এও বলেন ভারত ধর্মনিরপেক্ষ দেশ এবং পাকিস্তান যদি ভারতের মতো হতে চায় তাহলে তাকে আগে ভারতের মতো হতে হবে৷

পাক প্রধানমন্ত্রী ইমরান খান কর্তারপুর করিডোরের শিলান্যাসে অনুষ্ঠানে ভারতের সঙ্গে বন্ধুত্বের ওপর জোর দেয়৷ তিনি জানান, ভারত-পাকিস্তানের মধ্যে একটাই ইস্যু তা হল কাশ্মীর৷ মানুষ চাঁদে পৌঁছে গেল কিন্তু আমরা কাশ্মীরেই আটকে৷ তিনি এও বলেন, ভারত বন্ধুত্বের জন্য এক পা বাড়ালে, পাকিস্তান দু পা এগিয়ে যাবে৷

এদিকে জেনারেল বিপিন রাওয়াত জানান, ইমরান খানের এই বন্ধুত্বের বার্তার অন্তর্দ্বন্দ্ব রয়েছে৷ পাকিস্তানের একটা পদক্ষেপ ইতিবাচক হওয়া প্রয়োজন৷ তারপরেই ভারত ভেবে দেখতে পারে বিষয়টি সম্পর্কে৷ ভারতের রণনীতি খুব স্পষ্ট, সন্ত্রাসবাদ এবং আলোচনা সমান্তরালভাবে এখানে চলতে পারে না৷

প্রসঙ্গত, এর আগে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ একথা স্পষ্ট জানিয়েছিলেন৷ সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে তিনি উপরোক্ত বার্তাই দিয়েছিলেন৷ আর এবার জেনারেল বিপিন রাওয়াতও বারতের অবস্থান স্পষ্ট করে দিলেন৷

The post ‘পাকিস্তান মুসলিম দেশ, সুসম্পর্ক চাইলে আগে ধর্মনিরপেক্ষ হতে হবে’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TZvnvZ

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez